একটি সবুজ দেশের বুকে
সূর্য কিরণ প্রভা,
লাল সবুজের সম্মিলনে
বিজয় দিনের শোভা।
এই কিরণে স্বপ্ন হাজার
লক্ষ প্রাণে জাগে,
এ মাটিকেই আঁকড়ে ধরে
গভীর অনুরাগে।
দুঃখে-সুখে পার হয়ে যায়
একটি করে দিন,
ভোরের আলোয় সবুজ দেশ
তবুও চির নবীণ।
এমনি সবুজ দেশের বুকেই
আমার পরিচয়,
এমন প্রখর সূর্যালোকেই
লুপ্ত হল ভয়!!
মন্তব্য
দারুন হইসে...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
নতুন মন্তব্য করুন