বিজয় দিবস

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: সোম, ১৫/১২/২০০৮ - ৯:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি সবুজ দেশের বুকে
সূর্য কিরণ প্রভা,
লাল সবুজের সম্মিলনে
বিজয় দিনের শোভা।
এই কিরণে স্বপ্ন হাজার
লক্ষ প্রাণে জাগে,
এ মাটিকেই আঁকড়ে ধরে
গভীর অনুরাগে।
দুঃখে-সুখে পার হয়ে যায়
একটি করে দিন,
ভোরের আলোয় সবুজ দেশ
তবুও চির নবীণ।
এমনি সবুজ দেশের বুকেই
আমার পরিচয়,
এমন প্রখর সূর্যালোকেই
লুপ্ত হল ভয়!!


মন্তব্য

অভ্রনীল এর ছবি

দারুন হইসে...
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।