সচলের জন্ম প্রক্রিয়ার শুরু থেকে আছি। মানে একটা পরিকল্পনা যখন নেওয়া হলো, তার ভাগীদার ছিলাম আমিও। ঠিক কি করা হবে, নাম কি, কি কি থাকবে - মনে পড়ছে হিমু, অরূপ, আমি, বদ্দা, আরো অনেকে আমরা হটমেইল কনফারেন্সে স্বপ্নে মাততাম।
মাঝে থমকে ছিল বেশ কিছুদিন। হঠাতই গতি পেল তীব্র। অরূপ বোনাইকে এজন্য আন্তরিক অভিনন্দন। অলস লোকটা প্রাণপন খেটেছে কদিন। তবে সুমন যা করেছে, সেটাকে ভাষায় বর্ণনা করা যাবে না। লেখাতেও না।
শুরু থেকেই আমাদের স্বপ্ন ভালো লেখালেখির একটা দুর্দান্ত প্লাটফর্ম। তার ভিত্তিটা তৈরি, এখন এগিয়ে নেয়ার পালা। সবাইকে নিয়ে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সচলকে জন্মদিনের শুভেচ্ছা
মন্তব্য
পরিকল্পনাকালীন সময়ে সংশ্লিষ্টরা একে "গোলরুটি" বলতেন কেনো?
অনেক ধন্যবাদ সচলের দুই মিস্তিরি অরূপ আর মামু।
চলছে গুটি গুটি , তাই
..................................
আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ভরে প্রেম...
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
সকল পরিকল্পকরে শুভেচ্ছা!
বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
সেদিন ড্রুপালের একটা ডিফল্ট ইনস্টল ব্যবহার করতে গিয়ে বুঝলাম অরূপ কি পরিমান শ্রম দিয়েছে এই চেহারায় আনতে। অরূপ ইন্সপায়ার না করলে আমারও কিছু করা হত কিনা সন্দেহ। এমনকি সেই প্রথমে বাংলা লেখার টুলসটাও অরূপ শুরু করে আমাকে ধরিয়ে না দিলে কিছুই হত না। আমার ধন্যবাদের অর্ধেকটা অরূপরে দিলাম।
আর আপনারা না থাকলে সচলায়তনের আসলে কোন মূল্যই নাই। এই যে এত কিছু - সবাই মিলে লেখা লেখি, ইন্সপিরেশন, আনন্দ করে লেখে যাওয়া - আপনাদের অবদান না থাকলে আসলে নিঃস্বই থাকত সচলায়তন। তাই আমার ধন্যবাদের বাকি অর্ধেকটা আপনাদের দিলাম।
যাক এইবার ভারমুক্ত হয়ে ঘুমাইতে যাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হিফি ভাত দে থুক্কু হেপি বার্থ ডে সচলায়তন...
এই দিন আসুক বারে বারে ঘিরে ফিরে নানা রঙ্গে...
দৃশা
এমএসএনের কাছে অনেক কৃতজ্ঞতা। পরিকল্পনাকারী সবার জন্য হাজীর বিরিয়ানী, অরূপ আর মামুর জন্য বলাইয়ের স্পেশাল মুড়িঘন্ট!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
গোলরুটির একটা বিপ্লবী(পাঁচাল বিপ্লব নয় কিন্তু)গল্প আছে । সিপাহী বিদ্রোহকালে বিদ্রোহীরা নাকি হাতে বানানো গোলারুটিতে তাদের যুদ্ধ পরিকল্পনা পাচার করতেন
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আচ্ছা!! এই কাহিনী!!!
হাহাহা হয়তো তাই, হয়তো না । হিমু ভালো জানে
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
- সুমন চৌধুরীর বদ্দা নামের কপিরাইট আমার। টেকনিক্যাল কারণে ঐটার প্রচলন করছিলাম আমি। মানুষের ইতাবি-খিতাবি নাম দেওয়াতে আমি ওস্তাদ(জাতীয় আকিকা কমিটির চেয়ারম্যান হইলেই আমারে ভালো মানাইতো!)।
সচলায়তনের সবাইকে যেহেতু 'সচল' বলা হয়, তাই আমি বদ্দার নামের শেষে 'চল' কথাটা এড করতে চাইতাছি। মানে দাড়াইলো, সুমন চৌধুরী --> বদ্দা --> বদ্দাচল
সকল সচলের প্রতি বিশেষ অনুরোধ আমাদের প্রিয় বদ্দাকে এখন থেকে বদ্দাচল বলে ডাকুন।
লন এইবার আমারে করতালি দ্যান আর আতশবাজীর মাধ্যমে বদ্দার নতুন নামের উতসব উদযাপন করেন।
তবে বদ্দাচল ক্ষেপে গিয়ে কাউরে তাড়া করলে কর্তৃপক্ষ দায়ী না।
_________________________________
<সযতনে বেখেয়াল!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওয়া খাউ লানিয়ে!
মানে খাইছি তোরে (চীনা ভাষা)
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ড্যাবস!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
কি যে শুরু হইল!
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
হে হে হে, বদ্দাচল। কেমন জানি বিন্ধ্যাচলের লগে মিলাছে!!
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
জানলাম
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন