নজদিক

অনিশ্চিত এর ছবি
লিখেছেন অনিশ্চিত [অতিথি] (তারিখ: রবি, ২৪/০৮/২০০৮ - ২:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বুনো প্রাণী যদি জানে তীব্র তাসের ঘর
বাতাসের শাফল হয়; নারকেলের পাতায় কাটে
পানি অথবা বাতাস।

রিকশার হুইসেলে রেললাইন চমকায়
যাত্রী পারাপারের সুতো ঝুলে পাপেট শোতে
পুতুল নাচের মতো হাসতে হাসতে জীবন, আর
কান্না ঘুরে শরৎচন্দ্রের সোঁদা পাতায়।

আমরা কাঁদি পুরনো জীবনকে নতুন করে পেতে। হায়!


মন্তব্য

অনিশ্চিত এর ছবি

জটিল অনুভব নিয়ে চলে চলে উরগ
জীবন নিয়ে ভেসে চলে-
হয়তো আকাশের জীবন ভাসে মাটিতে
পানি যেখানে বহমান, বাতাস তো আমাদের মতোই স্থবির!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।