বীরাঙ্গনা

অমি রহমান পিয়াল এর ছবি
লিখেছেন অমি রহমান পিয়াল (তারিখ: শনি, ২১/০৭/২০০৭ - ৯:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

হিমু কয়েকদিন ধরেই গুতোচ্ছে। সামহোয়ারের আমার বীরাঙ্গনাদের নিয়ে সিরিজটা সচলায়তনে স্থানান্তর করতে। সামহোয়ারের লেখা সচলে আনতে ক্যানো জানি ভালো লাগে না। আমি সচলে যা লিখি, সামহোয়ারে তা দিই না। যাই হোক, ব্যাপারটা ভেবে দেখছি। সামহোয়ারে কিছু ভিডিও পোস্ট করেছি। সচলে সেগুলো নিয়ে আসছি, লেখাটাও দেবো। বীরাঙ্গনা দিয়েই শুরু করলাম।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ পিয়াল ভাই।

আমি দুই যায়গায় পোস্টানোরে সমর্থন করিনা। কিন্তু প্রথম থেকেই মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্ট দুই বাড়িতেই পোস্টানোর পক্ষে বলে আসছি।

হিমু এর ছবি

ইউটিউবের ভিডিও আপলোড করার সময় দেখেছি প্রস্থ আর উচ্চতার অনুপাত ১৭:১৪ হয়।

ইউটিউব ভিডিও আপলোড করলে আপনি WIDTH = 289 আর HEIGHT = 238 করে নিতে পারেন। তা না হলে গোটা পাতা জুড়ে চলে আসে জিনিসটা।


হাঁটুপানির জলদস্যু

অমি রহমান পিয়াল এর ছবি

ঠিকাছে হিমু। মনে থাকব। আলবাব, মুক্তিযুদ্ধের পোস্টই শুধু দুই জায়গায় দিতেছি

..................................

তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

??? এর ছবি

আচ্ছা...বাংলাদেশের যুদ্ধশিশু নিয়ে একটা ইন্টারভ্যু দেখছিলাম মনে হয় বেশ আগে। কোনো এক কানাডিয়ান তরুন, মানে পালক পিতামাতার সুবাদে এখন কানাডিয়ান। এ সম্পর্কে কোনো রিসোর্সের হদিস থাকলে জানাইয়েন।

অমি রহমান পিয়াল এর ছবি

মোতালিব?

..................................

তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

অমি রহমান পিয়াল এর ছবি

জয়রে নিয়া লিখছিলাম, বাংলাদেশের প্রথম যুদ্ধ শিশু



তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

??? এর ছবি

জয়ের ছবি দেখলাম পিয়াল, ধন্যবাদ। আমার খুব আবছা মনে পড়ছে... এক যুদ্ধশিশু... কিন্তু কানাডায় এখন চাকরি করছে বা এ জাতীয় কিছু... তার ইন্টারভিউ, কিংবা ডকু-ড্রামাগোছের। আমি বেসিক্যালি তাদের মুখের কথা কিংবা অনুভূতি শুনতে খুব আগ্রহী।

ঝরাপাতা এর ছবি

কানাডাবাসী ছেলেটার নাম রায়ান গুড। বাংলাদেশে এসেছিলো মা-কে খুঁজতে। তখন টিভিতে দেখেছিলাম।এই লিংকে দেখুন।

http://www.macumbainternational.com/english/2_4.html


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

??? এর ছবি

হ্যাঁ, রায়ান বাদলের কথাই বলছিলাম। অনেক অনেক ধন্যবাদ ঝরাপাতা!হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।