সরস্বতী

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ৩:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দিনের আলোয় ভরিয়ে দিও
আমার রাতের কালো
অন্ধকারের আসন তলে
সাঁঝের প্রদীপ জ্বালো।
রক্তরাঙা সিঁদুর তোমার,
শুভ্র হাতের শাঁখা,
আসনখানি জড়িয়ে আছে
হংসরাজের পাখা!
পূজোর গানে, আমার প্রাণে
জ্ঞানের সুধা ঢালো
অন্ধকারের আসনতলে
সাঁঝের প্রদীপ জ্বালো!!


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল্লাগ্লো।

অতিথি লেখক এর ছবি

সবজান্তা এর ছবি

ভাই, মন্টা উদাস কইরা দিলেন। বুয়েটজীবনের শেষ সরস্বতী পূজাটা এইবার মিস হইলো। আগামীকাল আমার টার্ম ফাইনাল পরীক্ষা মন খারাপ


অলমিতি বিস্তারেণ

অতিথি লেখক এর ছবি

[পান্থ বিহোস] ভালো লেগেছে। তবে "সাঁজের প্রদীপ জ্বালো" লাইনটি দু'বার হয়ে যাওয়াতে ছন্দে একটু ছেদ পড়েছে বলে আমি মনে করি। লাইনটি চেঞ্জ করা যায় কি-না ভেবে দেখেবেন। ধন্যবাদ একটি ভালো লেখার জন্য।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।