একটু আগে ফোন এলো রেডিও টুডে থেকে। একটা এসএমএস কনটেস্টে অংশ নিয়েছিলাম। নিউলি ম্যারেড কাপলদের জন্য মারভেলনের স্পন্সরে। বিষয় হ্যাপি কাপল আমার এসএমএস টা ছিল : Its like a exciting book with a romantic cover, passionate scent, every word unknown, every sentence unpredictable and u cant live without reading it.
পুরস্কার দু-দিন দু-রাতের জন্য কক্সবাজারে হানিমুন প্যাকেজ। জটিল মানে জটিল।
মন্তব্য
আজ মদিনার ঘরে ঘরে আনন্দ, বাতাসে আতর গোলাপের সুবাস..
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
কনগ্রট্যাস !! এইন্জেল ড্রপে ভাল সময় কাটুক সূর্যাস্ত দেখে
সবাই দেখি অ্যানজেল ড্রপের পাগল!! আমিও বউ নিয়ে ওইখানেই গেছিলাম। পরে দেখি কনফু আর প্রজাপতি গিয়া উঠছে।
__________
কি মাঝি? ডরাইলা?
কনগ্রট্যাস !!
___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"
অভিনন্দন!!!
অভিনন্দন
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আররে জট্টিল!!!
কংগ্র্যাটস্, বস্!
কবে যাচ্ছেন?
'খুব, আপনি জিতসেন -
তাই খুশিতে বাংলাদেশ.....!'
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
পুরস্কার মোবারক!
আবার লিখবো হয়তো কোন দিন
মাশীদের লগে অ্যাড করি,
"ছাগু করলে লীলাখেলা,
রাগু করলে পাপ !!
কিছু কইলে এ-টিমের,
মুখটা খারাপ।"
হা হা হা!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
জটিল মানে জটিলসসস!!!!!!
এই উপলক্ষ্যে পার্টি অফার করেন শিগগির।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
অভিনন্দন।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
লেখার ক্ষমতা দেখেন।এক লাইন লিইখা দুই রাত ফ্রি।একটা বই লিখলে না জানি কি পাইতেন।
অভিনন্দন ফ্রম উকিল বাপ।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
হে হে হে আমিও আরিফ ভাইয়ের সাথে একমত। একটা বই লিখে ফেলান।
অভিনন্দন আ র পি বস। কি কি মজা করলেন জানাইয়েন
__________________________________
ত্রসরেণু অরণ্যে
_____________________________
টুইটার
অভিনন্দন
-------------------------------------------------
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥
অচেনা, হেবভী হইছে
-------------------------------------------------
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥
কনগ্র্যাটস! জটিল মানে জটিল!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
দেঁতো হাসি
..................................
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
আরিফের কথা আমিও কই। দুই লাইনে দুই রাত।
পুরা বই হইলে কি হইতো?
শুভেচ্ছা।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আমার মনে হয় সী-ক্রাউনে একটা রুম নিয়া অ্যাঞ্জেল ড্রপ'এ গিয়া এক কাপ কফি নিয়া সারাদিন বইসা থাকন যায় এই টাইমে। চাইরদিকে সামুদ্রিক বৃষ্টির তোড়...লগে গীটারটা লইতে ভুইলনে না।
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
ভাস্করদা রে একশ ভোট!
পিয়াল ভাই, অবশ্যই সী ক্রাউনে উঠবেন! জটিল জায়গা! আর এঞ্জেল ড্রপে গিয়া চা খাইবেন মাস্ট।
অনেক শুভেচ্ছা আপনাদের দুইজনকেই! অনেক ভাল সময় কাটান।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
হিংসা হচ্ছে।
যান ছেড়ে দিলাম এবারের মত।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
সেইদিনের মতো আবার জিগাই, সাঁতার জানেন তো দুইজনেই? নাইলে জ্যাকেট পাঠাই।
অভিনন্দন বস। হ্যাভ অ্যা নাইস ট্রিপ।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
এক্কেবারে ডোর লক !
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আরে করসেন কী?!!
হাঁটুপানির জলদস্যু
আমিও তাই কই, জিনিসটা কি। আমি সেখানে গেছি ১০ বছর আগে, নতুন কিছুর কথা তাই জানি না
..................................
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
অভিনন্দন!!!
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
ছবি দিলাম কিছু। রাতে তোলা, ভাল আসে নাই। তবু দেইখেন।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
সী ক্রাউনের সামনে রাস্তার পারেই সমুদ্র আছড়াইয়া পরে এই সময়টাতে। বালির বস্তার উপরে বইসা রাতভর...তয় কোন বার নাই এই হোটেলের...তয় যাওনের টাইমে আমার থেইকা একটা ফোন নাম্বার নিয়া যাইতে পারেন যদি দোচুয়ানি পানে আগ্রহ থাকে। আমার রাখাইন বন্ধু বাতু আপনেরে সহযোগিতা করতে পারবো।
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
অভিনন্দন
দৃশা
ইশ! কি জটিল মজা! আমি রেডিওতে শুনেছিলাম এই কনটেস্টের কথা, একলা ছিলাম, শুনে রেডিও বন্ধ করে দিসিলাম মনের দুঃখে।
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
কংগ্র্যাটস ম্যান।
ছবি দিয়েন। কক্সবাজার কোনদিন যাই নাই, এইটা একটা দুঃখ।
ফটুক পোস্ট দিয়েন ..
দুধের স্বাদ ঘোলে মিটাবো ....
অভিনন্দন!
লেখতে চাই ..কিন্তু কি লিখবো?
চা, কফি,গিটার, গাঞ্জা সহযোগে মধুচন্দ্রিমা। গ্রিটিংস বড় ভাই।
jekhaanei jaao "jonmojudhdho' update korte hobe. Oboshore,
khub ki beshi chaawa?
MMR Jalal.
“Pheeray Dekhun Ekattor. Ghuray Darak Bangladesh."
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
নতুন মন্তব্য করুন