তোমার চোখের অসীম তারায়
দিগান্তরের আকাশ হারায়
অতল জলের গভীর কালো
কাঁপন তোলে বৃষ্টিধারায়,
দখিন হাওয়া আপনি এসে
ঢেউ তুলেছে দীঘল কেশে
নিকষ কলো আঁধার যেন
সুর তুলেছে পাগলপারায়!
অঙ্গে তোমার ছন্দ জাগে
বাঁশুরিয়ার গভীর রাগে
বনের পথে উদাস মনে
পথ হারানোর দ্বন্দ্ব লাগে,
তেমনি হারায় তারার মেলা
রাত্রি দিনের নিত্য খেলা
পলক তরে দেখবে বলে
ফুল ফুটেছে কুসুমবাগে...
মন্তব্য
সাধু, সাধু।
অনেকদিন পর আপনি কিছু লিখলেন। তা কেমন আছেন?
......................................................
পতিত হাওয়া
কবিতা পড়ে বুঝতে পারছনা উনি কেমন আছেন ?
"দখিন হাওয়া"র "কাঁপন"-এ উনি এখন "পাগলপারা" ।
ধন্যবাদ কায়েস ভাই! জ্বি, ভালই আছি!
খুব খুব সুন্দর লাগল, খুব সুইট, আরো লিখেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ধন্যবাদ
মুমুর সাথে মুমুয়িত আমি একমত, খুব সুইট কবিতা
ধন্যবাদ
ভীষন মিষ্টি কবিতাটা
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
উপল মাহবুব আমার টীচার। ক্লাস-এ হাসিখুসি,প্রশ্ন করলে হাসি হাসি মুখে উত্তর দেন। কিন্তু ওনার যে এত গুণ আছে,তা আমরা কেউই জানতাম না। কবিতাটা সুন্দর,স্যার। ভাল লেগেছে। আরও লিখুন।
নতুন মন্তব্য করুন