সাত বছর আগে লিখা গাওয়া আমার আনাড়ি একটা গান:)
গানের কথা ও সুর দুটোই ভালো লেগেছে
গানের কথা ও সুর দুটোই ভালো লেগেছে ।
মেঘ
সবাইকে অনেক ধন্যবাদ আমার আসলে সচলে আসা হয় না। সামহোয়ারে যাই বলে কোন লিখা এখানে আর পোস্টও করি না। আমি তো আর গান গাই না, বন্ধুরা। তাই নতুন কিছু আপাতত দিতে পারলাম না।
আপনারা কষ্ট করে শুনেছেন তাই আবারো ধন্যবাদ।
হুম! চেনা মানুষেরাই তো আগে অচেনা হয়! ..গানটার কথাগুলো খুব ভাল্লাগছে। গানের গলাটাও বেশ!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আসলেই ভাল লেগেছে!
চেনা মানুষ কেনো অচেনা সুরে গান গাও চেনা মানুষেরা হঠাৎঅচেনা হয়ে বলো না কী সুখ পাও...
সম্পর্কগুলো যেন কেমন...
হু তাই তো!
ভালো লাগলো।
______________________ চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার তবুও আমি নাকি অশুচি
'
========================================= নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
আরও ছাড়েন জলদি
ভালো লেগেছে।
একশ তে একশ। খুব ভালো লেগেছে।
খুব ভাল লাগলো।
দারুন হয়েছে! দিদি কি রবীন্দ্রসঙ্গীত গান? সেরকম একটা ভারিক্কী আছে কণ্ঠে। আরো থাকলে ছাড়ুন জলদি।
==== চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুগ্ধ হয়ে শুনলাম, মেঘাপু। আরো চাই। আপাতত আপনার পিসি ঘেঁটে দেখেন, আপনার নিজের কণ্ঠে গাওয়া আর কী গান আছে? নিজের লেখা না হলেও হবে।
আমাদের সচলায়তন দিনদিন অধরা হয়ে উঠছে। আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
মন্তব্য
গানের কথা ও সুর দুটোই ভালো লেগেছে
গানের কথা ও সুর দুটোই ভালো লেগেছে ।
মেঘ
সবাইকে অনেক ধন্যবাদ
আমার আসলে সচলে আসা হয় না।
সামহোয়ারে যাই বলে কোন লিখা এখানে আর পোস্টও করি না।
আমি তো আর গান গাই না, বন্ধুরা। তাই নতুন কিছু আপাতত দিতে পারলাম না।
আপনারা কষ্ট করে শুনেছেন তাই আবারো ধন্যবাদ।
মেঘ
হুম! চেনা মানুষেরাই তো আগে অচেনা হয়!
..গানটার কথাগুলো খুব ভাল্লাগছে। গানের গলাটাও বেশ!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আসলেই ভাল লেগেছে!
ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল
চেনা মানুষ কেনো অচেনা সুরে গান গাও
চেনা মানুষেরা হঠাৎঅচেনা হয়ে বলো না কী সুখ পাও...
সম্পর্কগুলো যেন কেমন...
হু তাই তো!
ভালো লাগলো।
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
আরও ছাড়েন জলদি
ভালো লেগেছে।
হাঁটুপানির জলদস্যু
একশ তে একশ।
খুব ভালো লেগেছে।
খুব ভাল লাগলো।
দারুন হয়েছে! দিদি কি রবীন্দ্রসঙ্গীত গান? সেরকম একটা ভারিক্কী আছে কণ্ঠে। আরো থাকলে ছাড়ুন জলদি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুগ্ধ হয়ে শুনলাম, মেঘাপু।
আরো চাই।
আপাতত আপনার পিসি ঘেঁটে দেখেন, আপনার নিজের কণ্ঠে গাওয়া আর কী গান আছে? নিজের লেখা না হলেও হবে।
আমাদের সচলায়তন দিনদিন অধরা হয়ে উঠছে।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!