আমার মাতৃভূমি

উপল মাহবুব এর ছবি
লিখেছেন উপল মাহবুব (তারিখ: শুক্র, ১০/০১/২০১৪ - ৫:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দেশের থেকে হাজারটা ক্রোশ দূরে
ঘর বেঁধেছি সুখের আশায়
বিজন অচীনপূরে।
নিত্য শুধু হাওয়ায় পাতি কান,
পূবের হাওয়া আনলো বুঝি আমার মাটির গান।
গান এ তো নয়! কোথায় গানের সুর?
লক্ষ প্রাণের কান্না আসে
পেরিয়ে সমুদ্দুর!
একাত্তরের শকুনরা ফের খুবলে খাচ্ছে দেশ
মারছে মানুষ, বাড়ছে শুধু কষ্ট অনিঃশেষ।
হায় গো আমার মাতৃভূমি
তোমায় দূরে ফেলে
অসহায় ক্ষোভে কাঁদছে দেখ
তোমার মাটির ছেলে।
বুকের মাঝে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে
সুজলা-সুফলা সোনার দেশ যে
মাড়িয়েছে পদতলে,
আমার দেশের মাটিতে বাঁচার নেই তার অধিকার,
জাগো বাঙালি, শত্রু বিনাশে
আজ আরেকটিবার!


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

হৃদয়ের কথা গুলো সুন্দর ভাবে ফুটে উঠেছে। সাখাওয়াৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।