তাঁর সম্বন্ধে বলার মতো কিছু একটা নেই। একটা ওয়েব-ডেভেলপিং ফার্মে ওয়েব ডিজাইনিং করেন, এই সব ডিজাইনিং ফিজাইনিং কোডিং মোডিং আপিশ টাপিশ বিরক্ত লাগে তাঁর! ভাল লাগে খালি গান শুনতে, বই পড়তে, সিনেমা দেখতে আর ঘুরাঘুরি করতে। মাঝে মাঝে লেখালেখি করেন মনের আনন্দে, সেগুলি পাতে দেবার মত কিছু হয় নাকি তিনি আসলেই তা জানেন না। (আমরাও জানিনা, কারণ তার দুর্দান্ত সব কাইদান আর ভয়াবহরকমের অসাংবিধানিক সব ভূতের গল্প পড়ে ভয়ে চিন্তাশক্তি লোপ পায়।)
তবু মাঝে মাঝে বিরক্তিটা সীমা ছাড়িয়ে যেতে চায়, যখন পাষন্ড মামা এসে হুদাহুদিই তাঁর পিঠে দমাদ্দম দুচারঘা বসিয়ে দ্যান, তখন সব ছেড়েছুড়ে বেরিয়ে পড়তে ইচ্ছে করে তাঁর। যখন পারেন না, প্রচন্ড ক্রোধে সব ছিঁড়েখুড়ে একাকার করে ফেলতে চান তিনি। কিন্তু তিনি অনেকটা ঈশ্বরের মতোই বাইপোলার ডিজর্ডারে ভোগেন, তাঁর মুড বদলাতে বেশী সময় লাগে না। তাই পরক্ষনেই আমাদের আশ্বস্ত করেন এই বলে
অত ভাবতে নেই
অত ভেবো না হাঁদারাম
দেখো না আকাশে ভাসে বোদলেয়ার মেঘ
তারা কেউ ভাবে না কত হলো পেঁয়াজের দাম
আসলেই তো, এইসব ভেবেটেবে জীবনটাকে শুধুমুধু জটিল করে কি লাভ আছে? এইজন্যেই কি তাঁর কন্ঠে নিঃসৃত হয়েছিলো সেই অমিয়বানী
বলি শুনো বসে করো যজ্ঞ মোর ধারে
সিদ্ধি সহকারে নমো পরমাত্মাটারে
কুলকুণ্ডলীরে বাঁধো পূর্ণ যোগ দিয়া
ভক্ত ভগবানে তখন যাবে গো মিশিয়া
যাই হোক, বেশি প্যাচাল না পেড়ে আসল কথায় আসি, আজকে আমাদের সবার প্রিয় (ওয়েল সবার প্রিয় কিনা জানিনা, তবে আমার প্রিয় ) ব্লগার, দ্য ঢাকা রামস্টাইনার্সঃ নর্থব্রুক হল রোড চাপ্টারএর আহবায়ক, ব্রুস ডিকিনসন অ্যাপ্রেশিয়েশান সোসাইটি, নবাবপুর রোড শাখা'র সভাপতি- চিরগর্তবাসী খেকশিয়ালের আবির্ভাব দিবস। তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা!
শুভ জন্মদিন কমরেড!
Don't try and blame HIM for your sins
For the sun has burned HIM black
মন্তব্য
ধুত্তিরি! ইউটিউবের ভিডিওটা এম্বেড হইলনা! অথচ দ্রোহীদা আমার কাছ থেকে ওইদিন ইউজারনেম পাসওয়ার্ড চায়া নিয়া গ্যালো, কইলো আমারে নাকি ডেভু বানায় দিবো
যাইহোক গানটা হইলো দ্য আলকেমিস্ট, মহামতি ব্রুস ডিকিনসনের।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ইউটিউব আসছে।
আহা!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
এই ভদ্রলোকে আমাকে চিনেন কিনা জানিনা, তবে আমি চিনি।আমি জানি, উনি বিশ্বাস করেন সব জায়গায় ঈশ্বর আছেন। চেয়ারে, চৌখাটে, টেবিলে, টেলিফোনে, কাপড়ে, কুর্তায়, ছাইদানে, বদনায়- সবখানে । ঈশ্বর অগাধ বিশ্বাসী ঈশ্বরের অদ্বিতীয় এই সৃষ্টিকর্মকে, আবির্ভাব দিবসে জানাই অভিবাদন
ধৈবত
এইটা নিয়ে একটা গল্প ফাঁদার ইচ্ছা ছিল, তো বড় ভাই দেখে ছাড় দিলাম এইবার।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
যাযাবর আপু/ভাইয়া(নামদেখে ভাইয়া মনে হলেও কোথাও হয়তো শুনেছিলাম আপনি আপু যাউগগা)
গল্পটা মনে হয় আমিও জানি।তবে সেটা লিখলে তো মডুগণ আমাকে অশ্লীলতার দায়ে ব্যান করবেন।
ধৈবত
নামের বড়াই কোর নাকো, নাম দিয়ে কী হয়?
নামের মাঝে পাবে নাতো, সবার পরিচয়।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ছাড় দেবার কি আছে, মজা অর্ধেক দিবা কেন সবাইরে, পুরাটাই দাউ।
কাহিনী হইলো গিয়া ছোটকালে আমি ব্যাপক ধার্মিক আছিলাম। আমাকে বলা হইসিলো ঈশ্বর সর্বত্র বিরাজমান। আর আমার বেশ বাতিক ছিল। এই কথা শুনার পর আমার পা যাতেই লাগতো তাতেই ঢিপ কইরা ঈশ্বর ভাইবা নমস্কার করতাম।
তারপর আসিলো সেই ঘোর দিন।
সেদিন বিছানায় উপুড় হইয়া ঘুমে
নাক ডাকিতেছিলেন এক তুতোদাদা
লাগিলো মোর পদে তার পোদ খানি
হইলাম কনফিউসড ভীষন
হাত উঠিলো না প্রণমিতে
জিজ্ঞাসিলাম জৈষ্ঠ ভ্রাতা ভগ্নিদিগে
ঈশ্বর কি তবে এখানেউ?...
হাসিয়া হইলো সবে খুন
কনফিউসডতর হইলাম আমি
দূর হইলো মোর প্রণামের ধুনফুন
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
যাত্তেরি! আপনে এই কাহিনী জানেন কেমনে??
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন কমরেড ! \m/
শুরুতেই বলে নেই, আমার আগেই শুভেচ্ছার গুরুদায়িত্ব ছিনিয়ে নেয়ায় মেটালডককে দিক্কার!
আর খেঁকুদাকে বলি, আসছে শুক্কুরবার ফিরি না থাক্তে পার্লে গর্তে কুকুর লেলিয়ে দেয়া হবে, কাজেই খুউপ খিয়াল কইরা। জম্মদিনে তোমাকে অ-নে-ক অ-নে-ক শুভেচ্ছা, তুমি অ-ন-নে-ক-ক অ-ন-নে-ক-ক বড় হও সেই দোয়াটোয়া আরকি, দ্য ইউজুয়াল স্টাফ।
আশীর্বাদপ্রদানধন্যবাদের পরিবর্তে ঐদিন তুমি আমাদেরকে তোমার এলাকার সেইইইইইই সব মুখোরোচক
ইত্যাদি, ইত্যাদি খাওয়াবা, ব্যাস তাইলেই চলবে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হাহাহা কুকুরগো লগে খাতির আছে, দিন বদলাইসে না?
অনেক অনেক ধন্যবাদ আর করিমরে বলসি বিসমিল্লাহ বইলা আল রাজ্জাকরে নুরানির সাথে এক্লগে গিয়া সব যোগারযন্ত্র করতে, নো চিন্তা
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
খেকশিয়ালের জন্মদিনে
জ্বলবে আগুন ঘরে ঘরে
শুভ জন্মদিন খেঁকু'দা
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ক্যারে ভাই? আগুন জ্বালাইতি ক্যারে?
মাশ্রুমাড্ডায় তোমারে সবাই মিস করি মিয়া, অনেক ধন্যবাদ
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন খেকশিয়াল।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ তাসনীম ভাই
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন খেকুদা
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ধন্যবাদ দানব সিমন!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন প্রিয় ভাই প্রিয় মানুষ
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
থ্যাঙ্ক্যু প্রিয় ভইনা, ভাল থাইকো
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ধন্যবাদ আশরাফ
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন
ধন্যবাদ অমিত ভাই
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ হে
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন শিয়ালদা----!!!
ওডিনকে একবস্থা তারা, সুন্দর লেখাটার জন্য!
ধন্যবাদ অনিকেতদা
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন পণ্ডিত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ ধুগোদা
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন খেকশিয়াল ।
-------------------------------------
আমার চারপাশ ডট কম
ধন্যবাদ সবুজ পাহাড়ের রাজা
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন............
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
কেক্কুক্কো?
শুভ জন্মদিন
লেখা ভালো লাগছে @ওডিন
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
থেঙ্ক্যু হে!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
থেঙ্ক্যু থেঙ্ক্যু
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কমরেড খেঁকু, কেক্কুক পাঠিয়ে দিও হে। আর হ্যাপি বাড্ডে।
শুভ জন্মদিন৷
এই উপলক্ষ্যে একটা ভুতের গল্প হবে নাকি খেঁকশিয়াল?
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
হাহা দিমু নে কমরেড, আপনেউ আমার মুভি পাঠায়া দিয়েন
আর অনেক ধন্যবাদ
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
খেঁকুদা পরবর্তী লেখাটা না দেওয়া পর্যন্ত হেপিবাড্ডেটা পেন্ডিং রাখব কিনা ভাবতেসি
হাহাহা পেন্ডিং থাকুক তবে
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
থেঙ্ক্যু দমুদি, হবে হবে, একটু জিরায়া নেই দিদি।
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন কে ফক্স। আমাকে ক্যাক্কুক খাওয়ানোর দরকার নেই, চলে এসো - আমিই তোমাকে মুরগী খাওয়াবো (স্পেশাল মশলা দেয়া, ডুবো তেলে ভাজা)। তবে ছোট একটা শর্ত আছে। আগামী পনের দিনের মধ্যে একটা মৌলিক গল্প পোস্টাতে হবে কিন্তু।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আমারে কেউ এই অফার দিলে, আগামি পনের দিন ক্যান? পনেরো মিনিটের মধ্যেই একটা কিছু মৌলিক হাদুমপাদুম পোস্টায়ে ফেলতাম!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভেচ্ছা, শুভকামনা...
থেঙ্ক্যু পাণ্ডবদা! এই না হইলে ইন্সপাইরেশন
অক্ষনি প্লট খাড়া করতাসি দাঁড়ান!!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
থেঙ্ক্যু শিমুলভাই
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ব্যাঙ্গমী: কাল রাতে আমাদের বন ছিল একদম সুনসান। বনের সব্বাই কই জানি গেছে।
ব্যাঙ্গমা: কই আরে যাবে। সচল খেকশিয়ালের জন্মদিন ছিলনা, মনে হয় কেক্কুক খাইতে গেছে।
শুভ জন্মদিন খেকশিয়াল!!
শুভ জর্মদ্দিন, খেকুদা।
লেখাটা ভালু পাইলাম তন্ময়দা।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
থেঙ্ক্যু অনুপম ত্রিবেদিদা
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
থেঙ্ক্যু বাউলিয়ানা
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
খেকুদা তাঁর প্রজেক্টের অসমাপ্ত কাজ নিয়া বড়ই ব্যস্ত খবর পাইলাম। গত কয়েকদিন ধরে তিনি অফিসে (ভূতের গলির সেই পোড়ো বাড়ি- যার নিচতলায় একটা জিম আছে- কাভার হিসাবে, আর এর ওপরেই গোপন ওয়েব ডেভেলপিং ফার্মে ওয়েব ডেভেলপিং এর নামে সন্দেহজনক রাস্ট্রবিরোধী কাজকর্ম করা হয়) এ অবস্থান নিয়েছেন। কাজ শেষ হওয়ামাত্রই তিনি আমাদের দুর্ধর্ষ একটা পার্টি দিবেন বলে সবাইকে আশ্বস্ত করেছেন।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হেপ্পি বাড্ডে, খেকু'দা।
হেব্বি লেখা, ওডিন'দা।
থেঙ্ক্যু বিডিয়ারদা
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ওরেএএএএএএএএএ কম্রেড ওডিন!! অনেক অনেক ধন্যবাদ!!!
লেখায় লজ্জা পাইলাম আর জানায়া গেলাম।
হগলরে অনেক অনেক ধন্যবাদ!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কেক্কুক আমারে খাওয়ান মিয়া, বুইড়া হইয়া যাইতাসি!! আপনার মত পঁচিশ হইতে চাই!
..আর থেঙ্ক্যু থেঙ্ক্যু
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
খেকশিয়াল স্কুলে আমার পাশে বসতো। বলতে গেলে ওই আমার স্কুলের প্রথম বন্ধু। আমাদের ব্যাচের প্রথম Detention টার সাক্ষি আমি ও খেকশিয়াল। স্কুলে ডন ডন খেলতে গিয়ে বিপাকে পরে ওই শাস্তি পেয়েছিলাম।
আজ খেকশিয়ালের জন্মদিন। রাতে আমরা এক্ সাথে কেক কাটবো, খাবো, মজা করবো। খেকশিয়াল মেঘে মেঘে অনেক বেলা হল এবার বিয়ে থা করবি তো? ঃ) ঃ) ঃ) শুভ জন্মদিন বন্ধু।
শুভ জন্মদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
কৌশিক যে পরিমাণ অলস আর গর্তবাসী, মনে হয় না একটু দেরি করে শুভেচ্ছা জানানো তে কিছু একটা মনে করবে
facebook
নতুন মন্তব্য করুন