চতুষ্পদ

নূপুরের ছন্দ এর ছবি
লিখেছেন নূপুরের ছন্দ [অতিথি] (তারিখ: শুক্র, ০৩/০৫/২০১৩ - ৩:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আর্টিস্ট মুর্তজা বশীর গাড়ি কিনলেন, তারপর স্ত্রীকে নিয়ে সেই গাড়িতে চড়ে নিউমার্কেট গেলেন। গাড়ি পার্ক করে রেখে নিউমার্কেটে কেনাকাটা শেষ করে অভ্যাসবশত রিক্সা নিয়ে বাড়ি ফিরলেন। অনেকক্ষণ পরে মনে পড়লো, তিনি তো একটা গাড়ির মালিক! গাড়ি তখনো নিউমার্কেটের সামনের রাস্তায় পার্ক করা!

অভিনেতা পরিচালক গাজী রাকায়েতও একবার এরকমই একটা কাণ্ড করেছিলেন। তাঁর একটা সুবারু ছিলো। মহিলা সমিতি মঞ্চে শো ছিলো। গাড়িটা রাস্তায় রেখে শো শেষ করে আড্ডা মেরে রিক্সায় করে বাড়ি ফিরে ঘুম। সকালবেলা মনে পড়লো গাড়িটার কথা!

প্রায় এক যুগ আগে নজরুলের পকেটে কিছু টেকাটুকা জুটলো, সিদ্ধান্ত নিলো গাড়ি কিনবে। একটা গাড়ি দেখে পছন্দ হলো। অফিসে নিয়ে কলিগদেরকে গাড়ি দেখালো। একসপ্তাহ পরে কাগজপত্র ঠিক করে গাড়ি কেনা হবে বলে গাড়ি ফেরত দিয়ে অফিসে ফিরে দেখে অলরেডি পার্টি শুরু হয়ে গেছে। গাড়ি কেনার কাফফারা হিসেবে সেদিন অফিসে বিরাট পার্টি হয়ে গেলো। তার দুদিন পরে মারামারির খেসারত হিসাবে নজু জেলখানায়! সেই দায় টানতে টেকাটুকা সব শেষ, গাড়ি আর কেনা হলো না!

এগুলো সবই নজুর কাছ থেকে শোনা, নজুর বাচ্চা নজু খালি গালগল্পই করতে পারে। সেটা তো বহুত আগেই বুঝে গেছিলাম। এটাও বুঝছিলাম যে যা করার আমারেই করতে হবে।

আমার সাহসের কমতি নাই। যা করার হুট করেই করে ফেলি। নজুকে বিয়েও করেছিলাম প্লেন থেকে প্যারাসুট ছাড়া ঝাঁপ দেওয়ার মতো। কিছু জমানো টেকাটুকা দিয়ে গাড়িটাও কিনে ফেললাম একেবারেই হুট করে। পাঁচ মিনিটের সিদ্ধান্তে।

গাড়ি কিনে সব টেকাটুকা শেষ। আমি এখন পথের ফকির। সচলদের কাছে বিণীত অনুরোধ, এই মাসের বাজার করে দিয়ে যান... পিলিজ লাগে হাসি


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভাবী আমাদের জন্য খানা দানা কই? ১৪ তম দাবী যোগ করার সময় এসে গেছে। খাইছে

অরফিয়াস এর ছবি

গাড়ি কিনছেন ?? ফটুক কই ??? রেগে টং

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

স্যাম এর ছবি

চলুক এই লেখা ছবি ছাড়া হবেনা, মানিনা।

স্যাম এর ছবি

এত তাড়াতাড়ি লিখেন কেম্নে আপনি? তাও আবার নিজের সাথে আরো কত লোকের ঘটনা! দারুন! আরেকটু নিয়মিত লিখুন। তিন জন এর গাড়ির ঘটনার মধ্যে প্রথমজন ছাড়া বাকি দুই টাতে আমিও জড়িত মানে রাকায়েত ভাইয়ের গাড়িতে করে ৯৭ (না ৯৯?) এর আইসিসি কাপ জেতা সেলিব্রেট করা হয়েছিল (সে এক ভয়াবহ গাড়ি ছিল) আর তৃতীয়টাতে ২/১ দিনের মধ্যেই চড়ব - সম্ভব হলে হেফাজত ঢাকা আসার আগেই দেঁতো হাসি

অরফিয়াস এর ছবি

দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ইশতিয়াক রউফ এর ছবি

বেড়ায় যান, ভাবী। ভাত-ডাল যা আছে মিলে-মিশে খাই।

নূপুরের ছন্দ এর ছবি

তারেক অণু এর ছবি

হাততালি নিধির হাসির চেয়ে দামি আর কিছু নাই হাততালি

স্যাম এর ছবি

আহ! বাহ! দারুন!

অরফিয়াস এর ছবি

উত্তম জাঝা!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রিসালাত বারী এর ছবি

হাততালি

ঊর্ণনাভ এর ছবি

চলুক

ঊর্ণনাভ এর ছবি

নজু ভাইরে আপনার গাড়িতে চড়তে দিয়েন না। দেঁতো হাসি

মরুদ্যান এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মরুদ্যান এর ছবি

হাততালি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

হাততালি

---------------------
আমার ফ্লিকার

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

দাওয়াত চাই দেতে হবে!

---------------------
আমার ফ্লিকার

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পার্টি কই?

______________________________________
পথই আমার পথের আড়াল

পল্লব এর ছবি

চিন্তিত

==========================
আবার তোরা মানুষ হ!

অরফিয়াস এর ছবি

নজু ভাই কি হেফাজত পার্টিরে ডাকেন? শয়তানী হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

উজানগাঁ এর ছবি

পার্টি কই? খাইছে

দুর্দান্ত এর ছবি

গাড়ীও তো মানুষ, তার ও তো আকীকা লাগে!

জেবতিক রাজিব হক এর ছবি

গাড়ী একটি নাছারা বস্তু। যথাবিহীত সিরনি-সালাতের মাধ্যমে জনগনের দোয়া নেয়ার পরামর্শ দেয়া যাইতেছে।

নীলকান্ত এর ছবি

টাকার কথা ভুইলা যান। মাইয়ার হাসি দেখছেন?


অলস সময়

মুস্তাফিজ এর ছবি

'কিয়া' বাত হায়। নো প্রবলেম, ড্রাইভার লাগলে বইলেন ইন্টারভিউ দিতে আসুমনে।

...........................
Every Picture Tells a Story

অকুতোভয় বিপ্লবী এর ছবি

Kia চোখ টিপি দেঁতো হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি
নজরুল ভাই বাকওয়াজ, বুরুবক। নুপুরাপু রক্স।
নিধি ডাবল রক্স।

---- মনজুর এলাহী ----

MMR Jalal এর ছবি

নিধি কি বড় হচছে না আমি বুড়া হচছি ?,
এম,এম,আর,জালাল

অতিথি লেখক এর ছবি

গাড়ির চেয়ে গাড়ির উপ্রের পিচ্চিটারে বেশি কিউট লাগে!!
হাসি
গাড়িও সৌন্দইর্য্য!!!

সুবোধ অবোধ

সাফি এর ছবি

খানাপিনা না হইলে আগামী হরতালের আগের দিন বিম্পি আর হেফাজতের পিকেটাররা তাইলে কুন ঠিকানায় আসতেছে?

রাতঃস্মরণীয় এর ছবি

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওই ৫ মিনিটেই নিতে হয় নতুবা অনেক কম্পারেটিভ এ্যানালাইসিস এসে পড়ে।

আপনার তো বাজারের পয়সায় শর্ট পড়েছে সাময়িক, কিন্তু আমার তো প্রতি মাসে কিস্তি দেওয়ার পর আর ঘুম হয় না। গাড়িটা খুবই সুন্দর হয়েছে। গাড়ির আসল মালিককেও খুবই খুশি দেখাচ্ছে। আমার গাড়ির মালিকের ভাবখানা দেখেন একবার-

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতন্দ্র প্রহরী এর ছবি

আরে, বিশাল অভিনন্দন! এরকম হুটহাট করেই আসলে নানান সিদ্ধান্ত নিতে হয়। হাসি

সুহান রিজওয়ান এর ছবি

চাল্লু !!

কেউ বাজার করে দিয়ে গেলে খাওয়ার সময় ডাক দিয়েন, একটু যদি হেল্প করতে না পারি- তাইলে ক্যাম্নে কী !!

স্পর্শ এর ছবি

দারুণ! এবার আরামসে ঘোরাঘুরি করতে পারবেন। আমরাও মাঝে মধ্যে লিফ্ট পাবো হাসি

মিলাদের খানাপিনা পাওনা রইলো।


ইচ্ছার আগুনে জ্বলছি...

প্রৌঢ় ভাবনা এর ছবি

গাড়ি কিনেছেন, অভিনন্দন ! কিন্তু সাথে যে আরেকটা দুর্ভাবনাও কিনলেন - রাস্তায় কখন গাড়ি ভাংচুর হয়।

শামীম এর ছবি

প্রবলেম তো আগেই সলভ্। গাড়ি যখন আছেই, বিভিন্ন দিন সচলদের বাসায় হানা দেন, এক বেলা খাবেন আর তিন বেলার পোটলা নিয়ে যাবেন চোখ টিপি

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

শিশিরকণা এর ছবি

চলুক

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

tokkhok এর ছবি

স্বাগতম !!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

তাও যে গাড়ির সুবাদে লেখাটেখা দেখা গেলো। গাড়িটাকেই সাধুবাদ জানাই বরং! চোখ টিপি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তারেক অণু এর ছবি
সুমিমা ইয়াসমিন এর ছবি

নুপুরের ছন্দ এখন গাড়ির হর্ন!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।