রিক্সা নিষিদ্ধ করবার অহর্ণিশ প্রয়াস চলছে,
আমাদের ঢাকা শহরে।
আমাদের প্রিয় ঢাকা শহরে।
বিজ্ঞাপন জর্জরিত পত্রিকাগুলোর খাঁজে খাঁজে গোপন তলোয়ার,
হাওলাদারের ভবিষ্যৎনামার ফাঁক দিয়ে উঁকি দেয়
রিক্সা বিতাড়ন করতে হবে।
শহরের মধ্যবিত্ত রাস্তাগুলোতে
ঠাঠা রোদে
তোমার চিবুকের লবণে,
আমড়া খাওয়ার দিন শেষ হয়ে এলো বলে।
* ২১শে মে, ২০০৭
মন্তব্য
এরপর রিক্সা দেখতে জাদুঘর যাইতে হবে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
তা বোধ হয় হবে না।
পুনর্বাসনের ব্যবস্থা না করে এত রিকশা একবারে তুলে ডেবে এটা সম্ভব ই না। আর যে পরিমান রিকশা ঢাকায় আছে , রিকশা তুলে দিয়ে অন্য ব্যবস্থা করতে গেলেও খবর আছে।
অতএব ; রিকশা চালাও রসিক বন্ধু সামনের রাস্তা দিয়া ...
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ধীরে ধীরে তুলবে। প্রথমে করবে বিভিন্ন রাস্তায় সীমিত চলাচল। যেটা ইতিমধ্যে শুরু হয়েছে। পরবর্তী ধাপে নিষিদ্ধ।
ঠিকমতো পুনর্বাসন হলে তুলে নেওয়াটা সমস্যা না,কিন্তু সমস্যা হচ্ছে পুনর্বাসন কি আদৌ করবে ? @ শ্যাজা।
এর লাইগাই তো কইলাম 'রিক্সা দেখতে জাদুঘর যাইতে হবে'।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
হক কথা
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন