********************
********************
কম করে কথা কও
কমেডিতে, কাব্যে,
মনগড়া মেলোডিও
মনে মনে মাপবে!
গর্জনে গেও গান,
গম্ভীর গদ্যে,
পারলে প্যাঁচাতে পার
প্যারোডির পদ্যে!!
ছড়াটাকে ছেঁটেছুঁটে
ছত্রতে ছাড়বে,
নাটকের নটিদের
নয়বার নাড়বে!!
জটিলেতে যাও যদি
জটলাতে যেওনা,
চোখে চেও চিত্রতে
চশমাতে চেওনা!!
সবশেষে সাবধান
শ্রোতাদের সঙ্গে!
বেতালে বাজালে বাঁশী
বাজিওনা বঙ্গে!!
***********************
***********************
মন্তব্য
এটা কি বুক অফ উপল থেকে নেওয়া নাকি?
ও রকম কোন বই আছে নাকি? আমাকেও একটু পড়তে দিও তাইলে!!
ভালো হইছে
ভালো লাগলো....
------------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
আরেহ!!
দারুণ!!!
ভাই আপনি কই ছিলেন এদ্দিন! এতো একদম মন মতো ছড়া!
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
আমি তো আশেপাশেই ছিলাম
লেখা লেগেছে জেনে প্রীত হলাম।
দারুণ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ধন্যবাদ!
বেশ ভালো লাগলো।
শেখ নজরুল
শেখ নজরুল
আপনার ছন্দজ্ঞান অসাধারণ! ছড়াটা আপনার মধ্যে এসে গেছে, লিখতে থাকুন।
নতুন মন্তব্য করুন