ব্যাপারখানা বলছি শোন
কি ঘটেছে কাল,
ইয়াহুতে পত্র পড়ে
আমি বেসামাল!
কি বলি হায়
ভেবে না পাই
আনন্দেতে
দিশা হারাই
এমনটি যে হয়েই যাবে
করি নি আন্দাজ,
অতিথি থেকে সচলে
যুক্ত হলাম আজ!!
আমার লেখালেখির পেছনে যাঁরা নিয়মিত উৎসাহ দিয়েছেন, সচলায়তনে আমার লেখা পড়েছেন, সুচিন্তিত মতামত দিয়েছেন তাঁদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
মন্তব্য
ভাগ বসালাম এবার তবে আনন্দে !
অভিবাদন জানিয়ে গেলাম দিনান্তে !
------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
মউ এর মতন কাব্য করে অভিনন্দন দেওয়ার ক্ষমতা নাই।
অনেক অভিনন্দন।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ধন্যবাদ। ক্ষমতা নেই বলছেন কেন? বেশ তো কবিতা লিখেছেন আজ... এরকম আরও কবিতা চাই কিন্তু!
অভিনন্দন।
ধন্যবাদ
অভিনন্দন!
শুভ সচল
অভিনন্দন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
সচলাভিনন্দন !!!
_________________________________________
সেরিওজা
অভিনন্দন!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অভিনন্দন
অভিনন্দন।
-স্নিগ্ধা
অনেক ধন্যবাদ স্নিগ্ধা
অভিনন্দন উপল!
- ওয়েলকাম টু দ্য ফ্যামিলি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
থ্যাঙ্কু থ্যাঙ্কু
অভিনন্দন। এতো দেখি সচলত্বের ধুম লেগেছে।
হিসাব মতন এইবার উল্টা দিকে দৌড় লাগান, তয় যদি চশমখোর হয়া থাকেন তাইলে অবশ্য আগের মতই লেখালেখি ধইরা রাখবেন...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
চেষ্টা করবো... সত্যি!.....
অভিনন্দন কবি
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ধন্যবাদ
সচল পরিবারে স্বাগতম।
রইল অভিনন্দন। (অ দিয়ে কোন বাক্য শুরু করলে সবকিছু ডাবল হয়ে যায়!)
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
শুভ সচলত্ব...
অভিনন্দন! সচল থাকুন, সচল রাখুন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অভিনন্দন
অভিনন্দন
-----------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
শুভেচ্ছা এবং অভিনন্দন।
সন্ধ্যা
সচলত্বের অভিনন্দন!!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
অভিনন্দন অমি ভাই।
অভিনন্দন
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অভিনন্দন অমি ।
ধন্যবাদ নাসিফ।
নতুন মন্তব্য করুন