কল্পজীবি

অমি রহমান পিয়াল এর ছবি
লিখেছেন অমি রহমান পিয়াল (তারিখ: রবি, ০১/০৭/২০০৭ - ৬:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

autoবাংলা সিনেমার অতীত খুড়লে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কী দারুণ সব থিম নিয়েই না ছবি হতো এক সময়। পোস্ট প্রাসঙ্গিকতায় মনে পড়ছে সূর্যকন্যার কথা। আলমগির কবিরের ছবি। বুলবুল আহমেদ, জয়শ্রী কবির। আমি যে আধারে বন্দিনী- গানটা ক্লাসিকের খাতায় ঢুকে গেছে। গল্পটা মোটামুটি এরকম, বুলবুল ইউটোপিয়ায় মশগুল সারাক্ষণ। সে ভাবছে পল্টনে বক্তৃমাবাজি করছে, আদপে দ্যাখা গেল হাত পা নাড়ছে আর পাবলিক তাকে নিযে হাসছে। এভাবেই তার বাড়ির এক গ্র্যান্ডফাদার ক্লকে সে আবিষ্কার করে এক রমনীর অস্তিত্ব। যে মাঝ রাতে কায়া পায়। মুক্তি চায়। আর মনে নেই, স্মৃতি হাতড়ে বেরুলো এটুকুই।

অনেককেই দেখি একা একা কথা বলে। হাসে। আমার ছোট বোনটা ছিল এরকম। আমি খেপাতাম- এই তোর উপর কি জ্বীন ভর করে নাকি! লজ্জা পেতো। আমার নিজেরটা কাছাকাছিই। আমি ঘুমাবার জন্য নিজেকে সবসময় বাংলাদেশের ক্রিকেটার বানিয়ে দিতাম। বল করে দশ উইকেট নিচ্ছি, কিংবা রেকর্ড ভাঙা সেঞ্চুরি করছি। মাঝে মাঝে নিজেকে কোটিপতি বানিয়ে ভাবি, কি কি করতাম। লটারির টিকেট লাগলে কি কি করবো। কল্পনাতেই আমি রিচি ব্ল্যাকমোরের মতো গিটার বাজাই, জিম মরিসনের মতো গান গাই, নায়কদের মতো প্রেমে মাতি। কখনো বা ইনভিজিবল ম্যান হয়ে সেক্সুয়াল ফ্যান্টাসির চরমে পৌছাই।

আমার বউ রেডিও টুডের বেশ ভক্ত। শুনালো হ্যাপি কাপল নিয়ে এসএমএস কনটেস্টের কথা। রেজি করলাম, লিখলাম একটা। সোমবার রাতে ফলাফল জানাবে। মারভেলন হ্যাপি কাপলের জন্য রয়েছে কক্সবাজার দু'রাতের হানিমুন এরেঞ্জমেন্ট। খ্যাতুটা ট্রেনে চড়েনি, সাগর দেখেনি। অফিসে কাজের ফাঁকে ব্লগাচ্ছি আর ভাবছি কিভাবে কি করব যদি জিতি। যদি জিতি।


মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

জিতলে?
ট্রেনে চড়ে চট্টগ্রাম।
বাসে করে কক্সবাজার।
চান্দের গাড়িতে করে টেকনাফ।
সি-ট্রাকে করে নারকেল-জিঞ্জিরা মানে সেন্ট মার্টিন।

যান সাগরের মাঝে দ্বীপে গিয়া ঝাঁপায়া আসেন।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অমি রহমান পিয়াল এর ছবি

হাহাহাহা, শোহেইল ভাই। আপনে মিয়া দেখি মাইন্ড রিডার

..................................

আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ভরে প্রেম...


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

অরূপ এর ছবি

হুররে! পিলু ভাই ইজ ব্যাক উইথ গানস এন্ড ক্যাননস! বাহে, আগের মতো হয়ে যাক!
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

সুমন চৌধুরী এর ছবি

এইখানে এক্টা লটারি জিতলেই ১ মিলিয়ন ইউরো..খেলা হয় নাই..মাঝে মাঝে ভাবি..ভালো লাগে...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ধুসর গোধূলি এর ছবি
অমি রহমান পিয়াল এর ছবি

অরূপ, ঠিকাছে। বদ্দা, তাইলে জার্মানি দিয়াই শুরু হোক নতুন কাউন্টডাউন (মানে ইউরো গুনা)

..................................

আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ভরে প্রেম...


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

কনফুসিয়াস এর ছবি

সাঁতার জানেন তো?
দুইজনেই? হাসি
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কারুবাসনা এর ছবি

ঘোড়া দারুন।

----------------------

বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সুমন চৌধুরী এর ছবি

জয়শ্রী কবীরের কথা নতুন কইরা মনে পড়লো...বেশ ইয়ে ছিলেন মহিলা ...বয়স কালে...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অমি রহমান পিয়াল এর ছবি

সীমানা পেরিয়ে বদ্দা, পুরা দিলমে চাক্কু

..................................

আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ভরে প্রেম...


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

সুমন চৌধুরী এর ছবি

হ সেরম .......
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ধুসর গোধূলি এর ছবি
ঝরাপাতা এর ছবি

কনফুর কথাটা আমারো।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অছ্যুৎ বলাই এর ছবি

মাত্র দু'রাত? মিনিমাম ১ সপ্তাহের দাবী করতে হবে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।