রাও ফরমান আলীর অস্বীকৃতি

অমি রহমান পিয়াল এর ছবি
লিখেছেন অমি রহমান পিয়াল (তারিখ: রবি, ২৯/০৭/২০০৭ - ৯:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই ফুটেজটাও বেশ গুরুত্বপূর্ণ। জেনারেল রাও ফরমান আলী (বুদ্ধিজীবি হত্যার নীল নক্সার প্রণেতা) এখানে দায়িত্ব নিয়াই অস্বীকার করছেন পাকিস্তানিদের গণহত্যার কথা।


মন্তব্য

নৈয়ায়িক. এর ছবি

গুল্লি

ঝরাপাতা এর ছবি

গাদ্দার।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।