(শিরোনামহীন)

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ১:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

যা চাই বলতে
পথ ধরে চলতে
তা-ই বলা দায়,
প্রদীপের সলতে
চায় যদি জ্বলতে
শুধু নিভে যায়।
এই তুমি আছ পাশে
মন তার-ই সুবাতাসে
হারাতে যে চায়,
যেভাবে হারায় নদী
সাগরেতে নিরবধি
বড় অসহায়!!


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

বাহ্ হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নির্বাক এর ছবি

ভাল লাগলো!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

নির্জর প্রজ্ঞা এর ছবি

ছোট ছোট কথা, ছোট ছোট ছন্দ কিন্তু গভীর দুঃখবোধ।

ভালো লাগল

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

গৌতম এর ছবি

সুন্দর। এই কবিতার অবশ্য শিরোনামের দরকার পড়ে না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।