নিরাশের নিশিকাব্য

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: বুধ, ২৪/১২/২০০৮ - ১২:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিঝুম নিশীথে নিরবে নিভৃতে নিরালায় নিজ নীড়ে,
ভ্রমেতে ভুলিয়া ভেসেছি ভীষণ ভাব-ভাবনার ভীড়ে!
চিন্তা চেতনা চেয়েছে চিনিতে, চির চঞ্চল চিত্তে,
বলেনি বেহুলা, বেদনা বিঁধেছে বাস্তবতার বৃত্তে!!

হায়রে হিয়া, হয়েছে হরণ, হৃদয় হয়েছে হত,
কামনা করেছে কতনা কিছুই, কয়েছিল কথা কত!
প্রণয় প্রলাপে, প্রেমের পুলকে, পাষাণে পায়নি প্রাণ,
আঁধার আসিয়া আবৃত আজি আলোকের আহ্বান!!


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একটু পুরানা ধাঁচের কিন্তু খুব সুন্দর।

নিঝুম নিশীথে নিরবে নিভৃতে নিরালায় নিজ নীড়ে,
ভ্রমেতে ভুলিয়া ভেসেছি ভীষণ ভাব-ভাবনার ভীড়ে!

প্রণয় প্রলাপে, প্রেমের পুলকে, পাষাণে পায়নি প্রাণ,
আঁধার আসিয়া আবৃত আজি আলোকের আহ্বান!!

লাইনগুলো বেশি ভাল হয়েছে। কবে লিখেছেন কবিতাটা?

উপল মাহবুব এর ছবি

ধন্যবাদ। প্রথম প্যারাটা মাস খানেক আগে লেখা। পরেরটা গতকাল হাসি

নাসিফ এর ছবি

খুব সুন্দর কবিতা ।

নির্বাক এর ছবি

ফাটাফাটি! অসাধারণ আপনার ছন্দ, শব্দ এবং লেখনি। খুবই ভালো হয়েছে। প্রত্যেক লাইনের শব্দের সূচনা একই অক্ষর দিয়ে করটা সহজ কথা নয়।
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

সাইফুল আকবর খান এর ছবি

খুব সুন্দর।
পুরানকালিক সুন্দর, নতুন এক্সপেরিমেন্ট-সমেত।
প্রত্যেক লাইনে শব্দের আদ্যক্ষর নিয়ে এই কঠিন খেলাটা আসলেই কঠিন খেলেছেন আপনি।
অনেক ভালো লাগলো। হাসি

------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ইমরুল কায়েস এর ছবি

খুব ভাল অমি ।
......................................................
উত্তর বাংলার অনাহারী যুবক

অতিথি লেখক এর ছবি

নতুন পুরনোর একটা মিশেল মনে হচ্ছে। ভালো লেগেছে......স্যার এর এত গুণ!
-স্নিগ্ধা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।