রং লেগেছে গাছের পাতায় রং লেগেছে মনে, বছর ঘুরে ফের এসেছে ফাগুন সংগোপনে।
গোপন তো নেই নির্মমতা, নিত্য দেখি শোক, আজকে রঙের মিছিল দেখে জুড়াক দুটি চোখ।
চোখ জুড়ানো ফাগুন এনো মন ভুলানো হাওয়া, ধূসর রঙের সময়টাতে এইতো মনের চাওয়া!
ধূসর রঙের সময়টাতে এইতো মনের চাওয়া!
খুব ভাল বলব না । বলব ভাল । আরও ভালোর প্রত্যাশায় থাকলাম ।
শুভেচ্ছা ।
বসন্ত আসুক সবার মনে। শুভেচ্ছা কবিকে।
ভালো লাগলো
রুদ্রপলাশ
আপনি একটু বেশিই কম লেখেন। আরেকটু বাড়ানো যায় না?
পুরো লেখাটাতেই মনের কথা ছড়িয়ে, তাই আলাদা করে বলার নেই কিছু।
~~~~~~~~~~~~~~~~ আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
বাহ। অনেকদিন পর স্যারের লিখা দেখলাম।
মন্তব্য
ধূসর রঙের সময়টাতে
এইতো মনের চাওয়া!
খুব ভাল বলব না । বলব ভাল ।
আরও ভালোর প্রত্যাশায় থাকলাম ।
শুভেচ্ছা ।
বসন্ত আসুক সবার মনে। শুভেচ্ছা কবিকে।
ভালো লাগলো
রুদ্রপলাশ
আপনি একটু বেশিই কম লেখেন। আরেকটু বাড়ানো যায় না?
পুরো লেখাটাতেই মনের কথা ছড়িয়ে, তাই আলাদা করে বলার নেই কিছু।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
বাহ। অনেকদিন পর স্যারের লিখা দেখলাম।
নতুন মন্তব্য করুন