আমার সাথে আমার বাল্যবন্ধু সুকুমারের একমাত্র ছেলে, প্রিয় ভাতিজা সইত্যজিতের অনেক মিল আছে।
সে ছিলো পাশ্চাত্য সংগীতের অনুরাগী, আমিও।
ওর সাহিত্যপাঠের শুরু ইংরিজি সাহিত্য দিয়ে, আমারও তাই।
সে প্রথম জীবনে ইংরিজিতে লেখালেখি করতো, আমিও তাই করতাম।
সে পিচ্চিকালেই ফিল্মের স্ক্রিপ্ট লিখেছিলো, আমিও লিখেছিলাম একখানা।
সে বইয়ের কাভার ডিজাইন করতো, আমি ম্যাগজিনের কাভার ডিজাইন করেছি।
সে চল্লিশ বছর বয়সে সিরিয়াসলি বাংলায় লেখালেখি শুরু করে, আমিও চল্লিশ বছর বয়সে- না ইয়ে মানে এখনো শুরু করিনাই ওইটা। তবে করবো।
যাই হোক- শুভ জন্মদিন ভাতিজা সইত্যজিত। বাপ আর কাকার (মানে আমার) মুখ উজ্জ্বল করেছো তুমি।
মন্তব্য
হা হা হা।
শুভ জন্মদিন, প্রিয় লেখক, প্রিয় চলচ্চিত্রকার, প্রিয় ব্যক্তিত্ব। এমন গুণী মানুষ শত বছরেও একজন আসেন কি না সন্দেহ। আপনি, মহামতি ওডিন, আসলেই সৌভাগ্যবান, এরকম একজন ভাতিজা পেয়েছেন!
কার ভাতিজা সেইটে দেখতে হবে তো
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
কিন্তু ওর গায়ের কালারের কালা শেডটার লগে আমার মিল বেশি। আমার ভাতিজা আসলে, ওডিন ব্যাটা ফাউল
হ' কইছে তোমারে! আমার বাতিজারে লই চুদুরবুদুর চইলত ন!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
facebook
'সইত্যাজিত নামেও সইত্যাজিত, কাজেও সইত্যাজিত।' [বইতে অবশ্য মূল লাইনটা Z দিয়ে লেখা]
'শুভ জন্মদিন' প্রিয় লেখক।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
শুভ জন্মদিন প্রিয় লেখক, প্রিয় চলচ্চিত্রকার ।
মহামতি অডিন ,এরকম এক ভাতিজা যার আছে তার আর চিন্তা কি। দোয়া করি আপনার এবার এরকম একটা ছেলেপেলেও হোক, ভাতিজার মতই বাপের মুখ উজ্জ্বল করুক
আপনার চল্লিশ হইলে পরে এরকম একখান পোস্ট দিয়েন ওডিনদা, সিরিয়াস্লি বাংলা লেখা তখন ও শুরু না করলে কিন্তু আপ্নারে জন্মদিনের শুভেচ্ছা জানাবোনা কইলাম।
তয় আপনার ভাতিজারে জন্মদিনের মেলা মেলা শুভেচ্ছা।
শুভ জন্মদিন, প্রিয় চলচ্চিত্রকার।
শুভ জন্মদিন সইত্যজিত।
একটা কথা বাদ গেছে, সেও বিড়ি খাইতো, আমিও খাই।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
শুভ জন্মদিন প্রিয় লেখক, প্রিয় চলচ্চিত্রকার
"এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে"
কঠিন কথাগুলো সহজ করে বলার এই জাদুকর তুলনাহীন!
ব্যাপক মজা পাইছি মহামতি ওডিন।
আপনার ভাতিজা বাইচা থাকলে জন্মদিনে এই লেখা দেখা টাস্কি খাইয়া যাইতো।
শুভ জন্মদিন প্রিয় চলচ্চিত্রকার !
ওডিন আপনার লেখার ধরণে ব্যাপক মজা পাইলাম
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ভাতিজার জন্মদিনে ব্যাপক গুল্লি
সর্বনাশ একি পড়লুম দাদা ।
আমিতো ভেবেছিলুম উনি আপনার ছেলে ।যে বাবার সব গুণাবলী নিয়ে পৃথিবীতে আগে চলে এসছিল।
মে মাসের পয়লা সাতদিনে যেই বদগুলা জন্মাইসে সেগুলার নামগুলা একবার খিয়াল করেন সবাইঃ
মে ১: মান্না দে
মে ২: সত্যজিত রায়
মে ৩: নিকোলো মেকিয়াভ্যালি, পিট সিগার
মে ৪: অড্রে হেপবার্ন
মে ৫: কার্ল মার্ক্স
মে ৬: সিগমুন্ড ফ্রয়েড, রবার্ট পিয়েরি
মে ৭: পিটার চাইকোভস্কি, রবীন্দ্রনাথ ঠাকুর, রবার্ট ব্রাউনিং
ওডিনের ভাতিজারে কিছু কইতে গেলে তার ভাষাতেই কইতে হইবোঃ
"মহারাজা-আ-আ-আ! তোমারে সেলাম! সেলাম!!"
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
মে ৫ : আমার পুলা রিলকে।
সে তো বদের বদ ভীষণ বদ। কয় কি, "বাবা দুষ্টামি মানে কি?"
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
এমন ভাতিজার জন্য চাচাকে অনেক অনেক অভিনন্দন।
আর আপনার ভাতিজার কথা কী বলব? তিনি তো হৃদয় জুড়ে আছেন আমার।
আমি করেছি
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
হাহাহাহা। শুভ জন্মদিন প্রিয় লেখক, চলচ্চিত্রকার, সংগীতজ্ঞ......
এই মানুষটা না থাকলে কৈশোর এর যে কি দশা হতো!
আমার প্রিয় মানুষটা আপনার ভাতিজা জেনে যারপনাই আনন্দিত হলাম
লেখাটার জন্যে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মায়ার নেশা কাটাতেই এ তীব্র অস্থিরতা
তবু, মায়ার পাহাড়েই আমার নিত্য বসবাস।
আমি গ্রামে গেলেই এক বন্ধুমামা জিজ্ঞেস করেঃ কিও ভাইগ্না বেডা, শইলডা বালা নিও?
আপনার ক্ষেত্রে মনে হয় চেইঞ্জ হয়ে গিয়ে হবেঃ কিও ভাতিজা বেডা, শইলডা বালা নিও?
চাচা-ভাতিজা দুইজনকে শুভেচ্ছা।
শুভ জন্মদিন প্রিয় মাণিক দা......... আপনি বাঙালির প্রাণ।
কাকা ওডিন আলসো রক্স। জিও কাকা।
ডাকঘর | ছবিঘর
মহামতি ওডিন খুব ভালো হয়েছে, এক কথায় দুর্ধষ:-)
তয় চাচা-ভাতিজারে অনেক অনেক অভিনন্দন।
ভাতিজা, তোমারে সেলাম!
বিদ্রঃ উধোর মতন বয়েস ঘুরিয়ে দিয়ে তেরোতে নামলেন নাকি? ৪০ কি হয় নাই এখনো?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন