পার্বতী সমাচার

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: মঙ্গল, ৩১/০৭/২০০৭ - ৬:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুষ্পিত কানন, সুবাসে সুঘন চারিদিক
গগনে পঞ্চমীর চাঁদ, দিকভ্রান্ত পথিক।
ব্যথিত হিয়া, জমাট ব্যাথা যেন শিশিরদাম
মায়াবী কষ্টের জার্নালে পার্বতী শিরোনাম।
একাকী ধ্যানমগ্ন পর্বত শিখরে যোগীন্দ্র শিব,
প্রতীক্ষায় পার্বতী, নিভে একে একে সহস্র দীপ।
শ্মশানে শয্যা পাতে যত শাক চুন্নীর দল,
উদ্বাহু নৃত্যে মাতে জোয়ান ভূতেরা সকল।
ম্লান হলে চাঁদ মুখ খসে পড়ে শুভ্র বসন,
জোয়ানে ভূতের হাতে খেলা করে পার্বতীর স্তন।
হায় মহামুনী শিব, তপস্যারত নিভৃত কৈলাসে-
ফের পার্বতী ঘুমিয়ে পড়ে রতিক্রিয়া শেষে।

** অনুপ্রেরণা --- আবু হাসান শাহরিয়ার


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

প্রেমের সন্ন্যাসী আমি,থাকি কল্পতরুমূলে একা । সেখানে পার্বতী আসে,বুকে তার চন্দনের ঘ্রান । রতিকলাবৃত্ত ছন্দে লেখা এই প্রেমের পুরাণ...

--আবু হাসান শাহরিয়ার

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

না, এটা পড়া হয়নি।

মহাদেব জোয়ান ভূতের পাতে তুলে দেয় পার্বতীর স্তন।

এরকম ছিলো কবিতাটা।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

এটা বোধ হয় 'বালিকা আশ্রম ' এ ছিলাম । ঠিক নিশ্চিত না যদি ও ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

ওই কবিতাটি কি আপনার কাছে আছে বস?

আমার জন্য দাঁড়িয়ে ছিলো পথ,
পথের পাশে নদী, গাছ ঠাকুরের পূজো...


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

মন খারাপ

দেশ থেকে নিয়ে এসো বোঝাই করে
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কারুবাসনা এর ছবি

দিব্য।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ঝরাপাতা এর ছবি

হুম।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।