প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই

মেহদী হাসান খান এর ছবি
লিখেছেন মেহদী হাসান খান (তারিখ: বিষ্যুদ, ২২/০৪/২০১০ - ১২:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

অভ্রতে "আসকি" সাপোর্ট দিতে হবে, এই অনুরোধটি বেশ জোরেশোরে শুনছি গত কয়েকদিন থেকেই। নিতান্ত প্রয়োজন না হলে আমরা সেটা করতে চাই না। বাংলাকে তখন বরং আরেকধাপ পিছিয়েই নেয়া হবে। আরো হাজারখানেক ডকুমেন্ট আপনি বানিয়ে ফেলবেন আসকিতে, সেগুলো কনভার্ট করার ঝামেলায় আসকিও ছাড়াটা তখন আরো কঠিন হবে।

প্রেস এবং প্রিন্ট মিডিয়া ছাড়া বাকি সব জায়গাতেই এখন ইউনিকোডের জয়জয়কার। মজার ব্যাপার এখানেই, আমাদের বেশিরভাগের অলক্ষে কিন্তু সেখানেও ইউনিকোড সাপোর্ট আছে, এবং অনেক দিন থেকেই আছে। সরাসরি সেখানে অভ্র দিয়ে লিখতে পারবেন, কোন কনভার্শনের প্রয়োজন নেই। যারা এখনও জানেন না, এই পোস্ট তাদের জন্য। আপাতত ফটোশপ সিএস৪ নিয়ে লিখছি।

ফটোশপের যে ভার্শন সচরাচর সবাই ব্যবহার করেন, সেটাতে সরাসরি বাংলা লেখা যায় না (সেখানেও লিখতে চাইলে এই পোস্ট দেখুন: http://www.sachalayatan.com/mahbub/31616)। এটা ছাড়াও ফটোশপের আরেকটা বিশেষ সংস্করণ আছে Middle Eastern নামে, যেটা বিতরণ করে উইনসফট ইন্টারন্যাশনাল। অ্যাডব সেখানে বাংলা সাপোর্ট থাকার কথা অফিশিয়ালি বলে না, কিন্তু বাংলা লেখা যায়, সব যুক্তাক্ষরসহ এবং সরাসরি। সাথে যুক্ত করা ছবিটা দেখুন। বাংলা লিখতে এখানে আমার অতিরিক্ত একটা কাজও করতে হয়নি।

ফটোশপ সিএস৪ মিডল ইস্টার্ন এডিশনের সাইটঃ
http://www.winsoft-international.com/en/store/adobe-photoshop.html

ট্রায়াল ভার্শন নামিয়ে দেখতে পারেন এখান থেকেঃ
http://www.winsoft-international.com/en/downloads/trials/?marque_id=102&produit_id=50

আপনি আরো যা করতে পারেন:
১) ইলাস্ট্রেটর মিডল ইস্টার্ন এডিশনের ট্রায়াল ভার্শনটাও নামিয়ে ফেলুন। তারপর আপনার অভিজ্ঞতা নিয়ে পোস্ট দিন।

২) কোয়ার্কএক্সপ্রেস ৮ (http://www.quark.com/index2.html) ইউনিকোড সাপোর্টের কথা বলে। ট্রায়াল ভার্শনটা নামিয়ে পরীক্ষা করুন বাংলা কেমন লেখা যায়। তারপর আপনার অভিজ্ঞতা নিয়ে পোস্ট দিন।

৩) তথ্যগুলো ছড়িয়ে দিন ইন্টারনেটে।

auto


মন্তব্য

বর্ষা এর ছবি

( Y) ছড়িয়ে দিচ্ছি ইন্টারনেটে।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

হিল্লোল [অতিথি] এর ছবি

এডোবির এই সংস্করনটি আমাদের এদিকে একদম ই অপরিচিত ছিলো এতদিন। এটা কি শুধুমাত্র আরবীয় দেশগুলোতেই চলত? এটার খোঁজ আরো আগে থেকেই পেলে পাবলিশিং ওয়ার্ল্ড এ অভ্র আরো আগেই ঢুকে যেতে পারত। পোস্টটির জন্য ধন্যবাদ।

মামুন হক এর ছবি

ধন্যবাদ মেহদী। তথ্য ছড়িয়ে দিচ্ছি...

মূলত পাঠক এর ছবি

অসাধারণ! কাজের লোক যাঁরা তাঁরা বোধ হয় এই ভাবেই সমুচিত জবাব দেন।

স্পর্শ এর ছবি

চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অলস বালক [অতিথি] এর ছবি

খাসা!!!

সাজিদ [অতিথি] এর ছবি

মেহদী ভাই, অভ্রে আসকি সাপোর্ট দিলে কি পেটেন্ট লঙ্ঘনের কোনো সম্ভাবনা আছে? যদি না থাকে তাহলে প্লিজ আসকি সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করুন। কারণ ইউনিকোড দিয়ে ফটোশপ/ইলাস্ট্রেটরে লেখা সম্ভব হলেও ছাপার উপযোগী ফন্টের কি হবে? সুতন্নীর বিকল্প কোনো ইউনিকোড ফন্ট এখনো বের হয়নি।

আনিস মাহমুদ এর ছবি

ইউনিকোড দিয়ে ফটোশপ-ইলাস্ট্রেটর-কোরেল-কোয়ার্কে কাজ করা গেলে ফন্টশিল্পীরা শিগগিরই নেমে পড়বেন কাজে। তাছাড়া ইউনিকোড বাংলা ফন্ট বেশ কিছু আছে নেটে। ফ্রি। নামিয়ে নিলেই হলো। বেশ সুন্দর কিন্তু ফন্টগুলো।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

শরতশিশির এর ছবি

হ্যাটস অফ টু ইয়্যু মেহদী! আমার একটা ছোট ভাই আছে, এখন তুমিও আমার ছোট ভাইয়া! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

সুজন চৌধুরী এর ছবি

বাঃ দারুণ!
আপনে তো ভাই সাংঘাতিক লোক!

CS4 টা মাত্র হাতে পেলাম, ইন্সটল করে দেখি কাহিনীটা কি?
গব্বর শিং কে ছুট্টি দিয়ে দিলাম! যাঃ দূরে গিয়া মর!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

এনকিদু এর ছবি

আজকে CS4 কিনতে যাচ্ছি । ফিরে এসে Flash CS4 এর খবর জানাব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মেহদী হাসান খান এর ছবি

Flash CS4 ব্যবহার করিনি। অবশ্যই পরীক্ষা করে জানাবি।

তবে ফ্ল্যাশ এনিমেশন বানানোর একটা অসামান্য (এবং সহজ) সফটওয়্যার SWiSH-এ অনেক আগের থেকেই বাংলা লেখা যায়। লিংকঃ http://www.swishzone.com/index.php

হাসিব এর ছবি

কোয়ার্কে চেষ্টা করলাম । ফলাফল -
০. ইউনিজয় কিবোর্ড, মডার্ন স্টাইল টাইপিং ।
১. বাংলা লিখতে মডার্ন স্টাইল অনুসরন করা যায় না । অভ্রতে মডার্ন স্টাইল সিলেক্ট করা থাকলেও এ-কার, হ্রস্বইকার ইত্যাদি লিখতে অক্ষরের আগে সেগুলো বসাতে হয় ।
২. হ্রস্ব উ-কার ঠিক জায়গামতো বসে না । একটু বাম দিক ঘেষে আসে ।
৩. যুক্তাক্ষর লেখা যায় না ।

মেহদী হাসান খান এর ছবি

তার মানে বাংলা সাপোর্ট নেই। আমাদের কোয়ার্কের জন্য আরো অপেক্ষা করতে হবে।

আকতার আহমেদ এর ছবি

আপনের বুকে দয়া মায়া নাই? এইটাতো পুরা কাগুর হাতে হারিকেন ধরায় দেওনের কাম করলেন,মেহদী!

____________
হাত নাক চোখ দেখতে যদিও মানুষের মত সব্বার
সকলেই তবে মানুষ হয় না,কেউ কেউ হয় ‘জব্বার’!

পৃথিবী [অতিথি] এর ছবি

Gimp এ কি ইউনিকোড ব্যবহার করা যায়?

অভ্রনীল এর ছবি

গিম্প ইন্কস্কেপ দুটোই ইউনিকোড সাপোর্ট করে! উপরের অভ্র-সচলায়তনের যে ব্যানারটি দেখছেন সেটা ইন্কস্কেপেই ইউনিকোড দিয়ে তৈরি। হাসি

_______________

::: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! :::

মেহদী হাসান খান এর ছবি

একটা বিষয়ে যেন আমরা খেয়াল রাখি, সবাইকে বলার সময় অবশ্যই CS4 এর সাথে Middle Eastern Edition কথাটা যোগ করতে হবে। সম্ভব হলে সরাসরি উইনসফট ইন্টারন্যাশনাল সাইটের লিংকটা দিয়ে দিন। শুধু CS4 এডিশনে চেষ্টা করতে গেলে সাধারণ ব্যবহারকারীরা ঝামেলায় পড়তে পারেন।

ভূঁতের বাচ্চা এর ছবি

Middle Eastern Edition-টা আমি আগে চেষ্টা করে দেখেছিলাম, সেটাতে ফলাফল সন্তোষজনক। কোয়ার্ক ব্যবহার করিনি কখনো। অসাধারণ প্রচেষ্টা মেহদী ভাই। আজকে সকালে একজনের লেখা বিজয় থেকে ইউনিকোড কনভার্ট করতে করতে ভাবছিলাম সবাই এইটাকে বর্জন করেনা কেন ? প্রচারমাধ্যমে বাংলা ইউনিকোড এবং অভ্র'র একটা বিপ্লব ঘটানো দরকার। আর এখন সেই কল্পনার উপর ভিত্তি করে আপনার একটা আস্ত পোস্ট পাওয়া গেল। ঘটনাটা বেশ কাকতালীয়। অভ্র'র সাথে আছি, থাকবো আজীবন।
--------------------------------------------------------

--------------------------------------------------------

নৃ [অতিথি] এর ছবি

তথ্যটার জন্য অনেক ধন্যবাদ।
আমি CS 8.0 Middle Eastern ব্যবহার করি আর এটাতে বাংলা লিখতে পারছি না। এই সম্পর্কিত কোন সাজেশন কি দেয়া যায় ভাইয়া?
আর এই ফাঁকে অভ্র টীমকেও ধন্যবাদ আমাদের সুবিধার্থে এতো কিছু করার জন্য হাসি

নাসির খান  এর ছবি

ফটোশপ CS3 Middle Eastern ব্যবহার করেছিলাম। তবে ফটোশপের কাজ গুলি এখন জিম্পে(http://www.gimp.org/) করি । সেখানেতো ইউনিকোডে লেখা যায় প্রথম থেকেই।

মাহবুব লীলেন এর ছবি

এটা খুবই কাজের একটা ইনফরমেশন। তবে এই সফটওয়ারগুলো সাধারণত ব্যবহার হয় মাল্টিকালার প্রিন্ট আর তুলনামূলক বেশি খরচের প্রকাশনার জন্য

বাংলাদেশে বেশিরভাগ বইপত্রই প্রকাশিত হয় ট্রেসিং পেপার দিয়ে। কম খরচে। ট্রেসিং প্রযুক্তি ৯৯% ক্ষেত্রে ফর্মেটিংসহ এমএস ওয়ার্ড নির্ভর

এবং ফর্মেটিংএর প্রধান এরিয়াটাই হচ্ছে স্পেস এডজাস্টমেন্ট। লেখাকে পাতার মধ্যে জায়গা করার জন্য ক্যারেক্টার আর লাইন স্পেসের এদিকসেদিককরণ

এমএস ওয়ার্ডে বাংলা ইনিকোড কিছু সমস্যা করে। বিশেষত স্পেস এডজাস্টমেন্টের ক্ষেত্রে। ওয়ার্ডের কমান্ডগুলো ঠিকঠাকমতো শুনতে চায় না (ফন্ট ছোটবড়ো করার ক্ষেত্রেও একই সমস্যা করে)

এই জায়গাটাতে একটু বোধহয় নজর দেয়া দরকার
কারণ বাংলাদেশে বই প্রকাশনায় প্রিপ্রেসের কাজটা বেশিরভাগ ক্ষেত্রে লেখককেই করতে হয় এমএস ওয়ার্ডকে নির্ভর করে

হিমু এর ছবি

ওয়ার্ডে ইউনিকোড টেক্সট বাই ডিফল্ট VRINDA বা ওয়ার্ডের নরমাল টেমপ্লেট ফন্ট সেটে সিলেকটেড হয়ে থাকে। তখন স্পেসিং নিয়ে সমস্যা হয়। বাংলা ডকুমেন্টের জন্যে আগে থেকেই ডকুমেন্টের টেক্সট কোনো ইউনিকোড ফন্টে সিলেক্ট করে রাখলে আপনি যে সমস্যার কথা বললেন, সেটা কমে যায়।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

ইশতিয়াক রউফ এর ছবি

ওয়ার্ডের সমস্যাগুলো নিয়ে একটা পোস্ট দেবেন? কিছু ব্যবহারিক উদাহরণ দিলে সমাধান বের করা সহজ হতো। বিশেষ করে ওয়ার্ড-২০০৭ অনেক দিক থেকেই বেশ উন্নত।

আনিস মাহমুদ এর ছবি

Font Fixer নামে একটা সফটঅয়্যার আছে, সেটা দিয়ে Vrinda-কে বিদায় করে পছন্দমতো অন্য কোনো ফন্ট বাংলার জন্য ডিফল্ট করে নিলেই হলো। আমি ফর্মাল কাজের জন্য সোলায়মানলিপি ব্যবহার করি। বেশ ভালো।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

রণদীপম বসু এর ছবি

আনিস ভাই, এটা কি ফ্রি সফটঅয়্যার ? কেমনে কী করতে হয় ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনিস মাহমুদ এর ছবি

এইটা ফ্রি এবং ছোট্ট। সবজান্তা এটার সাথে আমার পরিচয় করিয়েছিল। নেটে গুঁতো দিয়ে নামিয়ে নিন। তারপর বাকিটা সোজা।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

এক্সোডাস [অতিথি] এর ছবি
জয়ন্ত নাথ এর ছবি

পোষ্টটি খুব কাজে লাগবে। যাই হোক অভ্রতে "আসকি" সাপোর্ট না দেওয়াই ভালো। অম্নিক্রম ল্যাবে বলেছি, এখানে ও বলি, আমি উইকিপিডিয়াতে কাজ করার জন্য আমাকে ইঙ্কস্কেপে কাজ করতে হয়। আমি ইঙ্কস্কেপে অভ্র দিয়ে বাংলা টাইপ করতে পারি না। আমি নোট প্যাডে টাইপ করে ইঙ্কস্কেপে পেস্ট করি। দয়া করে ইঙ্কস্কেপে সরাসরি কিভাবে টাইপ করা যায় মেহেদী ভাই বা কেউ জানাবেন ?

অভ্রনীল এর ছবি

উবুন্টুতে ইন্কস্কেপে সরাসরি অভ্র দিয়ে টাইপ করা যায়। যেহেতু উবুন্টুতে হচ্ছে তাই লিনাক্স মিন্টেও এই কাজ করতে পারার কথা।

_______________

::: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! :::

জয়ন্ত নাথ [অতিথি] এর ছবি

আমি উন্ডোজ এক্সপি ব্যবহারকারী, মানে উন্ডোজ এক্সপিতে ইঙ্কস্কেপে সরাসরি অভ্র দিয়ে টাইপ করা যাবে না?

রাইন এনাম এর ছবি

এম.ই এডিশন সব দেশেই চলবে(আমার cs4 latin খাইছে)
ইন্সটল এর পর দেখি এই অবস্থা।

ধুসর গোধূলি এর ছবি

- ইলাস্ট্রেটর সিএস৪— সরাসরি বাংলা লেখা যায় না। তবে ওয়ার্ল্ড রেডি কম্পোজার দিয়ে বিনা ঝঞ্ঝাটে বাংলা লেখা যায়, এবং সেখান থেকে ইলাস্ট্রেটরের যেকোনো জায়গায় কপি করা যায়। নিচে ছবি দিলামঃ

ইলাস্ট্রেটর সিএস৪—এ ইউনিকোডে বাংলা

প্রসঙ্গতঃ ফটোশপ সিএস৪ (মিডল-ইস্টার্ন না) এক্সটেন্ডেড ভার্সনেও একই ভাবে ইউনিকোডে বাংলা লেখা যায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রণদীপম বসু এর ছবি

পোস্ট ও কমেন্টসগুলো পড়ে এই মন্তব্যটা করার আগে একটা ভিন্ন পরীক্ষা করে এলাম এইমাত্র।
ওয়ার্ডপ্রেসে আমার ব্যক্তিগত ব্লগে বাংলা ফন্ট বড় করার কোন উপায় নেই, যা ব্লগস্পটে রয়েছে। সেখানে কোনকিছু বড় ফন্টে লিখতে হলে কয়েকটা ধাপ পেরিয়ে যেতে হয়। এমনিতে কম্পুতে কাগুর বিজয় দিয়ে ওয়ার্ড ফাইল লিখে এটাকে মুর্শেদ-কামালের বাংলা ওয়েব টুলস দিয়ে ইউনিকোডে কনভার্ট করে নিতে হয়। এটা কপি করে ব্লগে দিলে ফন্ট সাইজ সেই ডিফল্ট পিঁপড়া সাইজে চলে আসে। এক্ষেত্রে কনভার্ট কপিটাকে মাইক্রোসফটের আউটলুক এক্সপ্রেসে ম্যাসেজ রাইটিং উইন্ডোতে পেস্ট করে সিলেক্ট করে ফন্ট সোলায়মানি লিপি এবং সাইজ ১৪ পয়েন্টে নিয়ে অতঃপর এই লেখার কপিটাকে ব্লগে পেস্ট করে দিতে হয়। এতে সাইজ বড় হয়ে পড়ার মতো সাচ্ছন্দ্য আসে। কিন্তু যদি কোন এডিট করতে হয়, তখন অভ্র ছাড়া গতি নেই। সেক্ষেত্রেও সিলেক্টেড অংশের মধ্যে এডিট হলে তা অভ্রর মাধ্যমেই অটো সোলেমানিলিপিতে লিখা হয়। এরপরও ভেতরে কখনো কখনো দেখি গরবর হয়ে যায়।
তো পরীক্ষা যেটা করলাম, এই পোস্টটাকে কপি করে কম্পুতে একটা নতুন ওয়ার্ড ফাইলে পেস্ট করলাম। চমৎকার সোলেমানিলিপিই আছে। কিন্তু ভিতরে কোথাও কোথাও লাইনের মধ্যে ওয়ার্ড স্প্যাসে বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে। বিজয়ের মতো সেটাকে ঠিক করা সম্ভব হচ্ছে না।

এখন প্রশ্ন হলো, অভ্রতে ডিফল্ট ফন্ট হিসেবে ছাপার অক্ষরের জন্য মানানসই সোলেমানিলিপি দেয়া যায় কিনা। আর ওয়ার্ড ফাইলে ইউনিকোড ফন্টে লেখা বা কপি করা আর্টিকেল প্রকাশনার জন্য এডিট উপযোগী কিনা। এ বিষয়গুলো সুরাহা হলে প্রকাশনা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারবেন প্রকাশনায় অভ্রনির্ভর হওয়া চলবে কিনা।

এ ব্যাপারে আরেকটু বিস্তারিত জানতে চাই। মাহবুব লীলেন কিঞ্চিৎ আলোকপাত করেছেন। আমাদের শুদ্ধস্বর টুটুল ভাইও এ ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন আমাদের জন্য বুঝে ওঠা সহজ হতো হয়তো।

এ ব্যাপারে মেহদীও কিছু বলতে পারেন, কী করিলে কী হইবে। কেননা ভাষাকে পিশাচ-কাগুদের কবল থেকে উন্মুক্ত করতেই হবে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নাসিম [অতিথি] এর ছবি

আমি আজকে ফটোশপ সিএস৪ (সাধারন এডিশন) দিয়ে ওয়ার্ল্ড রেডি কম্পোজারের মাধ্যমে কোন সমস্যা ছাড়াই বাংলা লিখেছি। আজকে প্রায় ৬ মাস পর ফটোশপে হাত দিয়েছি আভ্রর জন্য কিছু ব্যানার তৈরী করার জন্য। এ্যামেচার হাতের কাজ, তাই তেমন একটা ভাল হয়নি। মেহদি ভাই আপনাকে একটা ইমেইল পাঠিয়েছি লিঙ্ক সহ। আপনার কোন আপত্তি না থাকলে ব্যানারগুলোর মাধ্যামে অভ্রকে প্রমোট করতে চাই।

ধন্যবাদ

আনিস মাহমুদ এর ছবি

আসকিতে ফিরে যাওয়া উচিত হবে না মনে হয়। আসকি দিয়ে ডিজাইন সম্ভব হলেও বাংলা কমপিউটিং-এর ক্ষেত্রে বোধ হয় খুব সুবিধা হবে না। আমি একেবারেই নাদান এইসব ব্যাপারে। তাই টেকিদের মতামত চাইছি।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

এনকিদু এর ছবি

আমি আপনার সাথে সহমত । শখ করে দুই পা পেছানর কোন মানে হয় না ।

আর আসকি প্রসঙ্গে অমিক্রনল্যাবের অবস্থান মেহ্‌দী জানিয়ে দিয়েছে ইতোমধ্যেই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুস্তাফিজ এর ছবি

কোরেল ড্র ইউনিকোড সাপোর্ট করেনা, যদি কোন সমাধান পেতাম ফাটাইয়া দিতাম।

...........................
Every Picture Tells a Story

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটা দেখেন:
http://coreldraw.com/forums/t/11517.aspx

আনফরচুনেটলী X4, X5 এ সাপোর্ট নাই। তবে X6 এর আশায় বুক বাঁধেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

উন্মাতাল তারুণ্য এর ছবি

ফটোশপ সিএস৪ এক্সটেন্ডেড ভার্সনে অভ্র দিয়ে ইউনিকোডে লেখার নমুনা:

auto

সমস্যা:
১. মডার্ন টাইপিং মেথড কাজ না করা।
২. স্পেসের পর এ-কার এর মাথার কোনা দেখা যাওয়া।

এখানে ব্যবহৃত ফন্টের নাম 'কালপুরুষ' যেটা এখনও পাবলিকলি রিলিজ হয় নি। বেটা টেস্ট চলছে। ফ্রি ফন্ট হিসেবে অমিক্রনল্যাব থেকে কিছুদিনের মধ্যেই রিলিজ হবে। (চামে বিজ্ঞাপন খাইছে )।

অভ্রনীল এর ছবি

ফন্টটা পছন্দ হইসে, যদ্দূর জানি এটা বানাইতেসে সিয়াম...
_______________

::: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! :::

সাদাচোখ [অতিথি] এর ছবি

আমি ছাপা কাজের বাইরে আর একটি সফটঅয়্যার নিয়ে বলতে চাই। জনপ্রিয় ম্যাসেঞ্জার সফটঅয়্যার পিজিন (http://pidgin.im/) এর উইন্ডোজ ভার্সনে বাংলা দেখা যায়না। খুব সম্ভবত লিনাক্স ভার্সনে করা যায় (অনেক দিন আগে করেছিলাম, এখন ঠিক মনে নেই)।

আমার মনে হয় বানিজ্যিক সফটঅয়্যারে (মানে আমি বলতে চাইছি যেগুলো ফ্রিঅয়্যার বা ওপেন সোর্স নয়) তো আমরা বাংলা ইউনিকোড সাপোর্ট অবশ্যই চাইব, তবে তার আগে যে সব সফটঅয়্যার ফ্রিঅয়্যার বা ওপেন সোর্স, সেগুলোতে বাংলা সাপোর্ট যুক্ত করার কাজও করতে হবে। তাহলে বানিজ্যিক সফটঅয়্যার গুলোও এতে আগ্রহী হয়ে বাংলা সাপোর্ট সংযোজনে এগিয়ে আসবে।

সর্বোপরি সবক্ষেত্রে বাংলা কম্পিউটিং হোক আমাদের প্রাণের দাবী।

ধন্যবাদ।

হাসিব এর ছবি

পিজিনে আমি হরহামেশা বাংলা লিখি ।

সাদাচোখ [অতিথি] এর ছবি

দুঃখিত, আমারই ভুল হয়েছিল।
পিজিনে Font> Font face এ গিয়ে যেকোন বাংলা ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিলে বাংলা দেখা এবং লিখা যায়। কিন্তু অনেক যুক্ত বর্ণ ভেঙে দেখায়। খুব সম্ভবত এ সমস্যা শুধুমাত্র উইন্ডোজ ব্যবহারকারীদের ক্ষেত্রেই হচ্ছে, লিনাক্স ব্যবহারকারীদের ক্ষেত্রে নয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

অভ্রনীল এর ছবি

পিজিন, স্কাইপ ও এম্প্যাথি- তিনটাতেই বাংলায় লিখেছি, কোন সমস্যায় তো পড়িনাই! অবশ্য আমি উবুন্টু ব্যবহারকারী, আমার ল্যাপিতে উইন্ডোজ নাই তাই উইন্ডোজের অবস্থা জানিনা।
_______________

::: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! :::

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

অভ্র টিমের কাছে একটি সুন্দর ফন্ট চাই। সুতন্বীর মত অথবা অভ্রর পোর্টেবল ভার্শানে সুলায়মান লিপির মত ফন্ট হলেও চলবে। ফন্ট সুন্দর না হলে কোনো নতুন লেখা শুরু করতে পারি না। কেবল ব্লগে অভ্র দিয়ে লিখি। অন্যসময় সব অমুক দিয়ে লিখি।
অতএব একটি সুন্দর ফন্ট চাই।

___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

গন্ধমাতম [অতিথি] এর ছবি

কোয়ার্কএক্সপ্রেস ৮ ইউনিকোড সাপোর্টের কথা বলে, কিন্তু ইন্ডিক ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য ফটোশপের মতই তাদের আলাদা ভার্সন আছে, সেটার লিঙ্ক পাচ্ছিনা। লিঙ্কটা দিতে পারবেন?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।