[পোষ্টটির দায়-দায়িত্ব সব স্বপ্নাহত নামক ছন্দজটের স্রষ্টা রোমান্টিক বালক এবং মাশিদ (আপু) নাম্মী জনৈকা মুখুরার... । আমি সম্পূর্ণ নির্দোষ... ]
চুল গুলো তোর
শ্রাবণ মেঘ
ঠোঁট যেন তোর গোলাপ কলি
লজ্জা পেলি?
এই মেয়ে শোন
চুপটি করে তোকেই বলি -
মাঝরাতে
রোজ একলা ছাদে
কক্ষনো বা চাঁদের সাথে
এই মেয়ে তোর
কথা ভেবেই কাটাই প্রহর
কাটাই সকাল কাটাই দুপুর
এই মেয়ে তোর পায়ের নুপুর
চোখের কাজল আমায় টানে
ইচ্ছে করে মাতাল হতে
অদ্ভূত তোর বুকের ঘ্রানে
রাগ করলি?
রাগ করে যেন
যাসনে চলে
এই মেয়ে তুই চলে গেলে
নিকষ কোনও নিরবতা
চাঁদর ম্যালে
যাসনে মেয়ে অবহেলে
অচিন ঘরে অচিন দেশে
শোন মেয়ে তুই আমার কথা
তুই চাইলে লিখতে পারি এক নিমেষে
হাজার পাতার এক কবিতা
মন্তব্য
দোষ নির্দোষের কথা জানিনা তবে কবিতাটা লিখেছেন খুব সুন্দর
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
শুকরিয়া
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
আপনারও কি স্বপ্নাহত এর মতো প্রব্লেম শুরু হইলো নি?
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
বাহ!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
যাহ!!!
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
ভাই অচল আনি,
আপনার ব্লগের প্রথম অংশটুকু পড়ে প্রথমে আমি বজ্রাহত এবং পরে লজ্জাহত হইছি। এই জন্য পুরো দায়দায়িত্ব কিন্তু আপনার। এইভাবে সবার সামনে কান টেনে ধরে দাড় করিয়ে দেবার কোন মানে হয়?
এই ফাকে আরেকটা কথা বলে রাখি। আপনার "বর্ষার জন্য" পড়ে আমার ছন্দজট টাইপের সব উদ্ভট থট গুলা কিছু মাথা থেকে চলে যাবার উপক্রম।
মানুষ এইরকম লেখা লেখে? মোটেও ভাল করেন নাই
অচল পদ্য নিয়ে কিছু বলার নাই। শুধু বলি আমিও আপনার মত অচল হতে চাই
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
লজ্জা দিয়েন নারে ভাই... আমার আভজাব খাইয়া হজম যে করতে পারছেন সেটা আপনার গুন (আসলে দোষ)।
আপনে তো শুনলাম মোবাইলহত হয়ে আছেন...
আরো আরো উদ্ভট থট ভর করুক মাথায়...
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
চমত্কার!!!
-------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
ধন্যবাদ নিঝুম ভাই।
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
চমৎকার.
তবে বর্ষার জন্য কে ছাড়াতে পারল না...।।
---------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
রাফি ভাই,
বর্ষাকে ছাড়াতে গেলে তো বন্যার প্রয়োজন... বন্যা পাবো কই...
কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
দারুন!
নতুন মন্তব্য করুন