সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো...২

অমি রহমান পিয়াল এর ছবি
লিখেছেন অমি রহমান পিয়াল (তারিখ: সোম, ১০/০৩/২০০৮ - ৯:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রাসঙ্গিক কিছু কথা : অপারেশন সার্চ লাইট চূড়ান্তকরণ হয়েছিলো সাধারণ একটি নীল রংয়ের প্যাডে (নীলনক্সা হিসেবে ঠিক আছে) সাধারণ একটি কাঠ পেন্সিলে! পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পালন করা সিদ্দিক সালিক তার লেখা উইটনেস টু সারেন্ডারে বর্ণনা দিয়েছেন এর। জেনারেল রাও ফরমান আলী খসড়া করেছিলেন মূল পরিকল্পনাগুলোর। আর এর দ্বিতীয়ভাগ লিখেছেন জেনারেল খাদিম হোসেন রাজা। সেনা বন্টন এবং কোন ব্রিগেড ও ইউনিট কোন অপারেশনের দায়িত্বে থাকবে তারই নির্দেশনামা। পাঁচ পৃষ্ঠাজুড়ে ১৬টি অনুচ্ছেদে পরিকল্পিত এই অপারেশনের মূল লক্ষ্য ছিলো ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস, বর্তমানে বিডিআর) ও পুলিশসহ বাঙালী সেনা সদস্যদের নিরস্ত্র করা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ আওয়ামী লিগ নেতা এবং গুরুত্বপূর্ণ ১৬ জন ব্যক্তির বাসায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার। ২০ মার্চ ফ্ল্যাগস্টাফ হাউজে জেনারেল হামিদ ও লে. জেনারেল টিক্কা খানকে পড়ে শোনানো হয় এই হাতে লেখা পরিকল্পনা। দুজনই তা অনুমোদন করেন। সে অনুযায়ী রাও ফরমান আলীর তত্বাবধানে ব্রিগেডিয়ার জাহানজেব আরবাবের নেতৃত্বাধীন ৫৭ ব্রিগেড ঢাকা ও আশপাশে অপারেশন চালায়, মেজর জেনারেল খাদিম রাজা দেশের বাকি অংশে।

২৫ মার্চ রাত ঠিক সাড়ে ১১টায় রেডিও ট্রান্সমিটারগুলো জীবন্ত হয়ে ওঠে। মূল অপারেশনের সময়সীমা ছিলো রাত একটা (ক্যালেন্ডারের পাতায় ২৬ মার্চ শুরু), তার আগেই টার্গেটের আশেপাশে ইউনিটগুলোর অবস্থান নেওয়ার কথা। তার মধ্যেই প্রেসিডেন্ট ইয়াহিয়ার পশ্চিম পাকিস্তানে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু স্বাধীনতাকামী বাঙালী ছাত্র-জনতা তার আগে থেকেই রাস্তায় প্রতিরোধ গড়ে তুলছিলো, গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ও নানা কিছু দিয়ে রোডব্লক তৈরি করেছিলো তারা। গোয়েন্দাসূত্রের এই খবরেই সাড়ে ১১টায় সবগুলো ইউনিটই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করে।

ঢাকার এই অপারেশনে বিভিন্ন দায়িত্বে ছিলো :
১৩ ফ্রন্টিয়ার ফোর্স : ঢাকা সেনানিবাস আক্রান্ত হলে সেটা সামাল দিতে রিজার্ভ হিসেবে রাখা হয়েছিলো তাদের।
৪৩ লাইট অ্যান্টি এয়ারক্রাফট রেজিমেন্ট : তেজগাঁ বিমানবন্দরের দায়িত্বে
২২ বেলুচ : পিলখানায় ইপিআরদের নিরস্ত্রিকরণ ও তাদের ওয়ারলেস এক্সচেঞ্জ দখলের দায়িত্বে।
৩২ পাঞ্জাব : রাজারবাগ পুলিশ লাইনের দায়িত্বে
১৮ পাঞ্জাব : নবাবপুরসহ পুরান ঢাকার হিন্দু অধ্যুষিত এলাকাগুলোর দায়িত্বে
১৮ পাঞ্জাব, ২২ বেলুচ ও ৩২ পাঞ্জাবের একটি করে কোম্পানির সমন্বয়ে যৌথ ইউনিট ইকবাল হল ও জগন্নাথ হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছিল
স্পেশাল সার্ভিস গ্র“পের একদল কমান্ডোর দায়িত্ব ছিলো শেখ মুজিবকে (কলসাইন : মেইন বার্ড) জীবিত গ্রেপ্তার করা। এক স্কোয়াড্রন এম-২৪ ট্যাঙ্ক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলো। এছাড়া সেকেন্ড ক্যাপিটাল (শেরেবাংলা নগর/সংসদভবন এলাকা) এবং মীরপুর ও মোহাম্মদপুরের বিহারী অধ্যুষিত এলাকায় দায়িত্বরত ছিলো ফিল্ড রেজিমেন্ট।

কিছু কলসাইন জেনে রাখলে সুবিধা হবে পাঠকদের : ৮৮, ৪১, ২৬, ৫৫ এসব হচ্ছে দায়িত্বরত ইউনিটগুলোর পরিচিতি সংকেত। কথা বলার আগে কোন ইউনিট কথা বলছে তারই পরিচয় দিতে সংখ্যাটা বলেছে তারা। একইভাবে কোনো নির্দিষ্ট ইউনিট যখন অন্য কোনো ইউনিটের সঙ্গে কথা বলতে চাইছে তখন সে সেটা উল্লেখ করছে, যেমন ৮৮কে ৯৯। রজার মানে বোঝা গেছে, লাউড অ্যান্ড ক্লিয়ার মানে পরিষ্কার বোঝা গেছে, উইলকো মানে উইল কমপ্লাই/হুকুম তামিল হবে, ওভার মানে বাক্য শেষ, আউট টু ইউ মানে তোমার সঙ্গে কথা শেষ, ইমাম হচ্ছে কমান্ডিং অফিসার, মারখোর এডজুটেন্ট/কমান্ডিং অফিসারের স্টাফ অফিসার। কন্ট্রোল হচ্ছে রেজিমেন্ট কন্ট্রোল রুম। আবারও বলছি, বার্তা বিনিময়ের মধ্যে বিরতি ছিলো, তাই প্রতিটি লাইনকে ধারাবাহিক ধরে নেওয়া উচিত হবে না।

আগের অংশের পর :

: কমিশনার অফিসে আমাদের এখান থেকে পুরানো পল্টন এলাকায় প্রচুর আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এটা কি হেড অফিস নাকি অন্য কোনো জায়গা? ওভার।
: ৯৯কে ২৬। ২০০০ (এরিয়া টু থাউজেন্ড/রাজারবাগ পুলিশ লাইন) আগুন জ্বলছে। আবার বলছি ২০০০ জ্বলছে। ওভার।
: ৮৮কে ৯৯। পিপলস ডেইলির (হোটেল ইন্টারকনের/এখন শেরাটন উল্টোদিকে অবস্থিত পত্রিকা অফিস) কি অবস্থা?
: ৯৯কে ২৬। উড়িয়ে দেওয়া হয়েছে (ব্লাসটেড)। আবার বলছি, উড়িয়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় আমাদের দুজনকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পাঠিয়ে দেওয়া হয়েছে, আরও দুজন অল্প আঘাত পেয়েছে। ওভার।
: ২৬কে ৯৯, প্রতিপক্ষের ক্ষয়ক্ষতির কোনো আন্দাজ? ওভার।
: ২৬, না। এই মুহূর্তে অনুমান করা কঠিন। লক্ষ্যবস্তুগুলোতে আগুন জ্বলছে অথবা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। ওভার।
: ২৬কে ৯৯, পুলিশ লাইনেরও ব্যবস্থা নেওয়া হয়ে গেছে? ওভার।
: ৯৯কে ২৬। হ্যাঁ বলেছি, দুই হাজার, পুলিশ লাইন জ্বলছে। ওভার।
: ২৬কে ৯৯। দারুণ দেখিয়েছো। আউট।
: ৫৫। লাউড অ্যান্ড ক্লিয়ার। ওভার।
: ৫৫, মারখোর শুনছে। পাঠাও। ওভার।
: ৫৫, বার্তা পাঠাও। ওভার।
: ৫৫ আপনি কল করেছিলেন। মেসেজ পাঠান। মারখোর শুনছেন (উর্দু)। ৫৫, আপনার মেসেজ পাঠান। ওভার।
: ৫৫....
: ৫৫, আবার বলেন। ওভার।
: ৫৫....
: ৮৮কে ২৬। অগ্রগতি জানাও। ওভার।
: ৫৫। রজার। এদের সঙ্গে ঠিক কোথায় যোগাযোগ হয়েছিলো? ওভার।
: ৮৮কে ২৬। আপনার কথা ভেঙে ভেঙে আসছে আর জগন্নাথের ব্যাপারে অগ্রগতি জানান, জগন্নাথের ব্যাপারে (উর্দু)। ওভার
: .... আপনার কাছে রিপোর্ট করবে।
:৮৮কে ২৬। রজার। আউট।
: ৫৫। আমি আবার বলছি, আমাদের.... সামনে একটা রোড ব্লক ছিলো আর আমরা সেটা সরাচ্ছি, আর... ... ... আদার এলিমেন্টস। ওভার।
: ৫৫। জলি গুড শো (দারুণ দেখিয়েছো)। তোমার এলিমেন্টগুলো (সম্ভবত সাপোর্টিং আর্টিলারির কথা বলা হয়েছে) ২৬ এ পাঠানোর কথা। তবে তারা বেশি কাজে আসবে ৮৮র, যারা এই মুহূর্তে বেশ ঝামেলায় পড়েছে। আসতে থাকো। আউট।
: ৫৫। রি-নেট (ট্রান্সমিটার সেট করার নির্দেশ)। আপনার সেটের নেটিং চেক করুন। বোঝা যাচ্ছে না আপনি কি বলছেন (উর্দু)। ৫৫, ৫৫, ৫৫, ৫৫... নেটিং কল। নেট নাও। নেটিং কল এন্ডস।
: ৫৫। আমার কথা শোনা যায়? ওভার।
: ৫৫, ৫৬ ... ... ওভার।
: ৫৫, এখনো শিসের মতো শব্দ হচ্ছে। ট্রান্সমিটার আবার নেট করো (উর্দু)। ৫৫, ৫৫, ৫৫, ৫৫। হিয়ার নেটিং কল। নেট নাও। নেটিং কল এন্ডস।
: ৫৫। আমার কথা শোনা যায়? ওভার।
: ৫৫... ...।
: ৫৫। রজার। মাইক একটু দূরে রেখে কথা বলুন (উর্দু)। ৫৫, আর কিছু না। আউট।
: মেসেজ। ওভার।
: ৮৮কে ২৬, ৮৮কে ২৬, মেসেজ। ওভার।
: ২৬কে ৮৮। আমরা যাচ্ছি...
: ৮৮কে ২৬। জগন্নাথের অগ্রগতি জানাও, আবার বলছি, জগন্নাথ। ওভার।
: ২৬কে ৮৮। আমার ইমাম যাচ্ছেন।
: ৮৮কে ২৬। রজার আউট।
: মারখোরকে মারখোর। ওভার।
: ১৬। অপেক্ষা করো। আউট।
: ওদিকের ক্ষয়ক্ষতি কেমন? ওভার।
: ১৬... ... চারজন নিহত।
: রজার। আহতদের যথার্থ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে?
: ... ... ... ইপিআর হাসপাতাল। ওভার।
: ১৬। খুব ভালো। আউট টু ইউ। হ্যালো ২৬, হ্যালো ২৬, হ্যালো ২৬, মেসেজ। ওভার।
: ৫৫। অবস্থান জানাও। ওভার।
: ৫৫। অবস্থান জানাও। ওভার।
: ৫৫, আমি ফার্মগেটের কাছাকাছি আর এখন বিস্ফোরক ও অন্যান্য জিনিস দিয়ে রোড ব্লক সরাচ্ছি। আমরা এখনও আগের জায়গাতেই আছি। ওভার।
: ৫৫। রজার। আশা করি কেউ তোমাদের বিরুদ্ধে লাগার সাহস করেনি। ওভার।
: ৫৫। আমরা চারদিকে চিতা (কমান্ডো দল) ছড়িয়ে দিয়েছি। এখন পর্যন্ত নেতিবাচক। ওভার।
: ৫৫। রজার। (বুল)ডোজার এবং অন্যান্য উদ্ধার সরঞ্জাম আছে তোমার সঙ্গে? ওভার।
: ৫৫। হ্যা, ডোজার এখন সামনে জায়গামতো যাচ্ছে সরাতে... ... ... শক্তি দিয়ে। আর এরাও আমাদের বেশ সাহায্য করছে। ওভার।
কন্ট্রোল: ৫৫। বেশ দারুণ। আসতে থাকো। আমরা এখন এই মূলভবনের এলাকায়। তুমি চেষ্টা করে দেখো রাস্তাগুলোর অপ্রয়োজনীয় ক্ষতি এড়িয়ে যেতে। আউট।
: .... ওভার।
: ৭৭কে..., ৭৭কে ১৬, মেসেজ। ওভার।
: ১৬, মারখোরকে দিন। ওভার।
: ১৬, মারখোরকে দিন। ওভার।
: ১৬ ...
: ১৬, আগে যেভাবে বলা হয়েছিলো, তোমার আসল দলের (অরিজিনাল ফোর্স) ইমাম প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে এবং আনুষঙ্গিক কি কি করতে হবে সেগুলো বের করে সে অনুযায়ী সাজাবে। ভোর না হওয়া পর্যন্ত কিংবা তোমাদের ওখানের ইমাম না আসা পর্যন্ত যেমন ছিলে সেভাবেই থাকতে বলা হচ্ছে।
: ১৬, উইলকো। আউট।
: ... ইমামের জন্য। ওভার।
: ... অপেক্ষা করো। ওভার।
: ইমাম শুনছেন। মেসেজ পাঠাও। ওভার।
: ৪১, তোমার এলাকায় ফিজিকাল ট্রেনিং ইনস্টিটিউট (মোহাম্মদপুর, এখানেই পরে আল-বদর হেডকোয়ার্টার স্থাপিত হয়) এবং পুলিশ স্টেশনগুলোর অবস্থা জানাও। ওভার।
: ৪১। ফিজিকাল ট্রেনিং ইনস্টিটিউট ভালোভাবে তল্লাশী করা হয়নি, তবে আমরা সেখানে সশস্ত্র সেনা মোতায়েন করেছি। এই এলাকায় কোনো পুলিশ স্টেশন নেই। ওভার।
: ৪১। ধন্যবাদ। আউট।
: ৪১। আমাদের এখানে অনেকগুলো লোক আছে যারা বেশ কিছু রোড ব্লক দিয়েছিলো, এদের ধরা হয়েছে এবং সেগুলো পরিষ্কার করতে কাজে লাগানো হয়েছে। ওদের কি আপনার কাছে নিয়ে যেতে হবে, নাকি খতম করে দেবো (বন্দী হিসেবে পাঠিয়ে দেবো না মেরে ফেলবো)? ওভার।
: ৪১, শ্রমের দারুণ ব্যবহার করেছো দেখছি। আপাতত এদের ব্যবহার করতে থাকো আর যতক্ষণ পর্যন্ত ইমামের কাছ থেকে নির্দেশ না পাচ্ছি ততক্ষণ আটকে রাখো। তারপর পরিস্থিতি বুঝে হয় তোমরা তাদের খালাস করবে নয়তো আমাদেরকে পাঠাবে। ওভার।
: ৪১। রজার। আউট।
: ৮৮। মেসেজ। ওভার।
: ৮৮, মেসেজ পাঠাও। ওভার।
: ৮৮, রোমিও সিয়েরা ইউনিফর্মের (রিভেরাইন ইউনিট- ইনফ্যান্ট্রির যে দলটি নদীর তীর পাহারা দেয়) সঙ্গে আপনার এক এলিমেন্ট (সেনা কর্মকর্তা) আছে তার মাধ্যমে জিজ্ঞেস করুন তো রোমিও সিয়েরা ইউনিফোর্ম পানিতে টহল দিচ্ছে কি না (উর্দু)। ওভার।
: ৮৮। রজার। ওভার।
: ৮৮, আউট।
: ... স্রেফ মনে করিয়ে দিতে চেয়েছি যে রোমিও সিয়েরা ইউনিফর্মের সঙ্গে থাকা আপনার এলিমেন্টের উচিত হবে তাদেরকে নৌকায় করে টহল দিতে বলা (ক্যারি আউট প্যাট্রলিং ইন দ্য রিভার বোটস)। ইমামের সঙ্গে আলোচনা অনুযায়ী নদীতে টহল শুরু করুন। ওভার।
: ৮৮, আমরা এরমধ্যেই তা শুরু করে দিয়েছি, আবার বলছি, আমরা ইতিমধ্যে তা শুরু করে দিয়েছি। ওভার।
: ৮৮... আমি তার কাছে পুরাটা দিচ্ছি
: ৮৮, খুব ভালো। চালিয়ে যাও। আউট।
: হ্যালো ২৬। ওভার।
: ২৬। পাঠাও। ওভার।
: তোমরা কি ডেইলি পিপল থেকে গুরুত্বপূর্ণ কাউকে আটকাতে পেরেছো? ওভার।
: ২৬ না, নেগেটিভ। তবে আমাদের সৈন্যরা অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ লোকের খোঁজে গেছে আর আমরা তাদের অগ্রগতি জানতে অপেক্ষা করছি। ওভার।
কন্ট্রোল: ২৬। রজার। আলফা লিমার (আওয়ামী লিগ) কার্যালয় কি দখল হয়েছে? ওভার।
: ২৬। না। ভোর বেলা ব্যবস্থা নেওয়া হবে। ওভার।
: ২৬। রজার। তাহলে হয়তো সেখানকার বাসিন্দারা সব রেকর্ড বা কাগজপত্র এর মধ্যেই পুড়িয়ে বা নষ্ট করে ফেলেছে। তারপরও তোমরা তোমাদের পরিকল্পনামতোই এগোতে থাকো আর তোমাদের অগ্রগতি খুবই চমতকার হচ্ছে। ছোটখাটো যাই ঘটুক না কেনো আমাদের জানিও। ওভার।
: হ্যালো ৯৯, ৯৯। মারখোর। ছোটাকে দিন। ওভার।
: ৯৯, অপেক্ষা করো। আউট।
: মেসেজ পাঠান, ওভার।
: আউট টু ইউ, হ্যালো ২৬, ২৬, ৭৭ থেকে মেসেজ, মারখোরকে জানান যে ইমাম বলেছেন, ভোরের আলো ফোটার আগেই যত লাশ আছে সব যেন সরিয়ে ফেলা হয়; বাকি সবাইকে এটা বলে দাও (উর্দু)। ওভার।
(চলবে)


মন্তব্য

অমিত এর ছবি

ঘটনাগুলা যেন চোখের সামনে দেখতে পাই।
দূর্দান্ত

হিমু এর ছবি

রোমিও সিয়েরা ইউনিফর্ম হচ্ছে RSU। রিভার সিকিউরিটি ইউনিট হতে পারে কি?


হাঁটুপানির জলদস্যু

অমি রহমান পিয়াল এর ছবি

ধন্যবাদ হিমু। কাল সকালে মেজর জেনারেল আইনুদ্দিনের সঙ্গে এপোয়েন্টমেন্ট করেছি। অনেক বিষয়ই আশাকরি পরিষ্কার হয়ে যাবে।


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

অছ্যুৎ বলাই এর ছবি

কন্ট্রোল: ৫৫। বেশ দারুণ। আসতে থাকো। আমরা এখন এই মূলভবনের এলাকায়। তুমি চেষ্টা করে দেখো রাস্তাগুলোর অপ্রয়োজনীয় ক্ষতি এড়িয়ে যেতে।

পাকিস্তান সেনাবাহিনী দেশপ্রেমিক ছিল, দেশের সম্পদের ওপর তাদের কত টান - রাজাকাররা তাইলে মিছা কয় না।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমি রহমান পিয়াল এর ছবি

৫৫ সম্ভবত স্পেশাল সার্ভিস ফোর্সের কমান্ডো ইউনিট। শেখ মুজিবকে গ্রেপ্তার করতে যাচ্ছিলো তারা।


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

অছ্যুৎ বলাই এর ছবি

হুম। তাইলে ফেরার পথে ভাঙ্গা রাস্তায় শেখ মুজিবের যেন ঝাঁকিতে কোনো কষ্ট না হয়, সেজন্যই এত সতর্কতা। - এ থেকে বুঝা গেলো, শুধু দ্বীনদরদী রাজাকার ভাইয়েরা নয়, এমনকি পাকিস্তান সেনাবাহিনীও স্বাধীনতার পক্ষে মুজিবকে সাপোর্ট দিচ্ছিলো। চোখ টিপি

----
জামায়াতি লাইনে চিন্তা করতেছি। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

ঠিকাছে দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শিক্ষানবিস এর ছবি

আসলেই চোখের সামনে ভাসছে সব কিছু। চালিয়ে যান।

---------------------------------
মুহাম্মদ

জ্বিনের বাদশা এর ছবি

ইতিহাস জ্বলজ্বল করছে ,,,চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুহম্মদ জুবায়ের এর ছবি

ইমাম বলেছেন, ভোরের আলো ফোটার আগেই যত লাশ আছে সব যেন সরিয়ে ফেলা হয়

কে বলে ৭১-এ গণহত্যা হয়েছিলো?!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মাহবুব লীলেন এর ছবি

গ্রেট
চলুক

অতিথি লেখক এর ছবি

অসাধারণ ইনফরমেশন
এই ইনফরমেশনগুলো কি শুধু এখানেই থাকবে? নাকি কোনো বই আকারে প্রকাশ হবে?
আমার মনে হয় এই লেখাগুলোকে নিয়ে একটা বই করা যেতে পারে

ক্যামেলিয়া আলম

ঝরাপাতা এর ছবি

অনেক পরিশ্রম হচ্ছে সন্দেহ নেই। তবে কাজটা অতুলনীয়। স্যালুট বস।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গ্রেট , পিয়াল ভাই ।
চলুক

বিপ্লব রহমান এর ছবি

ইমাম বলেছেন, ভোরের আলো ফোটার আগেই যত লাশ আছে সব যেন সরিয়ে ফেলা হয়; বাকি সবাইকে এটা বলে দাও (উর্দু)। ওভার।

এই মৃত্যূ উপত্যকাই আমার দেশ!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।