কল্পলোক

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: সোম, ১৩/১০/২০০৮ - ১১:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি আছি, তাই আছে পৃথিবীর রূপ,
আমি নেই - কিছু নেই, সব নিশ্চুপ!
যত কথা, গান, আছে যত ভালবাসা,
বেঁচে আছি, জেগে আছে সুদিনের আশা।
জগতের পরিসীমা মনে লেখা আছে,
যা দেখি, যা শুনি - তা ই আসে কাছে।
যারে চিনি সে ও আছে যদি আমি থাকি,
আমি গেলে এ জগত পুরোটাই ফাঁকি!!


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।