অনেককিছু দেখলাম।
অনেককিছু শুনলাম।
অনেককিছু পড়লাম।
অনেক কিছু বুঝলাম।
অনেকদিন চুপচাপ ছিলাম।
এইবারও তাই মুখ খুললাম না।
শুধু- আমাদের শ্রদ্ধেয় ক্রীড়া সাংবাদিকগণ, বরেণ্য প্রাক্তন ক্রিকেটারবৃন্দ
আর যাঁরা অতিমাত্রায় ফালাফালি করছেন তাঁদের কাছে ছোট্ট একটা অনুরোধ!
হোল্ড থ্রি ফিঙ্গারস ইনফ্রন্ট অফ ইউ, অ্যান্ড ট্রাই টু রিড বিটুইন দ্য লাইনস!
মন্তব্য
শতভাগ সহমত ... সমালোচকদের উচিৎ জবাব দিসে শাকিব এ্যাণ্ড কোম্পানি ...
পোস্ট ভালো পেয়েছি
আবার জিগায়
হালুম !!!!
অনুগল্পের আমেজ পেলাম সুপার্ব।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
পোস্টের শিরোনামটা বদলায় দ্যান, মাহমুদুর রহমানের পত্রিকার মত লাগতাছে
_________________
ঝাউবনে লুকোনো যায় না
চরম!
এই পোস্টের জন্য পার্ফেক্ট স্মাইলি আছে এই যে-
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ঠিক্কথা!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
সুপার্ব
তাহলে সাকিব আঙ্গুল দেখিয়ে যা করেছিল সেটাকে কি ভালো কাজ বলতে চাইছেন? সেই ফাতরামির সমালোচকদের আঙ্গুল দেখিয়ে আপনিও একই অন্যায় করলেন। সচলায়তনে এই পোস্টের টোন টা একদম ভালো লাগলো না। এরকম পোস্ট দেখতে চাইনা।
ওডিন ভায়া, দু:খিত। আপত্তি জানাচ্ছি।
এই পোস্টটাকে যেহেতু সমর্থন দিয়েছি তাই আমি আমার বক্তব্য পেশ করি, ওডিনদা পরে নিজের পক্ষে বলবেন ...
আমি কোথাও সাকিবের আঙ্গুল দেখানোকে সমর্থন করিনি, বা যারা সেটার সমালোচনা করেছেন তাদের আঙ্গুল দেখাচ্ছি না ... আমি মধ্যাঙ্গুলি দেখাচ্ছি এই কয়েকজন মানুষকেঃ
১) মোস্তফা মামুন এবং তার কালের কন্ঠের স্পোর্টস রিপোর্টিং টিমকে, যারা নিজেদের পার্সোনাল ইস্যুর কারণে সাকিবের বিপক্ষে আদা-জল খেয়ে রিপোর্টিং শুরু করেছিল ...
২) উৎপল শুভ্র আর প্রথম আলোর স্পোর্টস রিপোর্টিং টিমকে, সারা ক্রমাগত টিমের মধ্যে গ্যঞ্জাম পাকানোর চেষ্টায় আছে ...
৩) বাংলা ভিশনের সেই রিপোর্টার যে আয়ারল্যান্ডের সাথের ম্যাচের প্রেস কনফারেন্সের ভিডিও ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচের পর বলে চালিয়ে দিয়ে সাকিবকে তুলাধুনা করার তালে ছিল ...
৪) বাংলানিউজটুয়েন্টিফোরের "অজ্ঞাতনামা" সেই সাবেক ক্রিকেটারকে(!) ...
৫) আমাদের বিজ্ঞ সাবেক অধিনায়কদের, যাদের এই সেন্সটুকু নাই যে একটা টুর্নামেন্টের মাঝপথে ক্যাপ্টেন আর কোচকে এইভাবে পার্সোনাল এ্যাটাকের ফলাফল কি হতে পারে ... হ্যাঁ, পার্সোনাল এ্যাটাকই, এই টাইপের সমালোচনাকে আর যাই হোক "গঠনমূলক" ভাবতে আমি রাজি নাঃ
৬) সেইসব "সমর্থককে" যারা একটা ম্যাচ হারা মাত্রই টিমের বাসে আর সাকিবের বাসায় ঢিল মারে ...
খারাপ খেললে সমালোচনা হবেই, কিন্তু সেই সমালোচনা কখন-কোথায়-কিভাবে করতে হবে সেই ন্যূনতম বিবেচনাটুকু যাদের নাই তাদের আমি মধ্যাঙ্গুলি দেখাই ...
সহমত ! একদম আমার মনের কথা !
----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!
সহমত। আমি গালি দিই না, দিতে পারি না আসলে। কিন্তু মাঝেমাঝে মনে হয় কিছু মানুষ আসলেই গালির যোগ্য। এই আঙুল দেখানোর ব্যাপারটা ঠিক তাই-ই। ওইসব বিশেষ 'সমালোচক'-এর 'সমালোচনা' কোনো অংশেই এই আঙুল দেখানোর চেয়ে কম অশ্লীল ছিলো না।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
কিংকং এর বক্তব্যে তীব্র ভাবে সহমত প্রকাশ করলাম----
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
একশোভাগ সহমত।
-খমেহা
আঙ্গুলটা ভার্টুয়ালী না দেখায়ে সত্যিকারে দিতে পারলে শইলডা জুরাইতো। মুখে এত গালি আস্তেছে দিতে পারছি না।
ধিক এরকম সাংবাদিক, সাবেক খেলোয়াড় আর সাপোর্টারদের।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
হালুম !
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
(বাঘুইয়েস)
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
হক্কথা...
অনেকগুলো বুড়ো অঙ্গুলি উত্তোলন করিলাম।
বন্দনা
হালুম !!!!
...........................
Every Picture Tells a Story
অনেক সমালোচনা দেখলাম, অনেক সমালোচনা পড়লাম এই কয়দিনে। দেক্লাম, বাংলাদেশের বিজয়ে কীভাবে সব 'ভুল' আড়ালে চলে যায় আর পরাজয়ে দুর্ভাগ্যও ভুল হয়ে যায়।
ইতিহাসের সবচেয়ে বাজে পরাজয়ের পর এইভাবে ফিরে আসতে কয়টা দল পেরেছে ক্রিকেট ইতিহাসে ??
যাক, মুখে আবার কুলুপ দিলাম। কারণ আরো দুই ম্যাচ জিত্তে হবে। আগাও বাঘেরা, সাথে আছি।
এসব সমালোচকের ভেকধারী ধর্মপুত্রদের আজীবন মধ্যমা দেখিয়ে যাব।
সাবাশ বাংলাদেশ!!!
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
সমালোচনা করবো। গালি দেব। কিন্তু আবার ম্যাচ শেষে পাগলের মত লাফাবো। এই তো।
ঢিলাঢিলি-কিলাকিলি, ঘোঁট পাকানো এই গুলা যাদের কাজ তাদের অন্য এজেন্ডা আছে, খেলা তারা বোঝেও না, বুঝতে চায় ও না।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কিংকর্তব্যবিমূঢ়ঃ সহমত।
সাকিবের সেই "দুনিয়া-কাঁপানো" ছবির অনেকেই অনেক মর্ম উদ্ধার করেছেন। ঠিক-বেঠিকের হিসাবে যাবনা। কিন্তু গত কিছুদিন থেকে বিভিন্ন ব্লগ এবং ইউটিউব এর ভিডিও তে সাকিব এবং কিছুকিছু ক্ষেত্রে তার মাকে নিয়েও কিছু বিশিষ্ট ব্যক্তির বিশিষ্ট কিছু মন্তব্যে মনে হচ্ছিল, খুব ভালো করসে।
কেউ দেখি নীতিগত অবস্থানটাকে সমর্থন দিলেন না। ঠিক আছে, না দিলে নাই। কিংকুর মন্তব্যের সাথে একমত হলেও ছবি দিয়ে কিছু দেখানোর বিপক্ষে আমার অবস্থান আছে, থাকবে। যে কেউ এরকম পোস্ট দিলে আমি বিরোধীতা করবো।
সবাইকে ধন্যবাদ।
ইংল্যান্ডের বিপক্ষের জয়েও বাংলাদেশ যথারীতি যেমন খেলে তেমনই খেলেছে। বোলাররা বোলিংয়ের সময় জয়ের কাজটার ৮০% করে দিলেও ব্যাটসম্যানরা যথারীতি বাল ছিঁড়েছেন। ব্যাটিংয়ের সময়ও বোলারদেরকেই এগিয়ে আসতে হয়েছে।
আপনার কি ধারণা প্রাক্তন ক্রিকেটাররা বাংলাদেশ দলের ভালো চায় না বলে সমালোচনা করে? তাদেরকে ফাক ইউ দেখানো নিতান্তই নির্বুদ্ধিতা। গতকালের জয়টা আমাদের জন্য অনেক দরকার ছিলো। আমার ধারণা, আমার মতো অনেকের চোখেই জয়ের পরে আনন্দে জল এসে গেছে। কিন্তু এই জয়ের জন্য সাবেক ক্রিকেটারদেরকে দেখে নেয়া অ্যাটিটিউড ক্রিকেটের এবিসি বোঝাও কেউ দেখাবে না।
পোস্টে ১ তারা দিয়ে নির্বুদ্ধিতা নিরুৎসাহিত করলাম।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সহমত!
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমার কাছে মনে হয়েছে যে এই "ফাক ইউ" দেখানো স্পের্টিং স্পিরিটের সাথে যায় না। তাই আমি ব্যাক্তিগতভাবে এটাকে সমর্থন করতে পারছিনা। সাকিব আমাদের সবার কাছে একজন ন্যাশনাল হিরো। এবং অবশ্যই দেশের অগুনতি তরুন ক্রিকেটারের কাছে আদর্শ। আমরা প্রিয় মানুষের বৈশিষ্ঠগুলো অন্ধভাবে অনুকরণ করি সে ভালো হোক আর খারাপ হোক। আমি শংকিত যে দেশের তরুন ক্রিকেটার এবং সাকিবভক্তরা এই ফাক ইউ কালচার আত্মস্থ না করে ফেলে।
হালুম!!!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
পিপি'দা, বলাই'দা, শোহেইল মতাহির ভাই আর রাতঃস্মরনীয় ভাই, আপনাদের আপত্তি যথেষ্ট সম্মানের সাথেই নিচ্ছি, আর নতুন করে কিছু বলার নাই, যা বলার কিংকু ভাই ই ছয়টা মোক্ষম পয়েন্টে তুলে ধরেছেন, তাই আপাতত আবার চুপ গেলাম
তবে প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার বিষয়ে একটা কথা, গত এক হপ্তায় রাতের বেলা টকশো টাইপের অনুষ্ঠানগুলো আপনারা দেখেছেন কিনা জানিনা, ওইখানে ওইখানে যেইরকম কথাবার্তা হচ্ছিলো, আর যাই হোক সেইটাকে আমি কোনভাবেই গঠনমূলক সমালোচনা, ভালো চাওয়ার জন্য ভ্রাতাসুলভ আচরণ বলতে রাজি নই।
তবে এমনো হইতে পারে যে যেহেতু আমি ক্রিকেটের এবিসিও বুঝি না, আর আমি বেসিকালি নির্বোধ একটা মানুষ, হয়তো তাঁদের সদুপোদেশ বোঝার মতো মানসিক উৎকর্ষ আমার নাই (এফ.ওয়াই.আই. একটা সময় আমার ক্লিনিকালি রেকর্ডেড আইকিউ ছিলো আটান্ন! )
যাই হোক আমি আমার এই বর্ডারলাইন বুদ্ধিমত্তা নিয়াই টাইগারদের সাথে আছি!
হালুম!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আমিও চুপ গেলাম। কোন কথাই আর বলব না।
আমিও!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আপনার লেখা পড়েই ক্রিপ্টিক ফেইটের গানটার কথা মাথায় আসছিলো - তাই আমিও শিরোনামি দিছি চলো বাংলাদেশ
আরে ওডিন ভাই, আমরা তো বুঝি। আপনি কি মনে করেন যে ওইসব সমালোচনা আমাদের ভালো লাগে! আমরা তো বলেই আসছি যে কথা বলার সময় আছে। সঠিক সময়ে সঠিক কথাটা সবাই বলুক, এটাই তো আমরা চাচ্ছি। কারো কোনও নেতিবাচক কথা আমাদের মোমেন্টামকে ডাউন করে না দেয়, এটাই আমাদের কথা। ক্ষোভের জায়গাগুলোতে তো আমাদের কথা নেই। আপত্তি হচ্ছে মধ্যমাপ্রদর্শনে। এটা একটা পশ্চিমা অঙ্গভঙ্গি যা পশ্চিমের সভ্য মানুষেরাও দেখায়না। যতদূর মনে পড়ে বহুবছর আগে দেখেছিলাম এনবিএর ২/১ জন তরুনকে এটা দেখাতে। সাকিব এই আচরণ করলে তা আমাদের পীড়া দেয়। সে সাবেকরা যা'ই বলুক না কেনো।
বাদ্দেন, আসেন সাকিবরে সাথে নিয়ে একটা গান শুনি-
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আরে ভাই আমিও তো বুঝি
গানটা চমৎকার! আগেই শুনেছি, আবারো শুনলাম
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
এই গানটা আবার আটকে দিলাম! আমাদের ক্রিকেটের আনঅফিশিয়াল থিম সঙ! ক্রিপটিক ফেইট এর চলো বাংলাদেশ এর ২০১১ ভার্সন!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
সহমত
অদ্ভূত এই সমালোকের দল কে যা বলার, এরকম তীব্র ভাবে বললেও সেটা কম হয়।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
আজ বাইশে এপ্রিল। ২০১৫ সাল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। বাংলাদেশ পাকিস্তানকে 'বাংলাওয়াশ করলো। ৩-০।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
মাত্র চার বছরে পরিস্থিতি এতখানি পাল্টে যাবে কে ভাবতে পেরেছিলো? #RiseOfTheTigers
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এই জয় নিয়া কোন সাড়াশব্দ হইলনা বিশেষ! সিরিজ জিতল ৩-০! তাও না! অবাক কান্ড!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
শুধু সিরিজ না টি-২০তেও পাকিদের ছত্রখান করিলো বাংলাদেশ
দেবদ্যুতি
এই তারিখটা দেখি আসলেই বিশেষ কিছু! আবারও ক্রমাগত হারতে থাকা বাংলাদেশ গতকাল ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে হারালো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নতুন মন্তব্য করুন