চোখের লাজ

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: বুধ, ২৯/১০/২০০৮ - ১:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চতুর্দিকে হাজারটা চোখ আমার দিকে চেয়ে,
একটু এদিক সেদিক হলেই ফেলবে বুঝি খেয়ে।
লোকের কথায় কান পেতে রই, মনের কথায় ফাঁকি,
দেখবে লোকে - সেই ভয়েতেই মুখ লুকিয়ে থাকি।
সবার মাঝে আড়াল হয়ে ছায়ার মতো বেঁচে,
এইতো একা ভালই আছি - বলছি নিজেই যেচে,
আপন মনে প্রত্যহ এই লুকিয়ে থাকার ছল,
চোখের লাজ-এ রুদ্ধ মনন কবে হবে চঞ্চল?


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

বাহ্ ! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।