শেষ পর্যন্ত আরেকটা ভ্রমণব্লগ। একটা ফাঁকিবাজি ফটোব্লগের পরে পিপিদা এবং আর অনেককে দেয়া কথা রাখার জন্য নতুন চাকরির বহুত হেজিমনি সত্ত্বেও আজকে লিখতে বসে পড়তে হলো। আমার বেশিরভাগ ঘোরাফেরাই হয় হঠাৎ করে। আর ইন্টারেস্টিংলি কোন চাকরিতে ইস্তফা দেয়ার পরই কেনো যেনো ভ্রমণগুলো সম্ভব হয়। দুইহাজারসাতে গিয়েছিলাম উত্তরাখণ্ড হিমালয়, মানে কেদার-বদ্রির দিকে ঘুরতে- আমার জীবনের প্রথম চাকরিতে দুম করে ইস্তফা দিয়ে। তারপরে দুইহাজার আটে একটা বেশ ভালো চাকরি করছিলাম, নামী একটা পাঁচতারা হাসপাতালের ততোধিক নামি একটা ডিপার্টমেন্টে, নয় মাস কাজ করার পরে ছুটি চাওয়া নিয়ে ঝামেলা হলো- ঝোঁকের মাথায় দিলাম সেই চাকরিটাও ছেড়ে- আর তারপরেই চলে গেলাম হিমাচল প্রদেশের দিকে।
এইবার যে ঘোরাঘুরি করলাম, তা অবশ্য কোন চাকরিইস্তফাপরবর্তী ভ্রমণ নয়, তবে এবার ঘুরে এসে নতুন একটা কাজে যোগ দিলাম। আর এখন মাসখানেক যেতে না যেতেই দমবন্ধ ভাবটা আবার চলে আসছে মনে হয়। আর এইদিকে আমার কিছু বন্ধু ভূটান যাবার প্ল্যানপ্রোগ্রাম ফেঁদে ফেলেছে। কিন্তু খুব মুডি লক্ষ্মী আন্টিকে মনে হয়না অদূর ভবিষ্যতে বশ করা সম্ভব হবে। আর তার স্বামী বিষ্ণু ভদ্রলোকের কথা আর কি বলবো? আফটার অল 'হি' ওয়াজ নেভার অন মাই সাইড! তবে দুর্দান্ত ভাইয়ের এই পোস্টে লেখা তার সহকর্মীর মতো কোনদিন কিছু একটা হয়তো করে বসতেও পারি। ঢাকা থেকে কাঠমান্ডু? মোটরবাইক নিয়ে?? পথে বের হয়ে পড়লেই পাথেয়র যোগাড় হয়ে যাবে- এইরকম উজবুকের মতো স্বপ্ন দেখতে দোষ কি?
যাই হোক- গত নভেম্বরের বাইশ তারিখে ঢাকা থেকে কলকাতা হয়ে পৌঁছই ভূবনেশ্বর- উড়িষ্যার রাজধানীতে। সেখানে একদিন ব্যপক 'হেজিমনি'র পরে এক সুন্দর সকালে কোণারকের দিকে রওনা দিই। উদ্দেশ্য, বিখ্যাত সুর্যমন্দির দর্শন। ভূবনেশ্বর থেকে চৌষট্টি কিমি দূরে, বঙ্গোপসাগরের তীরে কোণারক শহর।
কোণারকের সূর্যমন্দিরের কথা হয়ত অনেকেই শুনেছেন। এখন ইউনেস্কো ওয়ার্লড হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষিত এই মন্দির তের শতকের প্রথমদিকে রাজা প্রথম নরসিংহদেব তৈরী করেন। প্রায় দশ হাজার লোকের পরিশ্রমে বারো বছর ধরে এই মন্দির তৈরী করা হয়েছিলো। উপমহাদেশে বৈদিক যুগের পরে সূর্য উপাসনার সেইরকম প্রচলন ছিলো না, আর সূর্যমন্দিরও খুব একটা নেই। অসাধারণ স্থাপত্যকলা আর অপূর্ব সব কারুকাজ- সব মিলিয়ে কোণারকের সূর্যমন্দিরটি অবশ্যই অন্যরকম স্বাতন্ত্রের দাবী রাখে।
মন্দিরটি তৈরী করা হয়েছে সাতটি ঘোড়ায় টানা চব্বিশ চাকার একটা রথ হিসেবে কল্পনা করে- যেখানে সাতটি ঘোড়া সাত দিনের আর চব্বিশটি চাকা চব্বিশ ঘন্টার প্রতীক। আর পুরো মন্দিরের গা জুড়ে অসাধারণ সব পাথরের কাজ, বিশালাকৃতির মূর্তি থেকে শুরু করে একদম মিনিয়েচার পেইন্টিং এর সাইজের জিনিসপত্রও আছে। আর খোদাইকাজের বিষয়শ্রেনীগুলোও অনেক বৈচিত্রময় আর ইন্টারেস্টিং। দেবদেবীর প্রতিকৃতি থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন, যুদ্ধদৃশ্য, পশুপাখি (ইনক্লুডিং একটা 'জিরাফ'!), পূজা, ফসলকাটা, বিয়েনাচগানের দৃশ্য, কিছু 'আহেম' দুষ্টুদুষ্টু ছবি, শেষকৃত্যানুষ্ঠানের দৃশ্য- সবমিলিয়ে বেশ অপার্থিব একটা ব্যপার।
১. ভেতরে যাবার আগে। প্রথমে সিংহদ্বার, তারপরে নাটমন্দির- আর সবশেষে মূল মন্দির।
৫. সিংহদ্বার এর সামনে থেকে তোলা ছবি। মন্দিরের 'শিখর' নেই- ষোল শতকের প্রথমদিকে 'কালাপাহাড়' এর আক্রমনে মন্দিরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। এর সূর্যমূর্তি পুরীর জগন্নাথ মন্দিরে সরিয়ে ফেলা হয়, আর এরপর থেকেই ধীরে ধীরে মন্দির আর শহর দুটোই পরিত্যাক্ত হয়ে পড়ে। মন্দিরের অনেকটা বালির নীচে ঢাকা পড়ে যায়। শিখরটা ছিলো একটা ম্যাগনেটাইট পাথরের (আকাশ থেকে পড়া পাথর ?উল্কা)। সেটা নাকি সেইদিকে সমুদ্রপথে চলাচলকারি নাবিকদের কম্পাসে 'হেজেমনি' করতো। পরে তাদের কে বা কাহারা তিতিবিরক্ত হয়ে এসে ভাঙ্গা শিখরের পাথরটা আরো ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়ে যায়। পরে উনিশ শতকের শেষের দিকে বৃটিশ আর্কিওলজিস্টরা এসে এখানে খোঁড়াখুড়ি শুরু করেন।
৯. আরেকটা চাকা। হুইল অফ টাইম??
১০. মূল মন্দির। ভেতরে পাথর ভরে আটকে দেয়া হয়েছে যাতে মন্দিরের ছাদটা ধ্বসে না পড়ে।
১১. রিস্টোরেশনের কাজ এখনো চলছে। এই থামটার পুরনো অংশ আর নতুন তৈরী করা অংশের মধ্যে তফাতটা খুব সহজেই বোঝা যাচ্ছে।
১৩. নাটমন্দিরের কলাম আর দেয়ালের কিছু অংশ
যারা যেতে চান- তাদের জন্যঃ কলকাতা থেকে পুরী-ভূবনেশ্বর এক্সপ্রেস, বা চেন্নাইগামী কোন ট্রেইন ধরে চলে যেতে পারেন ভূবনেশ্বর। ভূবনেশ্বর থেকে বাসে কোণারক। আর ইচ্ছে করলে পূরীতে থেকে সেইখান থেকেও কোণারক যেতে পারেন- তবে আমার পূরী খুব একটা পছন্দ হয়নি। সকাল সাড়ে নয়টায় অর্ডার দিয়ে সাড়ে এগারোটার সময় ব্রেকফাস্ট পাওয়ার ব্যপারটা আমার কাছে ব্যপক হেজেমনি মনে হইছে। আর আমি ধরতক্তামারোপেরেক টাইপের ছবি তুললেও আপনারা অবশ্যই ভালো দেখে একখান লেন্সযুক্ত ক্যামেরা নিয়ে যাবেন। নাহলে আমার মত আফসুস করা ছাড়া উপায় থাকবে না।
*** পূনশ্চঃ বোনাস হিসেবে ভূবনেশ্বরের রাজা রানী মন্দির, আর পুরীর সূর্যাস্ত। তবে যে যাই বলুক- আমার কাছে দিনাজপুরের কান্তজীর মন্দিরের দেখা কাজগুলোই এখন পর্যন্ত সেরা!
I.
মন্তব্য
সূর্যরথের সাতটি ঘোড়া আলোর সাতটি রঙের প্রতীক ও হতে পারে।
আচ্ছা সেই বাচ্চা ছেলেটার গল্পটা দিলেন না, সেই স্থপতির ছেলে যে কিনা মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে মরে গেছিলো?
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তা অবশ্যই হতে পারে।
আর স্থপতির ছেলের গল্পটা শুনেছিলাম, কিন্তু সেইটা মিথ হবার সম্ভাবনাই বেশি। তাই আর বলিনি। এইরকম জায়গায় ত মিথ, লিজেন্ড, লোককথা আর ইতিহাস মিলেমিশে একাকার। চেষ্টা করলাম যতটুকু ইতিহাস শুনেছি সেটাই দিতে। কার্টেসী টু লোনলি প্ল্যানেট আর আড়ি পেতে শোনা গাইডদের কথাবার্তা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
এ ব্যাটা এই! এতো ঘুরাঘুরির ট্যাকা পাও কই!! আমি হালায় ট্যাকার অভাবে ঘুরতে পারি না
ছবিগুলা দেইখা তো ভুদাই হইয়া গেলাম!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হুম! এইসব বাতেনী বিদ্যা জনতার সামনে বলা যাবে না। তোমার খোমাবাক্স দেখো। আর আমার ট্রাভেল কনসালটেন্সি ফি এর কি হবে?
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আপনি দেখি ভারতভ্রমণবিশারদ হয়ে যাইতেসেন। ওদিকটায় গেলে আপনার মূল্যবান মতামতের শরণাপন্ন হওয়া ফরয হয়ে গেল।
সব মিলায়ে ভালৈসে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
ধন্যবাদ ভাই!
আর আমি মোটেও ভারতভ্রমণবিশারদ না। আমার যে বাজেট থাকে এই দিয়ে এর বেশি সম্ভব না। নাহলে তো এখানে কোণারকের বদলে আঙ্কর ভাট নিয়া আলোচনা হইতো-
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
চব্বিশটা চাকা নাকি? আমার মাথায় কেন জানি ২৮টা চাকার কথা ঢুকে আছে। (সম্ভবত ৭X8=২৮ এর কারনে)
অবশ্য কোণারকের সূর্য্য মন্দিরে গেছলাম বেশ কিছু দিন হয়ে গেল। আমার একটা উপলব্ধি, কোণারকের সৌন্দর্য কেন জানি ছবিতে তেমন ভাবে আসে না…।(আপনার ছবি ভাল লেগেছে)। এক শীতের দুপুরে কোণারকের সূর্য্য মন্দির আমাকে চমৎকৃত করেছিল।
ভূবনেশ্বর কাছাকাছি পাহাড়ের উপরে সাদা রং এর আরেকটা মন্দির আছে যেটাও চমৎকার লেগেছিল (নাম মনে নাই, জৈন ধর্মালম্বীদের সম্ভবত, মানুষজন তেমন একটা যায় না)
হু চব্বিশটা চাকা - বারো জোড়া।
আপনি একেবারে ঠিক ব্যপারটা খেয়াল করেছেন- কোণারকের সৌন্দর্য আসলেই ছবিতে তেমন ভালো আসে না। আমি কয়েকটা ক্লোজআপ দেয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দেখি তেমন একটা ভালো হচ্ছে না। আর আমার ক্যামেরাটাও আসলে যে খুব সুবিধার তা না।
আর আপনি মনে হয় উদয়গিরির কথা বলছেন। খুব সুন্দর জায়গা সেটা। পাশের গুহাগুলাও।
উদয়গিরি
খন্ডগিরি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
স্পট অন। এটার কথাই বলছিলাম...।
চমৎকার পোস্ট ভাইয়া। দ্রুত আরো দিন।
-------------------------------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
ধন্যবাদ! আর আরো আক্রমণাত্মক কার্টুন চাই।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
সেইরকম সব ছবি। ভালঈর্ষা জাগল মনে।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
সেইরকম কোন ছবি না। এখানে আরো অনেক দুর্ধষ ক্যামেরাবাজ আছেন, ইর্ষাগুলো নাহয় তাদের জন্যেই তোলা থাক।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ওরে পাজি, ছবি দেইখা ব্যাপক হিংসাইলাম, আর ভুটাইলাম।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
তা যা বলতেছিলাম- উইথ গ্রেট পাওয়ার, কামস গ্রেটার রেস্পন্সিবিলিটি। হিংসানো আর ভুটানো তো তারই অংশ!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
কোনারকের সবচেয়ে সুন্দর মনে হয় এর ভাস্কর্যগুলো। পুরো মন্দিরটাই অনেক বাঁধাধরা নিয়ম মেনে বানানো, কিন্তু এক্সেপ্রশানে অসাধারণ। (আমাকে যেতেই হবে দেখতে)
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাগর শহীদুল্লাহ
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হে নর্সদেব! কোনারক গেছেন আর খাজুরাহো যান নাই? তাহলে তো ব্যাপক জিনিষ মিস্ করেছেন। ভুবনেশ্বর পর্যন্ত গেলেন আর একটু কষ্ট করে চিল্কাটা দেখে আসতেন। আপনি তো চাকুরীর থোড়াই পরওয়া করেন, আপনার সময়ের অভাব কই!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
খাজুরাহো যাই নাই, চিল্কাতেও ডলফিনদের দাপাদাপি দেখা হয় নাই। সময়ের অভাব আমার কোনসময়েই নাই পান্ডবদা, কিন্তু আরেকটা জিনিসের অভাব খুব ভালোভাবেই আছে। আমার ব্যাঙ্ক ব্যলান্স দেখে মনে হয় ব্যাঙ্কের লোকজনও আজকাল হাসাহাসি করে।
এইজন্যেই তো এখন আবার চাকরি করতেছি। এনশাল্লাহ পয়সাপাতি হইলে এইটাতে লাথি দিয়ে খাজুরাহো অজন্তা ইলোরা বুদ্ধগয়া সাচি (চান্স পাইলে পেশোয়ার-কারাকোরাম হাইওয়ে) দেখে আসবো কোন একদিন।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ছবি লেখা ব্যাপক হেজিমনি হইছে
কবে যে আবার এইরকম হেজিমনি কর্তে পারবো?
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আহারে ওডিন ভাই...
কত্তো জায়গায় যান,
বেজায় হিংসাই!!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
কোন ব্যপার্না! আমিও আপনাকে হিংসা করি। হিংসার চোটে শ্বাসকষ্ট হয়- আপনার লেখায় তখন কমেন্ট করতে পারি না।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
অনেক ছোটবেলায় একটা বই পড়েছিলাম শংকর এর 'চিরকালের উপকথা' মনে হয় নামটা [বইটা আছে আমার শেলফে, এখনও] তখন থেকেই কোণারক যাবার ইচ্ছা...তুলিরেখাদির বলা সেই গল্পটা ছিলো সেই বইটায়।
ছবিগুলো ভালাইসে...কিন্তু খেদ বাড়িয়ে দিলেন... কত্ত কী দেখিনাইরে ভাই...দিনাজপুরেই গেলামনা এখনও...আর সূর্যমন্দির!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মন খারাপের কম্বল পুড়িয়ে এই মাসেই বের হয়ে পড়েন- কান্তজির মন্দির দেখে পাহাড়পুর দেখে ফিরবেন। আমি ২০০১ এ শেষবার গেছিলাম। ফেব্রুয়ারির পরে আবারো হয়তো যাইতে পারি।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
সুন্দর সব ছবি, বিশেষ করে চাকাগুলো। আর শেষটি দুর্দান্ত!
থ্যাঙ্কিউ!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
খুব সুন্দর পোস্ট ও ছবি। হিংসায় জ্বলে গেছি, আবার একদিন নিজের চোখে দেখতেও উদ্বুদ্ধ হয়েছি।
---
উপমহাদেশে বৈদিক যুগের পরে সূর্য উপাসনার সেইরকম প্রচলন ছিলো না
হয়তো সরাসরি সূর্য নামে উপাসনার প্রচলন কমে গিয়েছিল, যদি এই নামে উপাসনার বহু প্রচলন কখনো হয়ে গিয়ে থাকে। কিন্তু আকাশের গনগনে শক্তিশালী বস্তুটির আরাধনার প্রচলন উপমহাদেশে কমে যায়নি কখনই। তিনি ভিন্নস্থানে ভিন্ন নামে আরাধিত। তারপ্রমান মেলে সারা উপমহাদেশে ছড়িয়ে থাকা প্রাচীন-নতুন সৌরারাধনালয় থেকে। উরিষ্যার প্রাচীন কোনার্ক (কোনারক নয়) বা আঠারো শতকে বানানো বুগুড়ার বিরঞ্চিনারায়ন, বা রাজস্থানে বলার্ক অথবা ইউ পি'র লোলার্ক, গুজরাতের মোধেরা, অন্ধ্রের হর্ষবল্লি। বাড়ীর কাছে খুঁজলে গুয়াহাটির নবগ্রহের লিঙ্গমের একটি সরাসরি সূর্যের নামে, যেগুলো কিনা এই সেদিন অহোমের সিঙ্গা রাজারা (১৭৫০/৬০?) বানিয়ে গেছে।
এখানে আরো বিস্তারিত জানা যেতে পারে।
আর বহুল ব্যাবহৃত গায়ত্রীমন্ত্র বা হতযোগের সূর্যপ্রনাম কে যদি সৌরারাধনা গন্যকরি, তাহলে উপমহাদেশে তো এখন সূর্যদেবেরই রাজত্ব।
আমি অবশ্য প্রাতিষ্ঠানিকভাবে মন্দির তৈরী করে সূর্যোপাসনার কথাই বলছিলাম। এক্সক্লুসিভলি সূর্যের জন্য মন্দির কিন্তু আসলেই উপমহাদেশে বেশি নাই। লিঙ্কটার জন্য অনেক ধন্যবাদ ভাই। অনেক কিছু জানতে পারলাম। বিরঞ্চিনারায়ন কি আমাদের বগুড়ায়??
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
বুগুড়া (Buguda) উরিষ্যায়, গাঞ্জাম জেলায়। কোণার্ক থেকে কিছু দক্ষিনে।
এর মুরালগুলো দেখার মত। এই বইএর শেষের দিকে তার কিছু সাদাকালো ছবি আছে।
ইন্টারেস্টিং তো।
ওডিন, ছবিগুলো সত্যিই অসাধারণ তুলেছেন। বিশেষ করে একই ছবি ভিন্ন ভিন্ন সময়ে তোলার কারণে মনে হচ্ছে পুরা সময়টাই ছবিতে উঠে এসেছে। কিপ ইট আপ।
রথের চাকার ক্লোজআপ নাই?
অনেক ধন্যবাদ পিপিদা। আপনাদের ঠেলাধাক্কার চোটেই এইসব হচ্ছে।
ক্লোজআপ সেইরকম নাই, তবে দেখি কি করা যায়।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
দারুণ দারুণ৷
আমার ৫ বছর বয়স পর্যন্ত আমরা কটকে থাকতাম৷ তো, যত আত্মীয়স্বজন বেড়াতে যেত সব্বাইকে পুরী ভূবনেশ্বর আর কোণার্ক বেড়াতে নিয়ে যাওয়া হত৷ ফলে ছোটবেলায় অনেকবার গেছি৷ বড় হয়েও কলেজে পড়ি সময় গেছি৷ এরপরে ইচ্ছা আছে একবার পুরো বঙ্গোপসাগরের সাইড দিয়ে দিয়ে দক্ষিণবিন্দু অবধি গাড়ী নিয়ে যাওয়ার৷ কোনও একটা চাকরী ছেড়ে পরেরটায় ঢোকার ফাঁকে করে ফেলতে হবে৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আপনার শৈশবকে এখন অল্প অল্প হিংসা হচ্ছে।
আমি তো খালি বসে বসে প্ল্যান করেই চলি, কদ্দুর কি হবে জানিনা। তবে আমার অনেকগুলো উজবুকি পরিকল্পনার মধ্য একটা হলো ২০১২ এর দিকে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার। মোটরবাইক নিয়ে।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
- দারুণ জায়গা! তবে সংস্কার কর্মের ঐসব চঙ্গিয়া-মই দেখলে মেজাজ খারাপ হয়ে যায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চঙ্গের কথা আর কয়েন না গো দাদা। আমার এক বিদেশি বন্ধুরে পুরান ঢাকা দেখাইতেছিলাম। সেইদিন কপালে ছিলো আক্ষরিক অর্থেই বাঁশ। বিনত বিবির মসজিদে চঙ্গ, চাইর নেতার মাজারে চঙ্গ, বড় কাটারায় চঙ্গ, লাল্বাগের কেল্লায় চঙ্গ, শেষমেশ রয়েলে খাইতে গিয়াও দেখি সেখানে বাঁশ বাইন্ধা রং করতেছে। পুলাটা সেইদিন ঢাকার স্থাপত্যের যেসব ছবি তুলল, তা সবই বাঁশে বাঁশময়!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
চমৎকার সব ছবি।
ফ্লিকারে আপনার আ্যাকাউন্ট আছে? তাহলে বাকি ছবিগুলোও দেখতে পেতাম।
...........................
Every Picture Tells a Story
এইরে!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হুঁ, পেয়েছি সেটাও
...........................
Every Picture Tells a Story
বড় সাধ ছিল একদিন এই পথে যাবো, ছুঁয়ে দেখবো
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ধিক এ ভুদাই জনম- বলে লোটাকম্বল গুছিয়ে সব দানখয়রাত করে বের হয়ে পড়েন রে আপা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ছবি গুলো ভাল লেগেছে। বিশেষ করে রাতের আলোতে। যেতে ইচ্ছা করছে সেখানে(অবশ্য এখনও নিজের দেশই ঠিক মত ঘোরা হয়নি, আবার ভারত:-(..... )
===অনন্ত===
নিজের দেশ দিয়েই শুরু করুন না কেনো ভাই।
কিছু মনে না করলে ছোট্ট একটা টিপস দেই। ঢাকার পাশেই মানিকগঞ্জের সাটুরিয়া। একবেলার ব্যপার। কথা দিলাম- অবাক হবেন ।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ছবি গুলো খুব সুন্দর হয়েছে। রাহিন হায়দারের সাথে আমিও একমত- ওদিকটায় গেলে আপনার শরনাপন্ন হওয়া একদম ফরজে কিফায়া।
আর এ কথাটা অবশ্যি ঠিক যে কোন অপুর্ব প্রাকৃতিক দৃশ্য বা স্থাপনার ছবি সুন্দর ভাবে ফুটিয়ে তোলা মারাত্বক কষ্টের। তবে আপনার ছবি গুলো দেখে লোভে পড়ে গেলাম। যেতেই হবে একবার, কি বলেন????
অনেক ধন্যবার শেয়ার করার জন্য।
===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
অবশ্যই যাবেন। আশা করি হাজারগুণ ভালো ছবিব্লগ হবে সেইটা।
ভালো কথা- আপনার 'ছবিতা' অনেকদিন ধরেই নাই- কি ব্যপার???
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
খুব ভালো লাগলো। দারুণ সব ছবি।
ধন্যবাদ ভাই। তবে আপনি ঘুম থেকে জাগার মিলিসেকেন্ডের মধ্যে যেইরকম ছবি তুলে ফেলেন- সেইরকম করতে পারলে আমার আরো বেশি ভালো লাগতো। আমার সিস্টেম বুট হইতেই ঘন্টাখানিক লেগে যায়।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
দারুণ! আর কিছু বলবার নেই।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
১০নং ছবির ক্যাপশানে বলা হয়েছে, মূল মন্দির। মূল মন্দির বলা উচিত তাকে যেখানে বিগ্রহ থাকে। ওড়িশা শৈলীতে তার নাম শিখর, যেটি ভেঙ্গে গেছে। যেটি দেখা যাচ্ছে, তার নাম জগমোহন।
আমি ইচ্ছা করেই খটোমটো নামগুলো এড়িয়ে গেছি। তবে ওড়িশী মন্দিরশৈলীর ওপরে মনে হয় আরো কিছু কথাবার্তা বলার দরকার ছিলো।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
নতুন মন্তব্য করুন