বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করব কীভাবে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ২৭/০৬/২০০৭ - ১:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

যে অংশটুকু বোল্ড করতে চান সে অংশটার আগে [b] এবং পরে [/b] লিখতে হবে। একইভাবে ইটালিকের জন্য [i] এবং [/i], আন্ডারলাইনের জন্য [u] এবং [/u] এর মাঝে লেখা ঢুকিয়ে দিন।

এবার আসি একের অধিক ইফেক্ট অর্থাৎ বোল্ড ইটালিক একসঙ্গে করা নিয়ে । এক্ষেত্রে সবগুলো ট্যাগ একসাথে লিখতে হবে ।

যেমন:
রংপুকুরের নাম কেন [b]রংপুকুর [/b] হলো ।
দেখাবে, রংপুকুরের নাম কেন রংপুকুর হলো ।

এ প্রসঙ্গে আরো জানতে ফরম্যাটিং গাইডবুক দেখুন।