প্রজন্মবার্তা, শাহবাগ

মেহদী হাসান খান এর ছবি
লিখেছেন মেহদী হাসান খান (তারিখ: রবি, ১০/০২/২০১৩ - ৪:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শাহবাগের পোস্টার, ব্যানার আর দেয়ালচিত্র নিয়ে একটা সংগ্রহ তৈরি করছি। মনে হলো হঠাৎ, যে ইতিহাস তৈরি হচ্ছে চোখের সামনে, সেখানে "অ্যাসথেটিক্যালি অসাম" ছবির তোলার চেষ্টার চেয়ে এই আন্দোলনের দাবীগুলো সংরক্ষণ করা হয়তো বেশি গুরুত্বপূর্ণ।

এখানে দীর্ঘদিন আন্দোলনে অভ্যস্ত ছাত্র সংগঠনগুলোর নিপুণ দক্ষতায় লেখা প্ল্যাকার্ড যেমন আছে, তার চেয়ে শতগুণে বেশি আছে ভুল বানানে অনভিজ্ঞ হাতের সব লেখা, ছন্দমিলের ধার না ধারা আক্রোশ, সুশীলতার বাইরে এসে দেয়া "চুদির ভাই" গালি, চটপটিওয়ালার নিরীহ চেয়ারে আঁকা রাজাকারের মুখ। আমি কোনটাই বাদ দেইনি, সংগঠনের নাম আছে দেখে সেটাকে বিজ্ঞাপন ভাবলে অথবা পোস্টারের লেখা ভালো হয়নি বলে সেটাকে ফেলে দিলে ডকুমেন্টেশন হয় না।

অক্ষর আর ছবির বাইরে এসে দেখলে এই পোস্টারগুলো সাক্ষী দেয়, কোনদিন আন্দোলন-সংগ্রামে না থাকা প্রজন্ম একদিন রাজাকারদের বিরুদ্ধে, জামাত-শিবিরের বিরুদ্ধে, তাদের সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এইখানে পথে নেমেছিলো। যে জামাত-শিবির রাজনৈতিক ইন্ধনের গন্ধ দিয়ে এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, তাদের মুখের উপর জুতার বাড়ি হয়ে বেঁচে থাক এইসব প্রজন্মবার্তা। শাহবাগ সফল হোক।


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য!!

সাম্য এর ছবি

অসাধারণ বললে কম বলা হয়! ছবিগুলো কি সব আপনার তোলা?

--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!

মেহদী হাসান খান এর ছবি

ধন্যবাদ। হ্যাঁ, আমারই তোলা।

ন এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে

হিমু এর ছবি

এটা একটা অমূল্য সংগ্রহ হয়েছে মেহদি!

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

অসাধারণ একটা কাজ। এই ছবিগুলো আসলে ইতিহাসের ধারক। আজ থেকে আরো বেশ কিছু বছর পর এই ছবিগুলো অমূল্য রত্ন হিসেবে টিকে থাকবে।

সবজান্তা এর ছবি

জোস ! ম্যান, ফাটায়া ফেলছো পুরা। তোমার ক্যামেরার দাম তো শুধু এই স্লাইডশোতেই উসুল হয়ে গেছে !

মেহদী হাসান খান এর ছবি

টেকাটুকা তো পাইলাম না দেঁতো হাসি

মুস্তাফিজ এর ছবি

ফাটাফাটি।

...........................
Every Picture Tells a Story

আয়নামতি এর ছবি

দশ কাজের এক কাজ করেছেন ভাইয়া!

সুজন চৌধুরী এর ছবি
স্যাম এর ছবি

অসাধারণ! অসাধারণ! অসাধারণ! গুরু গুরু

তমসা  এর ছবি

এই পোস্টটার কোনো ছবি আমি দেখতে পাচ্ছিনা।

মেহদী হাসান খান এর ছবি

ফ্লাশ প্লেয়ার থাকতে হবে। পিসিতে ফ্লাশ প্লেয়ার ইন্সটল করা না থাকলে অথবা আইফোন/আইপ্যাডে দেখতে চাইলে সরাসরি ফ্লিকারের সেটটায় গিয়ে দেখতে পারেন: https://www.flickr.com/photos/mehdihasan/sets/72157632725385489/

রু এর ছবি

দারুন কাজ করেছেন।

দুষ্ট বালিকা এর ছবি

ক্যামেরার দাম উশুল হয়ে গেছে মেহদী ভাই!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তানিম এহসান এর ছবি

হাততালি গুরু গুরু গুরু গুরু

রাব্বানী এর ছবি

চলুক

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

সাবটাইটেলসহ এর একটা ভার্সান চাই।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মেহদী হাসান খান এর ছবি

আজকে টাইটেলগুলো বসিয়ে ফেলব পাণ্ডবদা। এরপর স্লাইড শোর উপরে ‌Show info সিলেক্ট করলেই লেখা দেখাবে।

ইংরেজি করতে হলে মনে হয় আমাকে দিয়ে হবে না। "গোলাম আজম মামু, ছিল্লা লবণ লাগামু" এটার ট্রান্সলেশন কি? চিন্তিত

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

দারুন ছবি! দরুন কাজ!!
চলুক হাততালি গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু ।।। এইটা নিয়া একটা পূর্নাঙ্গ লেখা চাই। (স্বপ্নীল সমন্যামবিউলিসট)

মানিক মনিরুল এর ছবি

চলুক

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অসাধারণ! গুরু গুরু

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

রংতুলি এর ছবি

চলুক চলুক

নীপবন এর ছবি

গুরু গুরু

মেহদী হাসান খান এর ছবি

‌ধৈর্য ধরে এত লম্বা একটা স্লাইড দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের মন্তব্যগুলো পেয়ে কষ্টটা সার্থক মনে হচ্ছে এখন হাসি

আনন্দী কল্যাণ এর ছবি

অসাধারণ আর জরুরি একটা কাজ।

zahidur rahman faisal এর ছবি

ফাটা-ফাটি মেহেদি ভাই !! চালিয়ে যান____ উত্তম জাঝা!

কড়িকাঠুরে এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।