আপনার জন্মদিনটা টুকে রাখুন সচলায়তনে। তাহলে আগামী জন্মদিনে আপনার নাম, সচলায়তন থেকে জন্মদিনে আপনাকে শুভেচ্ছা এবং একটি পোস্টকার্ড পাঠানো হবে।
এটি সেট করতে 'আমার অ্যাকাউন্ট' > 'সম্পাদনা' > 'প্রোফাইল' > 'জন্মদিন' এ যান।
যেহেতু এটা সাইটের প্রথম পেজে দেখানো হবে তাই, চাইলে আপনি না-ও ব্যবহার করতে পারেন। তবে কোনো সদস্য আপনার বয়স বা জন্মসাল জানতে পারবে না।