আষাঢ়ে গপ্পো

অমি রহমান পিয়াল এর ছবি
লিখেছেন অমি রহমান পিয়াল (তারিখ: সোম, ২৩/০৭/২০০৭ - ১১:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoজ্যোতিষি হাত দেখিয়া কহিল- ট্রেনের ধাক্কায় তোমার মৃত্যু হইবে। লোকটি শুনিল, আতঙ্কিত হইল। জীবনকে ভীষণ ভালোবাসে সে। তাই সাগরে বসবাস শুরু করিল। তাহা দ্বীপ হইতে পারে, বিলাসবহুল ইয়টও হইতে পারে।
কিন্তু একদিন সাগর শুকাইয়া গেলো। সেখানে ট্রাম চলাচল শুরু হইল। লোকটি মরিয়া গেলো।


মন্তব্য

দ্রোহী এর ছবি

আহারে বেচারা!


কি মাঝি? ডরাইলা?

ভাস্কর এর ছবি

পছন্দ হইছে...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

নজমুল আলবাব এর ছবি

কইল ট্রেন মাল্ল ট্রাম! এক হইলো কেমনে? তবুও মজা হইছে হাসি

ধুসর গোধূলি এর ছবি

- হায় হায়, তার মাইনে সেফটির মায় আসলেই সাড়ে তিন বছর আগে মরছে?
_________________________________
<সযতনে বেখেয়াল>

তারেক এর ছবি

টাইমলাইন কি ধারে কাছেনি? চল্লিশা হইছে ব্যাটার?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

অসুবিধা কি? জ্যোতিষির উপর রহমত আছে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ঝরাপাতা এর ছবি

আপসোস। অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়।

লোকটা বড় ভালো ছিলো।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অমি রহমান পিয়াল এর ছবি

মজমাটা কেউ বুঝল না মন খারাপ এরা ক্যামনে পোমো পোমো করে বুঝি না (চামহাসি)


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

সুমন চৌধুরী এর ছবি

ঠিকাছে।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

শিন্নি লাগান । শিন্নি ছাড়া আজকাল কেউ কিছু বোঝতে চায়না জনাব ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মৃন্ময় আহমেদ এর ছবি

ট্রেন আর ট্রাম। যাহোক আষাঢ়ে তো আষাঢ়েই।।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।