জল পড়ে, পাতা নড়ে...

অমি রহমান পিয়াল এর ছবি
লিখেছেন অমি রহমান পিয়াল (তারিখ: রবি, ১৫/০৭/২০০৭ - ১০:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

(বাইরে ধুম বৃষ্টি। ফোন কইরা জানলাম তাগো সেদিকে শুকনা খটখটা, তয় বাতাস ভিজা। মনডা উদাস, ভীষণ উদাস)

বিয়ের পর আমার বউ দুটো জিনিস সঙ্গে এনেছে। অ্যালার্জি তার একটা। ডিম-গরু-চিংড়ি-ইলিশ বন্ধ। খেলেই হাত, পা কিংবা মুখের কোনো এক জায়গা লালচে ঢোল। তারপর ঘ্যাস ঘ্যাস চুলকাও। সে এক অসহনীয় দৃশ্য। নানা ধরনের এমবার্গোতে কাজ হয় না। জ্বালাটা সইতে হয় প্রতিদিন।

দ্বিতীয় যেটা, সেটা ক-ট-ঠিন। নিজের তো আছেই আমাকেও ধরিয়ে দিয়েছে। জীবনে যা হয়নি, সে রোগেই এখন ভুগছি। এখানেও ঘ্যাসঘ্যাস। ডান হাতের বৃদ্ধা বাদে বাকি চারটিই দিনমান ব্যস্ত। মা সেদিন আচড়ে দিলেন। গুনে দেখলাম ৮টা। তাজা তাজা উকুন। আই আম ডেড। ইমারে বললাম সে নিদান দিল ইংলিশ শ্যাম্পুর। পরপর তিনদিন মাখতে হবে।

আজ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। কোপা আমেরিকার ফাইনাল। রাত তিনটা থেকে পাচটা। অফিসে থাকতে হবে, ম্যাচ রিপোর্ট লিখে, ওয়েবে আপলোড করে বাড়ি। পুরষ্কার কাল ছুটি। বউ শ্বশুর বাড়ি। শ্বাশুড়ি অসুস্থ্য হয়ে হাসপাতাল, সে গেছে ছুটে। কাল নিয়ে আসব। এদিকে বিরহ সইছে না। একটু পরপর ফোন করি। বিরক্ত হয়ে গেছে। বাংলালিংকের বোনাস মিনিটের দোহাইয়েও কাজ হচ্ছে না। এতদিন পাশাপাশি থাকি, তেমন কথা হয় নাই এখন মনে হয়। নইলে এত কথা জমেছিল কই।
খুব মিস করছি তারে। উকুন কামড়াচ্ছে। চুলকাতে ইচ্ছে করছে না। থাক। বউয়ের মাথা সূত্রে কুটুম্বই তো।


মন্তব্য

??? এর ছবি

বউয়ের মাথা সূত্রে কুটুম্বই তো।
লা জবাব! হাসি

হিমু এর ছবি

এ উকুন বিরহেরই দূত। মেঘদূতমএর মতো, উৎকুনদূতম! চুলকে যান।


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সংসার জীবনের সুখ-দু:খের গল্প।

নজমুল আলবাব এর ছবি

চুলকে যান বড় ভাই শয়তানী হাসি

হাসিব এর ছবি

ঘ্যাসঘ্যাসঘ্যাস


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

মুহম্মদ জুবায়ের এর ছবি

পিঠ চুলকানো পর্যন্ত রাজি, মাথা চুলকে দিতে বললে নেই। বউ ফিরলে মাথাটা তার কাছে জমা দিয়ে দেবেন। কুটুম্বদের পরিচর্যার দায়িত্বসহ।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অমি রহমান পিয়াল এর ছবি

হাহাহাহা, জুবায়ের ভাই। দারুণ কইছেন
..................................

তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হাসি

সৌরভ এর ছবি

ওইগুলান আসলে বউ এর গুপ্তচর, বউ না থাকলে নয়া জামাইরে যাতে চউখে চউখে রাখে, সেই জন্যি।


আবার লিখবো হয়তো কোন দিন

অমিত আহমেদ এর ছবি
আরিফ জেবতিক এর ছবি

মাথা চুলকানির বৈঠকখানা?

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

ভাস্কর এর ছবি

বর্ণনায় মোহিত!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

নিঘাত তিথি এর ছবি

বউয়ের মাথা সূত্রে কুটুম্বই তো।

জটিল অবস্থা! হাসি

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

মাশীদ এর ছবি

জোশ ভাইজান!
মাথাসূত্রে কুটুম্ব যখন তাদের ঠিকমতো খেদমত কইরেন।
আপনার মাথায়ও ক্যামনে উকুন হয় এইটা একখান আজিব ঘটনা।
পোস্টটা কঠিন।
ভাল থাইকেন।
বিরহকাল শুভ হোক।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

উৎস এর ছবি

কে জানি বলছিলো আপনি টাকলু, তাহলে উকুনে ভয় কি?

তিমুর এর ছবি

এইটা কিন্তু বাড়াবাড়ি হইতেছে অমি ভাই!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।