পাকচক্র

অমি রহমান পিয়াল এর ছবি
লিখেছেন অমি রহমান পিয়াল (তারিখ: রবি, ১০/০৬/২০০৭ - ১০:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
-যাইবা ডি ব্লক -১০ টাকা -দুইটা থাবড়, ২০ টাকা দিমু। রাজী থাকলে নাম। সকালটা শুরু হয় এভাবেই। দাসবৃত্তির অদৃশ্য এক শিকলে টান পড়ে। এগোই। বৃষ্টি-ঝড়-রোদ। চাকুরিতে কামাই নাই। দায়িত্ববোধ বলে নিজেকে বুঝ দিই। এগোই। ..................... -ভাই আমার রাতে জ্বর আসছে। আজকে মনে হয় না আসতে পারব। -বস তুমি আমার লক্ষী বস। একটু দেরি হবে। ম্যানেজ করো না। -ভাইয়া, বাস তো পাচ্ছি না। দেরি হবে। ববি, চৈতি, জুসির ফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজেরই ঠিক নাই। ২০০ টাকা দিয়ে এসি নৌকা ভাড়া করি। বনশ্রী-ধানমন্ডী। বালের চাকরি।

মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
যাপিত জীবনের ঝঞ্ঝাট!
উৎস এর ছবি
বনশ্রী যেন কোথায়?
অমি রহমান পিয়াল এর ছবি
রামপুরা, টিভি সেন্টারের পিছনে তুমি হাসো, আমি কাঁদি, বাঁশি বাজুক, কদম তলেরে...

তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

ভাস্কর এর ছবি
আমার কলিগ বন্ধু নিজের গরজে লিফ্ট দেয় বৃষ্টির দিন... ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।