খেয়াল করে দেখলাম, বর্ণবাদ ব্যপারটা পশ্চিমাদের মধ্যে প্রবল, এইরকম একটা ধারণা একচেটিয়াভাবে চালিয়ে দেয়ার একটা প্রবণতা আমাদের বাঙ্গালীদের মধ্যে আছে। স্কটল্যান্ডে এক ব্রেড এন্ড ব্রেকফাস্টে বা অস্ট্রেলিয়ান আউটব্যাকের এক সার্ভিস স্টেশানে কে কি অভিজ্ঞতার শিকার হয়েছিলো, সেইটা আমরা অনেকেই ফলাও করে বলি।
কিন্তু আমার বোস্টন প্রবাসী মিশকালো রঙের বন্ধু যখন বলে কালকে সারারাত 'কাল্লু'দের হাউকাউ এর চোটে ঘুমোতে পারে নাই, সেইটা আমার কানে লাগে। প্রাচ্যদেশীয় লোকজনকে 'চিঙ্কু' বলে ডাকাটা খুবই স্বাভাবিক একটা ব্যপার।
এই তাচ্ছিল্যসূচক সম্বোধনগুলকে আদরের ডাক বলে ভুল করার কোন কারণ আমি দেখি না। আর এই ব্যপারটাকেও বর্ণবাদ এর মতো একটা সরলসোজা শব্দ দিয়ে ডিফাইন করাটা একটু ঝামেলা মনে হয়। আপাতদৃষ্টিতে কারও চেহারা, ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে মস্করা করাটা আমাদের সমাজে গ্রহণযোগ্য একটা ব্যপার বলে দাঁড়িয়ে গেছে । তবে সবচে বেশি খারাপ লাগে এইটাই যে যারা এই কাজগুলো করেন, জেনে বা না জেনেই, তাদের অনেকেই খুব প্রগতিশীল চিন্তাধারার মানুষ। কিন্তু ভিন্ন জাতিসত্তার, ভিন্ন সংস্কৃতির কাউকে, একজন 'আলাদা' মানুষকে যে সম্মান দেখাতে হয়, এই খুব স্বাভাবিক ব্যপারটাই মনে হয় আমাদের মধ্যে কাজ করে না।
আমরা কালোদের দেখতে পারি না, (আমরা ফর্সাদেরও মাঝে মাঝে দেখতে পারি না, আমার ক্ষেত্রে এইটা খুব সত্যি) , কোরিয়ানদের কুকুরখেকো বলে টিটকিরি দিই, আমাদের চোখে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা 'মগ', 'পাহাড়ি', 'উপজাতি'। এমনকি আমরা বাঁহাতিদেরও দেখতে পারি না।
আমাদের কাছে আমরা নিজেরা ছাড়া বাকি সবাই 'অদ্ভুদ'।
আর আজকে সন্ধেবেলা এইসব বিষয় নিয়ে জোরে জোরে চিন্তাভাবনা করছি দেখে একজন বললেন আমি নিজেও ঐ 'অদ্ভুদ' দের দলে পড়ে যাচ্ছি। তবে 'অদ্ভুদ' হয়ে যে আমি খুব মহান কিছু একটা হয়ে গেলাম সেইটা অবশ্য না। আমিও আমাদের সবার মতই বর্ণবাদি, তবে সবাইকে সমানভাবে 'দেখতে পারি না' এই আরকি। মানে আমি এক্কেবারে সমানভাবেই সবাইকে 'দেখতে পারি না'।
নিজের কথাবার্তায় নিজেই কনফিউজড হয়ে গেলাম। যা বলতে চাচ্ছি তার মানে হইলো যে আমি ইকুয়ালি সবাইকে অপছন্দ করি আরকি।
যাই হোক, এই লেখার শেষে ব্যপারটা আরো পরিষ্কার করতে আন্তর্জালের মহান বিরক্ত বেড়াল, মানে জনাব গ্রাম্পি ক্যাট এর সাহায্য নিতেই হলো। উনি বলে গেছেন,
Don't be racist, Hate everyone.
হ'
_______________________________________________________
৬ অগাস্ট, রাত সাড়ে বারোটা।
মন্তব্য
বাঙ্গালির মত বা**দ জাতি আর নাই- কপিরাইটেড বাই দ্রোহী সচলায়তন ।
ইশ! রেসিজম করবেন না, সবা জাতিকেই ইকুয়ালি বা**দ ভাবতে শিখুন
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
তা যা বলেচেন!!!
____________________________
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
কী আর কবো দাদা আমরা সবাই 'অদ্ভুদ' এবং আমরাই শুধু ভাল। আর সবাই আমাদের সাথে খারাপ করে। দুইন্নার সবাইরে হেইট করা ছাড়া বাঁচার উপায় নাই।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
সকলের জন্য সমান অধিকার। সবাইকে সমানভাবে অপছন্দ করা হোক
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
বাংগালের মতো চরম রেসিস্ট আরেকটা জাত পুরা দুনিয়ায় খুজে পাওয়া যাবে না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
কি জানি। বেশি চিন্তা করতে পারি না। মাথামুথা আউলায় যায় আইজকাল। অল্প চিন্তা করলেও শইল চাবায়।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
স হ ম ত
facebook
বাংগালের মতো চরম রেসিস্ট আরেকটা জাত পুরা দুনিয়ায় খুজে পাওয়া যাবে না। বাঙাল শুধু সাদা রং এর মানুষ দেখলেই ভক্তিতে গদগদ হয়।
সহমত। সাদা প্রভুদের উপর বিশেষ ভক্তি আছে বাঙালীর।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
আবার সাদা চামড়াদের গাল দিতেও কসুর নেই!! আমিই কতবার যে ডিঙ্গাডোবার রেভারেন্ডকে "রেড মাংকি" বলে ডাক দিয়ে পালিয়েছি (যদিও উনার মত ভালমানুষ খুব কম হয়)। নিজেদের আড্ডায় তো হামেশাই ইংরেজদের গালাগাল করি - আমাদের সোনার দেশটাকে লুটেপুটে খেয়ে নিজেদের ঝোলা ভারি করেছে বলে।
আসলেই আমরা অদ্ভুত! ভুতও হয়তো লজ্জা পাবে আমাদের দেখে!!!
____________________________
____________________________
দারুণ লেখা। দারুণ।
আমরা আসলে আমাদের থেকে আলাদা কাউরেই দেখতে পারি না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
এই মুহূর্ত থেকেই শুরু করে দিলাম দুনিয়াশুদ্ধ সবাইকে অপছন্দ করা।
অবশ্য ঐ দলে আমি নেই
সেইটাই। সবাইকে সমানভাবে অপছন্দ করবেন। কাউকে একটুও কম বেশি না কিন্তু
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
এত্ত কথা বলার আর কি দরকার। যেদিন আমাদের পাশে থেকে ভিন্ন সাইজের সব জিনিষ সরে গিয়ে এক সাইজের সব বস্তু থেকে যাবে সেদিন ব্যাক্তিগত রেজিজম শুরু হবে। যদি বেঁচে থাকি তাহলে সেইটা দেখার অপেক্ষায় রইলাম
ডাকঘর | ছবিঘর
হেহেহেহেহে তাতো অবশ্যই। আপনে ফায়ারফক্স ইউজ করেন, আর আমি ক্রোম। আমি আপনারে দেখতে পারি না।
আমার মনে হয় মানুষমাত্রই রেসিস্ট।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
এজন্যই রবিবাবু গেয়েছেন, আমরা চঞ্চল আমরা অদ্ভুদ...
রবিবুড়ো অদ্ভুদ!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আপনার মত করে এইভাবে আগে চিন্তা করা হয়নি! কিন্তু লেখাটা পরে মনে হচ্ছে যে আসলেই আমরা সবাই ই কোনো না কোনো ভাবে রেসিস্ট! লেখাটা ভালো লেগেছে।
এইটা আসলে সেইরকম ভেবেচিন্তে কোন লেখা না। কিছুক্ষণ ধরে চিন্তা করছিলাম, লিখে রাখলাম আরকি। পড়ার জন্য ধন্যবাদ।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আরে অন্য কারো কথা তো বাদই দিলাম। আমার পিচ্চি মেয়ে পর্যন্ত আমারে মটকু বলে!
দুনিয়াটা রেসিস্ট দিয়া ভইরা গেলু
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনে তো মোটকুই! নিধির আর কি দোষ। আপনাদের দুইজনকে পাশাপাশি দাঁড় করালে দুর্ভিক্ষের কারন আর ফলাফল নামক পোস্টার বানানো যাবে
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
রেসিজম বহুদিন আগে ছাইড়া দিসি, এখন সবাইরে অপছন্দ করি
সুহাস শিমন
ঠিকাছে। আমিও লাইনেই আছি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
বিয়ের পাত্রী দেখার সময় যা ওপেন রেসিজম বাঙালীদের মধ্যে বা উপমহাদেশে দেখি, তার তুল্য পৃথিবীতে নেই।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
কথা সইত্য। এর সাথে রেসিজম এর সাথে এলিটিসিজম আর আর কি কি 'ইজম' আছে টেকাটুকা সম্পত্তি সোশাল স্ট্যাটাস এর বেপারে- সেইগুলাও যোগ করা দরকার।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হ, দুনিয়ার সবাই অদ্ভুদ!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
হ
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আমরা সবাই অদ্ভুদ।
এইজন্যে এখন যারা 'অদ্ভুদ' না, তাদের ধরে পিটায়া দেশছাড়া করতে জাতিবিদ্বেষ রেসিজম আর যা যা আছে সেইগুলা করতে হবে।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
সবাইরেই খারাপ পাই, পাকিদের একটু বেশি খারাপ পাই।
মানুষ মাত্রেই রেসিস্ট। এইটা মনে হয় ব্রেইনে প্রসেস করার সুবিধার জন্য। যেমন ধরেন আমরা যেমন রঙ দেখে আন্দাজ করি এই আমটা টক না মিষ্টি হবে, সেইরকম জায়গা, ধর্ম, রঙ এইসব ট্যাগ লাগায় বিভিন্ন ক্যাটেগরিতে ফেলে দেয়ায়র চেষ্টা করি, যাতে মানুষটাকে চট করে বিশ্লেষণ করে ফেলতে সুবিধা হয়। প্রত্যেক মানুষের আলাদা ব্যাক্তিত্ব, বৈশিষ্ট্য বিচার করে দেখার মত তেল নাই আমাদের। আর নিজের পশ্চাতদ্দেশ বাচাতে অন্যের উদোম পাছার দিকে আঙ্গুল তুলা পরীক্ষিত কার্যকর পন্থা।
সব মানুষের ভালোটুকুকে সমাদর করুন, খারাপটাকে এড়িয়ে চলুন।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
"আর নিজের পশ্চাতদ্দেশ বাচাতে অন্যের উদোম পাছার দিকে আঙ্গুল তুলা পরীক্ষিত কার্যকর পন্থা।"
দারুন বলেছেন।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আমি এটা সবসময়েই বলি। আধুনিক সময়ে বাঙালির মত রেসিস্ট খুব কম জাতি আছে।
ইয়ে মানে শুধু আধুনিক কালেই না, বাঙালি অবশ্য সেই ইবনে বতুতার আমলেও বিদেশিদের দেখতে পারতো না।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
"আমাদের কাছে আমরা নিজেরা ছাড়া বাকি সবাই 'অদ্ভুদ'।" - এই হতিচে সার কতা, হ।
- একলহমা
হ'
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ভারতে বেড়াতে আসা এক কৃষ্ণাঙ্গ আমেরিকান চিড়িয়াখানায় গিয়ে চিড়িয়া দেখছিলেন, আর চিড়িয়াখানায় আগত স্থানীয় লোকজন হা করে তাকেই পর্যবেক্ষণ করছিল। ভারতে তাঁর এরুপ নানাবিধ অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছিলেন, তার মধ্যে এটাই ছিল সবচেয়ে নিরীহ অভিজ্ঞতা।
পশ্চিমারা বর্ণবাদী, তারা জানে তারা বর্ণবাদী, তারা বর্ণবাদ নিরসনে সচেষ্ট। উপমহাদেশীয়রা এতটাই বর্ণবাদী যে তারা জানেও না তারা বর্ণবাদী, সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে তারা আপনাকে কোন প্রকার বুদ্ধিজীবি ঠাওরে বসবে।
Big Brother is watching you.
Goodreads shelf
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কিম্বা চিড়িয়া।
****************************************
তাই হইছে, আমি যখন সেইদিন এইটা নিয়ে একটা আড্ডাটাইপ ব্যপারে আলাপ করছিলাম, যার সূত্রে এই লেখাটা, সবাই মোটামুটিভাবে আমাকে একজন বিশিষ্ট সমাজ চিন্তাবিদ ভেবে বসলো
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হ ! বাইন্যার ঠুকঠাক, কামাইরার এ ঘা !
হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হ, আমি সবাইকেই হেট করবো। হেট ওয়ার্লডওয়াইড
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হ, ঊই শুড হেইট এভরিওয়ান। আই হেইট ইউ মেইট
হৈ মিয়া, আমাদের কালাতোভাইদের মধ্যে এইরকম হেটাহেটি করলে তো ফর্সারা সুযোগ বুঝে দুনিয়া দখল করে নিবে।
এইসব চলবে না। ইউনাইটেড উই স্ট্যান্ড। কালাতো ব্রাদারহুড জিন্দাবাদ।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
জীবনে প্রথম রেসিস্ট কথাটা শুনে ভেবেছিলাম যারা রেস খেলে; মানে দৌড়ায় তাদেরকে বোধহয় রেসিস্ট বলে
০২
আমি কিন্তু পশ্চিমা সজ্ঞায় আমাদের সবকিছুকে বর্ণবাদী বলতে রাজি না
কাইল্লা ধলাম মটু বাটুল এগুলোকে বর্ণবাদী শব্দ বলতে রাজি না আমি
বরং বহু আদরের শব্দ অনেক ক্ষেত্রেই
০৩
পশ্চিমা সূত্র মানলে পুরা বৈষ্ণব সাহিত্য যেমন বাদ দিতে হবে গায়ের রং নিয়ে কৃষ্ণ-ক্যারিকেচার করার জন্য তেমনি কালী পূজাও উঠিয়ে দিতে হবে
০৪
আমার হিসাবে আমাদের মধ্যে বর্ণবাদ নেই; আছে জাতিবাদ কিংবা জাতি বিদ্বেষ... ওইটা সামলাতে হবে
"Racism"-টা আসলে জাতিবাদ/জাতিবিদ্বেষই মনে হয়। রেইসিজমের সরাসরি বাংলা হিসেবে ধরলে 'বর্ণবাদ' বোধহয় এর ভুল অনুবাদ।
****************************************
আমারো তাই মনে হচ্ছে। কথাটা বর্ণবাদী-ই হবে । এই শব্দটা মাথায়ই আসে নাই
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
লীলেনদা, আমি অবশ্য আমাদের এই অন্যরকম বা অন্যধরণের কাউকে যে তাচ্ছিল্য করার ব্যপারটা - এইটা নিয়েই ভাবছিলাম। আমরা বর্ণবাদী, এই টার্মটা আসলে আমাদের সাথে যায় না। এইযে আপনি আর নিচে মন মাঝি ভাই যে বললেন, জাতিবিদ্বেষ - ওইটাই মনে হয় ঠিকাছে।
আমার এই টাইপের লেখাগুলা আসলে ফেসবুক স্ট্যাটাসের মতন- থিঙ্কিং অ্যালাউড আরকি। চিন্তাভাবনাগুলো লিখে ফেলছি। খুব একদম সঠিক কিছু না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
----------
সুবোধ অবোধ
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
কি লিখলেন বস!
-এস এম নিয়াজ মাওলা
হাবিজাবি চিন্তাভাবনা। ভাবতেছি সচলায়তনের পাতাকে নিজের দৈনন্দিন চিন্তাভাবনা লিপিবদ্ধ করার জায়গায় রূপ দেবো। ফেইসবুকে এইসব আলাপ করলে লুকজন আঁতেল ভাববে
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হা হা হা, ভালোই বলেছেন।
-নিয়াজ
মহান বিরক্ত বেড়াল এর ছবিতো দেখতে পাচ্ছিনা।
ছবিটা আসলো না ক্যান বুঝলাম না তো
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
মুখে যত বাতেলা দি না কেন, আসলে ওটির বিষ ধীরে ধীরে শিরা-ধ্মনী বেয়ে মিশে গেছে গোটা শরীরে; চাইলেও হয়ত মুক্তি নেই। কোন একসময় আমাদেরি কেউ একজন একটা দ্বীপ বানিয়েছিল, সেটাকে কেটে কেটে আরো ছোট করে চলেছি; এতটাই ছোট যে নিজেদের দাঁড়ানোর মত জায়গাটা রয়েছে কিনা সেটাই দেখার।
--------------------------
কামরুজ্জামান পলাশ
নতুন মন্তব্য করুন