যুদ্ধের শেষ তৃতীয়ার্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বেরিয়েছেন জনসমর্থন আদায়ে। বাঙলাদেশে পাকিস্তানীদের নৃশংস গণহত্যা ও বন্দী শেখ মুজিবের মুক্তি, পাশাপাশি তার দেশে প্রায় এক কোটি (৯০ লাখ) শরণার্থীর জন্য সাহায্য চাইতে। ফরাসি সাহিত্যিক আন্দ্রে মালরো তখন সংহতি জানিয়েছিলেন তার সঙ্গে। এমনকি প্রয়োজনে অস্ত্র হাতে লড়বেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে- বলেছেন তাও
কৃতজ্ঞতা : জন্মযুদ্ধ
মন্তব্য
চরম। এরকম ডকুমেন্টগুলা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
_______ ____________________
suspended animation...
কঠিন হইতেছে। পিয়াল ভাই, আপনি কিন্তু মোটামুটি অমর হইয়া যাইতেছেন এই ডকুমেন্টগুলার পাবলিকীকরনের বদৌলতে। আপনার কাছে সত্যি কৃতজ্ঞ হইয়া যাইতেছি দিনদিন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
লজ্জাই পাইলাম। জায়গামতো কামের কাম কিছুই হইতাছে না
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
দেখতে পারলাম না।
থাই উর্দি সরকার ইউটিউব ব্যাক করে রাখছে।
কতো কিছু যে মিস করছি।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'
*ব্যাক= ব্যান
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'
অমি রহমান, কামের কাম হয়না কেমনে? মরমীর কাছ থেকে কলম ধার নেন।
কি জানি কইছিলো সে আপনি কলম দিয়া মুক্তিযুদ্ধ করেন না কি যেন।
যাক, জন্মযুদ্ধের কৃতজ্ঞতা জানানোর সময় এর পেছনে জন্মযুদ্ধের লিংকটাও দিয়া দিয়েন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আমরা যে অনেক অজানা জিনিস জানতেছি, এইটা কি একটা কাম না বস?
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ধন্যবাদ। কাজের কাজ আসলেই হয়তো হচ্ছে না। আমরা যারা দেখছি, তারা দেখা-না দেখা একই কথা। যাদের দেখা দরকার, তাদের দেখানোর ব্যাবস্থা করা যায় কীভাবে তা ভাবার সময় এসেছে।
অমি ভাই, একেবারে কিছু না করার চাইতে খুব সামান্য কিছু করা উত্তম। সুতারাং, তিল পরিমান কাজ হলেও হচ্ছে তো?
কি মাঝি? ডরাইলা?
জন্মযুদ্ধে এখন চুনকাম চলতাছে। তবে মিস্ত্রিরা সব এদিক-সেদিক। শিগগিরই একটা কিছু হবে আশা করি
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
নতুন মন্তব্য করুন