গেরিলা যুদ্ধের রীতি ও কৌশল :
১. শত্রুকে চমকে দেওয়া ও প্রতারণা করা- গেরিলার জন্য সবচেয়ে বড় অস্ত্র কৌশল- শত্রুকে হঠাত চমকে দেওয়া। শত্রু অধিকৃত এলাকায় স্বল্পসংখক লোকবল ও অস্ত্রবল নিয়ে কাজ করতে হয়, সুতরাং শত্রুকে আচমকা আঘাত না হানলে শত্রু প্রস্তুতি নিয়ে উল্টো আঘাত হেনে অবাঞ্ছিত পরিমান ক্ষতিসাধন করতে পারে। অতএব এ ধরণের চমকে দেওয়ার জন্য গেরিলারা নিম্নলিখিত উপায়ে কাজ করবে :
ক. শত্রু যেখানে তোমার আঘাতের আশঙ্কা করে না সেখানে আঘাত করো
খ. একইস্থানে বারবার কাজ করবে না, এতে শত্রু সাবধান হয়ে আটঘাট বেঁধে আঘাত প্রতিহত করবে
গ. রাতের অন্ধকারে কাজ করবে
ঘ. তোমার কাজের কোনো নিয়মিত পদ্ধতি হবে না, এ প্রক্রিয়া পরিবর্তন করবে
ঙ. কঠিন সাবধানতা অবলম্বন করবে
২. সাবধানতা- বেঁচে থাকা গেরিলার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এমন কোনো কাজ করবে না যাতে তোমার অস্তিত্বের আশংকা দেখা দেয়। সর্বক্ষণ জাগ্রত দৃষ্টি রাখবে যাতে শত্রু তোমাকে আচমকা আঘাত না করতে পারে
৩. গতিশীলতা- নিয়মিত যুদ্ধে সৈনিকের যেসব যানবাহনের সুযোগ থাকে, গেরিলাদের তা থাকে না। এই জন্য গেরিলাদের ততপরতা এমন সব স্থানে করতে হবে যেখানে নিয়মিত সৈনিকের আধুনিক যানবাহন পৌঁছানো সম্ভব নয়। গেরিলা গতিশীলতার জন্য প্রয়োজন :
ক. ধাঁধার জন্য
খ. চমকে দেওয়ার জন্য
গতিশীলতার জন্য গেরিলা:
গ. শারীরিকভাবে হালকা হবে
ঘ. বাহ্যিক ও মানসিক দিক থেকে দৃঢ় হবে
ঙ. চিন্তাশীল ও ভালো পরিকল্পনাবিদ হবে
৪. আক্রমণ- গেরিলা সর্বদা আক্রমণে উদ্যোগী হবে। যদি কোথাও শত্রু আক্রমণ করে তবে যথাসম্ভব সম্মুখযুদ্ধ এড়িয়ে যেতে হবে।
৫. চেতনা- গেরিলার চেতনা ও উদ্যম সর্বোচ্চ স্তরের হওয়া চাই। তাদের মনোভাব এমন হবে যে, তারা সবাই একই পরিবারের লোক, একই আদর্শ বা কারণের জন্য যুদ্ধরত। সাথীকে বিপদে ফেলে গেরিলা কথনো পালায় না।
৬. নিয়মানুবর্তিতা- গেরিলার শৃংখলা সর্বোচ্চ স্তরের হবে। নিজের জীবন বিপন্ন করেও গেরিলা তার দলপতির নির্দেশ মানে। (চলবে)
মন্তব্য
পড়ছি
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পড়ছি, জানালাম।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
সমস্যা হলো এই ধরনের ম্যানুয়াল আরবিতে লেখা থাকলে স্কটল্যান্ড ইয়ার্ড খবর করে দিতো। বাংলাটা যদি ঠিকঠাক না পড়তে পারে আর ভাবে এই ম্যানুয়ালটার সাথে লাদেনের যোগ আছে তাহলেও কিন্তু জটিলতা হতে পারে।
গ্লাসগো এয়ারপোর্টে সাম্প্রতিক গাড়ি হামলার সাথে জড়িত ৫ জন ডাক্তারকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। সুতরাং ডাক্তারের সূত্র থেকেও একটা সন্দেহ তৈরি হয়ে যায়।
সুতরাং অমি রহমান পিয়াল, মুক্তিযুদ্ধ কথাটা শিরোনামে বসায়া দিলে ভালো হয়। আরেকটা কথা, আপনার এই গেরিলা ট্রেনিং কিন্তু এখন কাজে লাগবো বেশি হজি-দের। খিয়াল কইরা।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ধন্যবাদ
..................................
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
পিয়াল ভাই ছদ্মবেশে লিখুন। ধরা খাইলে গুয়ানতানামো!![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হ কিউবা যাওয়ার অনেকদিন শখ আমার
..................................
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
গোয়ান্তামো আর কিউবার মাঝে কি ফারাক তাকি বুঝেন বড়ভাই।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পিয়াল ভাই গুয়ানতানামোতে যাওয়ার আগে একবার আওয়াজ দিয়েন। আমি আর হযু ভাই ফ্লোরিডার কর্ণারে দাড়ায় আপনারে শুভেচ্ছা দিব।
__________________________________
Little by Little
the
Night Turns Around...
দাউদাউ নাপামের মধ্যে তুমি হেঁটে যাও
উদ্যত একাকী জনশূন্য জনপদে
উজ্জ্বল এক চিতা
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
খুব চেনা লাগলো লাইনগুলি হা. মো.। পিয়াল ভাই চলুক।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
সৈয়দ হকের 'গেরিলা'
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন