আহ্বান

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: শুক্র, ০৫/১২/২০০৮ - ৭:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় অশান্ত
এই প্রশান্ত
সাগর উঠুক মেতে,
আয় দুরন্ত
এই নিভন্ত
আগুন জ্বলুক তেতে!
আয় দুর্বার
ভেঙে চুরমার
নব সৃষ্টির সব লক্ষ্যে,
আয় স্রষ্টা
দিকদ্রষ্টা
আলোহারা যত চক্ষে!!


মন্তব্য

ইমরুল কায়েস এর ছবি

ঐ কবিতা-ছড়া এত ছোট ল্যাখস ক্যা ,পড়তে না পড়তেই শ্যাষ হয়া যায় ।
......................................................
উত্তর বাংলার অনাহারী যুবক

উপল মাহবুব এর ছবি

অল্প কথায় বলা গেলে বেশী কথার প্রয়োজন কী??

নির্বাক এর ছবি

দারুন!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।