বটু ও কালা বিলাইর গল্প (বটুর বৈঠকখানা-২)

বটু মিয়া এর ছবি
লিখেছেন বটু মিয়া (তারিখ: রবি, ০২/০৯/২০০৭ - ৪:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বটুর বৈঠকখানা - ২
বটু ও কালা বিলাইর গল্প


মন্তব্য

অন্য ট্রলার এর ছবি

মুক্তমনা'য় দেখলাম বটুমিয়ার বৈঠকখানা দেয়া আছে।

বটুমিয়ার অনুমতি নেয়া হয়েছে?

দিশাহারা এর ছবি

বটু মিয়া জিন্দাবাদ/জয় বটুমিময়া....

অমিত আহমেদ এর ছবি

এতদিন বাদে শুনলাম‌... সেইরকম!


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

দ্রোহী এর ছবি

সেইরকম!!! সেনা হোগামোড়া সরকারে (Army Backed Govt.) শুনলে খাইবো!


কি মাঝি? ডরাইলা?

ইশতিয়াক রউফ এর ছবি

খাসা অনুবাদ।

আরিফ জেবতিক এর ছবি

বাবা বটু,তুমি আগামী কয়েক বছর দেশে আসার চিন্তা ভুলেও করবে না,এটাই তোমার প্রতি আমার উপদেশ।

কেমিকেল আলী এর ছবি

সেইরম হইছে

ভাস্কর এর ছবি

হ বটুমিয়াও শিগগীরই স্বীকার যাইবেন তিনি একটা কালা বিলাই...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

ইশতিয়াক রউফ এর ছবি

সেটা সমস্যা না। দেশে গেলে যদি আমাদের উড়ালবন্দর থেকে ধরে নিয়ে গিয়ে স্বীকার করায় আমরাই বটু?

নজমুল আলবাব এর ছবি
ঝরাপাতা এর ছবি

আইচ্ছা, চলুক বটুজি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সৌরভ এর ছবি

সেরম হইসে।
আপনের বৈঠকখানায় পান-বিড়ি স্পনসর করতে হইলে কইয়েন।

আবার জিগস! আমগো পুলিশ দুনিয়ার সেরা পুলিশ।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

নিঘাত তিথি এর ছবি

মজা না, শেষটায় মনটা খারাপ হলো খুব।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বটু মিয়ার বৈঠকখানাতো খূবই রাজনৈতিক সচেতন।
অনেকে আবার বৈঠকখানায় রাজনৈতিক আলোচনা নিষেধ সাইনবোর্ড টাঙ্গায়া দেয়। ভয় থাকে যে পরে বৈঠকখানা আবাহনী-মোহামেডানের গ্যালারি হয়া যাইবো।
বটু মিয়া বিদ্ধান লোক। তার বৈঠকখানা খূবই সরস।
কালা বিলাইর গল্পটায় জব্বর মজা হইছে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বটু মিয়ারে ধইরা মাইর দিতে হইব। নিজে ডুবব আমাগোরে ডুবাইবো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

হুম।
এখন অফিসে আছি,স্পিকার নেই।বাসায় গিয়ে শুনতে হবে।তারপর মতামত।

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..