দুটো সার্চ ইঞ্জিন ইনস্টল করা হয়েছে সচলায়তনে। একটি গুগল ভিত্তিক, আরেকটি সাইট ভিত্তিক। তুলনামূলক বিশ্লেষন নীচে দেয়া হল।
এখন আপনার কোনটা ভাল লাগে ভোটের মাধ্যমে জানান। তারপর টেকনিক্যাল ইস্যুর সাথে আপনাদের সিদ্ধান্ত বিবেচনা করে একটি বেছে নেয়া হবে। ততদিন দুটোই থাকুক।
মন্তব্য
মুর্শেদ ভাই , যে পোস্টটা প্রথমে দিয়েছিলেন, মানে মানে, গুগল সেটআপের আগে (মুছে ফেলেছেন যেটা)- সেটাতে যেমনটা বলেছিলাম - গুগলকেই দায়িত্বটা দেয়া ভালো।
তবে বাংলা ইনপুট এর স্ক্রিপ্ট সেটআপ কি ঝামেলার বেশ?
এই জিনিষটা আমারো জানার ইচ্ছে ছিলো।
সহজ হলে জানাবেন প্লিজ।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
ও হ্যাঁ আইডিয়ার জন্য ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আসলে আপনার মন্তব্য দেখেই সিদ্ধান্তটা নেই। বাংলা স্ক্রীপ্ট সেটআপ খুব বেশী ঝামেলার না। কিন্তু গুগলের এজাক্স এপিআই থেকে টেকস্টবক্সটা প্রোভাইড করা হয়। এতে করে ওই টেকস্ট বক্সের উপর হাত দেয়া আমার সীমিত জ্ঞানের তুলনায় বেশ দুরূহ ছিল। তাছাড়া অনেক কাস্টোমাইজেশন করতে হয়েছে।
কিন্তু এখন তো বাংলা আছে। ব্যবহার করতে পারছেন না?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গুগলি
আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জ্যোছনার গান আর নয়
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মনেহয় গুগলায়তনটাই ভালো!!
কি মাঝি? ডরাইলা?
আমার মনে হয় সার্চের দায়িত্ব গুগলের উপরই ছেড়ে দেওয়া উচিত।
আমি আপনার ২ নম্বর পয়েন্টটা বুঝি নাই। গুগলেও তো ব্লগার র্সাচ করা যায়।
--------------------------
My Workspace - Business Promotion Directory
সচলায়তনের ইঞ্জিন অনেক কিছুই পায়না (মনে হয় এখনো ইন্ডেক্স পুরা হয়নি)। আর গুগল নিলে সুবিধা অনেক। প্রধান সুবিধা হল, সার্ভারের উপর লোড পড়বেনা (আমি ব্রাউজ করতে গিয়ে গতকাল কয়েকবার 'সাসপেন্ডেড' মেজেস পেয়েছি। বলে সিপিইউ কোটা এক্সিডেড।
তাই গুগলই ভাল।
গুগলেরটাই ভাল।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
গুগলায়তন।
হাঁটুপানির জলদস্যু
গুগলের জবাব নাই।
আমারে আমার চেয়ে বেশি যে চেনে সে হচ্ছে গুগল।
খবর দিতে কইলে দাবড়াইয়া ধইরা আনে।
খুঁজতে কইলে একটারে তিনটা বানাইয়া আনে।
গুগল হইলো সভ্যতার আরেক নাম।
সার্ভার সমস্যা না হইলে গুগলই থাক। গুগলটারে হয়তো সচল-গুগল কইরা নেয়া যায়।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ভোট গুগলে দিলেও আমরা বোধহয় একটা মাঝামাঝি অবস্থানে আসতে পারি । কোথাও সমস্ত সদস্যদের নিক অক্ষরের ক্রমঅনুসারে লিস্ট আকারে থাকলে সেখান থেকে আমরা সদস্যদের খুজে বের করতে পারি সহজেই । সেক্ষেত্রে সাইটের ওপর লোড না ফেলেই আমরা সদস্যদের নিক খুজে পাবার একটা উপায় পাচ্ছি ।
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি