বিরহের কবিতাও লেখা দায়-

অণৃণ্য এর ছবি
লিখেছেন অণৃণ্য (তারিখ: শনি, ১৮/০৮/২০০৭ - ৩:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইকার আকার নাই-

মেঘ বর্ণনাচ্ছলে করছি বটে
নায়িকার ব ংকিম ভ্রু'র বিবরণ ।।

বিরহের কবিতাও
লেখা দায়-

পরনারী কন্যাসহ
বাঘে খেয়ে যায় ।।

আকাশে শকুন ওড়ে,
জলে ভাসে মায়া-

এ শকুন কুমিরেই খাক,
দেহে তার মাটির অভাব

বাঘ ও নায়িকা ছেড়ে
গে -রা -মে হারাই ।।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

পাঠ করিলাম।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

হাসান মোরশেদ এর ছবি

স্বাগতম অণৃন্য ।
অপেক্ষায় ছিলাম ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

আমি ভাবতাম আপনি খালি রাজনীতি পাগল লোক। কিন্তু সেখানে যে এক কবিমন বসত করে সেটা জানলাম আজ। স্বাগতম।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অণৃণ্য এর ছবি

মোরশেদ ভাই ধন্যবাদ।
ভালো লাগছে ঝড়া পাতা।

অণৃণ্য এর ছবি

মৃন্ময় ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।