রাজনৈতিক প্রহসনে ইউক্রেইন ও আমাদের দেশের খুব একটা পার্থক্য পাওয়া এখন হয়তো কঠিন। রাজনীতিবিদরা (প্রথমেই দন্দ - নীতির সংগে রাজনীতিবিদদের) এখানেও জনগণের কাছে বড় মাপের চোর-ছ্যাঁচড়, মিথ্যেবাদি, বিশ্মাসঘাতক, ক্লাউন , ইত্তাদি হিসেবে পরিচিত।
বিশ্বব্যাপি অর্থনৈতিক সংকট সত্যেও এখানকার "জাতির সেবকরা" নিজেদের সার্থ নিয়েই পুরোপুরি ব্যস্ত। তো, দিন দু আগে মেট্রোতে দু জন লোকের খুব মজার আলোচনার সাক্ষী হলাম যার সারমর্ম টানলো কম বয়সী যূবা তার সংগী বয়স্কজনের উদ্দেশ্যে:
এতো ভোটা ভোটি করে কিচ্ছু হবে না। বড়ং উন্নত কোন দেশের যে কোন রি-কন্ডিশন্ড(সে হুবহু এটির রুশ প্রতিসব্দ ব্যাবহার করলো। প্রসংগত উল্লেখ্য Orange Revolution-এর পরে ২০০৪ সাল থেকে এদেশে সুধু ভোটাভোটিই চল্ছে) রাস্ট্রপতি অথবা প্রধাণমন্ত্রী কিনে আনলে বরং দেশের উন্নতি হওয়ার সুযোগ কিছুটা আছে। দেশের ৪৬ বা ৪৭ মিলিয়ন লোক প্রতি এক বা দুই গ্রিভনা করে (এদেশের মূদ্রা, ১ আমেরিকান ডলারের সমান প্রায় ৬ গ্রিভনা) চাঁদা তুল্লেও তার যথেস্ট বেতন হবে।
বুদ্ধিটা কিন্তু মন্দ মনে হয় নি আমার কাছে। আমাদের দেশে খাটানোর চেস্টা করা যাবে কি? যদিও অনেক প্রশ্ন জাগ্তে পাড়ে সাভাবিক ভাবেই। সেটার সঠিক এবং সত্ উত্তর দেয়ার দায়িত্ত আমাদের দেশের বুদ্ধিকে জীবিকা করে যারা জীবন জাপন করেন তাদের।
অনামিক
মন্তব্য
বানান! বানান! বানান!
কীবোর্ডকে বাগ মানান।
সমস্যা কি সংশয়ে ভাই প্রশ্ন করে জানান।
হাঁটুপানির জলদস্যু
রাষ্ট্র কথাটা অন্তত ঠিক করার চেষ্টা করুন।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
সরি, বাংলা টাইপে একেবারে অপটু।
অনামিক
অনামিক
ঠিক হয়ে যাবে, সমস্যা নেই।
হাঁটুপানির জলদস্যু
ধন্যবাদ!
অনামিক
অনামিক
হুম , পিপলস রিপাবলিক যখন প্রাইভেট লিমিটেড হয়ে যায় তখন একজন সিইও ভাড়া করাই তো যথেষ্ট ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সাবান-মাজন ব্যবসায় মেহতা, কথার মেশিনে এরিকগং; এভাবেই বাণিজ্যিকি হোক।
রাষ্ট্রের বিরাষ্ট্রীয়করণ প্রজেক্ট কি প্রাইভেটাইজেশন বোর্ড পাবে?
প্রাইভেটাইজেশন হলেই ভালো হবে, যোগ্য লোক কম্পিটিশন দিয়ে আসবে নইলেতো সেই খাড়া বড়ি থোড়, থোড় বড়ি খারা হবে। মামা চাচারে ধইরা অসাধু লোকই গদীতে আসীন হবে।
আমাদের ডান্স টীচার ইউক্রেনের, তিনিও মাঝে মাঝে দুঃখ করেন, একা একা বিদেশ বিভূইয়ে পইড়া রইছে, একটা মেয়ে নিয়ে, রুটির জন্য। আমি অবশ্য কোথাও নিজের দেশ নিয়ে মুখ খুলি না, ভাব রাখি দেশে সব ঠিক আছে বাকী সব মিডিয়ার অপপ্রচার ঃ-}
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
প্রাইভেটাইজেশন প্রক্রিয়ায় আংকেল আর ভাইয়ুনদের এসএমএস ভোটিং হবে না, তার নিশ্চয়তা কী?
এখনও রাষ্ট্র লজ্জা দিচ্ছে শিরোনামে |
একটি প্রস্তাব
মডারেটরদের অক্লান্ত শ্রমই আজ সচলায়তনের এই রূপ | শিরোনামের বানান সম্পাদনার কাজটি তাঁরা অনায়াসেই কাঁধে তুলে নিতে পারেন |
এতে অন্তত প্রথম পৃষ্ঠায় রাষ্ট্র টাইপ লজ্জা থেকে রেহাই পাওয়া যাবে |
মডুর সম্মান তাহে সামান্যই বাড়ে
লেখকের মান তাতে একেবারে ছাড়ে।
হাঁটুপানির জলদস্যু
লেখকও কি অসম্মানের হাত থেকে বেঁচে যাবেন না ?
বড় লজ্জা থেকে ছোট লজ্জা ভাল , নয় কী ?
উহুঁ ধাক্কা খেয়ে শিখবেন লেখক। তাহলে দ্রুত শিখতে পারবেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
Sorry, brothers. I tried to amend it. But found that I
am not allowed. Can some one advise how to do or may be moderate can amend? Or may be its better just to delete it? Actually it was first time I tried to type something in Bangla. Finding it very much troublesome for me, especially when complex/compound letters are there. One more thing- I found this web site really amazing as a reader, its really exceptional and of high standard in all aspects. And I am not a writer at all. Any way, will try to learn Bangla key board first before facing any more shame. Thanks to all.
অনামিক
অনামিক
Sorry, brothers. I tried to amend it. But found that I
am not allowed. Can some one advise how to do or may be moderate can amend? Or may be its better just to delete it? Actually it was first time I tried to type something in Bangla. Finding it very much troublesome for me, especially when complex/compound letters are there. One more thing- I found this web site really amazing as a reader, its really exceptional and of high standard in all aspects. And I am not a writer at all. Any way, will try to learn Bangla key board first before facing any more shame. Thanks to all.
অনামিক
অনামিক
নতুন মন্তব্য করুন