আজকের বিবিসির সকালের অনুষ্ঠানে ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক শাহরিয়ার কবির জানান, মার্কিন যুক্তরাস্ট্রের বিচার বিভাগ বাংলাদেশের ৭১'এর ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তারা মার্কিন যুক্তরাস্ট্রে আশ্রয় গ্রহণকারী যুদ্ধাপরাধীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য প্রমাণ দিতে অনুরোধ করেছে। জনাব কবির বর্তমান সামরিক প্রধানের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আগ্রহ দেখাবার কথা উল্লেখ করে আশাবাদ প্রকাশ করেন যে বর্তমান সরকার এ ব্যাপারে একটি কমিশন গঠন করবে। তাহলে শুনুন মূল সাক্ষাৎকার পর্বটি:
|
মন্তব্য
শাহরিয়ার কবির যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে বর্তমান সামরিক বাহিনীর মৌখিক আশ্বাসের উপর অগাধ আস্থার প্রকাশ ঘটিয়েছেন তার সাক্ষাতকারে। এধরণের আশ্বাসের উপর নির্ভর করা সত্যি খুব বিপজ্জনক। ভবিষ্যত বলবে এই সরকার এ ব্যাপারে কতোটা আন্তরিক? তাই, শ্রোতাদেরকে সাক্ষাতকারটি খুব মনোযোগসহকারে শুনতে অনুরোধ করছি।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
যুদ্ধাপরাধীদের যথাযথ বিচারের মুখোমুখি করার ব্যাপারে সরকারের আন্তরিকতার পাশাপাশি সতর্কতা ব্যাপারটিও বিবেচনায় রাখা প্রয়োজন। সমাজে ও রাজনীতিতে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মদদপুষ্ট এই যুদ্ধাপরাধীরা এখন যাকে বলে ডিপলি এনট্রেঞ্চড। এদের সঠিক বিচারের মুখোমুখি করার জন্য ব্যাপক প্রস্তুতির প্রয়োজন।
চমৎকার খবর ,,, ব্যাপারটা আমাদের জোরগায় তুলে ধরা উচিত ,,, সচলের সবাই মিলে একটা আবেদন তোলা যায় সরকারের কাছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
নতুন মন্তব্য করুন