[প্রথম পাতায় এখনো আমার একটা পোস্ট বেয়াড়ার মত উঁকিঝুকি দিচ্ছে। মডুভাইএরা ইচ্ছে করলে সেটা সরিয়ে দিতে পারেন]
হোমওয়ার্ক জিনিসটা আমার খুব অপছন্দ। পিচ্চিকালে হোমওয়ার্ক দেখলেই পেটব্যথা শুরু হয়ে যেতো, আর করার সময় মাথায় নানারকম উচ্চমার্গীয় চিন্তাভাবনা খেলা করতো। এখন এই বুড়োবয়সে এসেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয় নি। রাগীব ভাই একগাদা হোমওয়ার্ক দিয়ে বসে আছেন- সেগুলো নিয়ে গুতোগুতি করার সময় যথারীতি কাজ বাদ দিয়ে অকাজ নিয়েই ব্যস্ত থাকলাম। সেইরকমি অকাজের ফল ফললো একটু আগে- এইটা।
জানি জিনিসটা তেমন পদের কিছু হয়নি- বড়জোড় প্রাগৈতিহাসিক আঁকিবুকি হিসেবে চালানো যেতে পারে, কিন্তু আশা করি মেসেজটা পরিষ্কার করতে পেরেছি। আমি কি করতে পারবো জানি না, কিন্তু এটুকু জানি কি করতে হবে আমাদের। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দিয়ে পিষে মারতে হবে বরাহদের।
জয় উইকিযুদ্ধ!
মন্তব্য
তিনজন তারা দাগায়া ফুটসে। তারা দাগানের হ্যাডাম থাকলে আমিও দাগায়া ফুটতাম, এই প্রাগৈতিহাসিক আঁকিবুকি তে আর কমেন্ট করার কি আছে বলুন? !
আপনারে দিয়া উইকিযুদ্ধের পোস্টারিং করানো দরকার।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
আরো চাই!
সুন্দর।
উইকিযুদ্ধ চলুক।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ধন্যবাদ ভাইয়েরা! তবে আপনাদের কাছে অনুরোধ আমার এই আজাইরা পোস্টে সময় নষ্ট না করে এই জায়গায় একটু সময় দেন।
রাগিব ভাইয়ের নামের বানান ভুল লেখার জন্য খুবই খুবই দুঃখিত।
আর 'ডব্লিউটিএফ' মানে হলো 'উইকি টেরোরিজম ফলিং (অন আওয়ার হেড)'। দুষ্টুলোকেরা আবার অন্য কিছু ভেবে বসতে পারেন, তাই এই ডিস্ক্লেইমার।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আম্রে এইরুপে দুষ্টু লোক বলায় রাগ কর্সি... ...
_________________________________________
সেরিওজা
আমি নিজেও আপনার দলে কি না...
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
উঁহু, পোস্টার হয় নাই ! উইকির লোগো দিয়া বরাহ-চান্দি ফুটাইয়া ফালানোর পোস্টার চাই। নইলে কিন্তু মাইনাস দাগামু কইলাম !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এইসব প্রাগৈতিহাসিক রেখাচিত্র অবশ্য কোন পোস্টার না, সেইরকম আঁকাআঁকির যোগ্যতাও আমার নাই। তবে আপনার জইন্য এইটা- উইকিবৃষ্টিতে আক্রান্ত বরাহ!।
বেচারা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
শেষ ছবিটা দেখে মজাক পাইলাম ।
চলুক ।
বোহেমিয়ান
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন