পডকাস্ট চালুর পর দেখলাম আমার কোন কার্যক্ষম মাইক্রোফোন নেই। সেদিনই ওয়ালমার্টে গিয়ে একটা মাইক্রোফোন কিনে আনলাম। এনে দেখি নষ্ট। তারপর প্রায় মাসখানেক হয়ে গেল কিনি কিনি করে কেনা হচ্ছিল না। আজ হাতে পেয়েছি কিছুদিন আগে অর্ডার দেয়া মাইক্রোফোনটা।
কি বলি কি বলি ভাবতে ভাবতে মনে পড়ল সেদিন রিটন ভাইয়ের ছড়াগুলোর আবৃত্তির কথা হচ্ছিল। সেটা একটা ট্রাই দেয়া যেতে পারে।
যা ভাবা তাই কাজ। তো এই রইল অখ্যাত এক শহীদ জননীর চিঠির আংশিক আবৃত্তি। আংশিক করেছি কেননা পুরোটা পড়লে আকারে অনেক বড় হয়ে যেতে পারে। উপরন্তু কেমন হল তাও বুঝতে পারছিলাম না।
এখন থেকে নিয়মিত পডকাস্ট যন্ত্রনা নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মন্তব্য
ভালো হচ্ছে সত্যি।
কিন্তু আংশিক কেন? নাকি এটা ছিলো ট্রেইলার?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
উদ্যোগকে উত্তম ঝাজা।
জাঝা র জন্য ধন্যবাদ
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভালইতো। চলুক।
সুন্দর হইছে।
সচলরা জ্যাক অফ অল ট্রেডস বোঝা গেল। ফোঁটা ফোঁটা বৃষ্টির পর ঝড়ুক না বারিধারা।
××××××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
ভাল হইছে। আরেকটু পরিষ্কার করে শোনা গেলে ভালো হতো। এবং একটু দ্রুতলয়ে পড়েছেন বলে মনে হচ্ছে। আরেকটু বিলম্বিত করলে আরো ভালো হয়।
আরো দিতে থাকেন।
আপনাদের গান তো আর দিলেন না!
-
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ভাল্লাগলো।
কনফু'দার সাথে একমত।
বিলম্বিত হলে আরো ভাল হয়, তাহলে প্রতিটা শব্দ আলাদা করে ধরা পড়ে।
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
পিচ্চি কানে ঝুলানো মাইক্রোফোন। এডজাস্টমেন্টটা বুঝি নাই। ঠিক হবে সামনে। আসবে গান-বাজনা সবই আসবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির