সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে খালেদা জিয়ার বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রাতে খালেদা জিয়া ও কোকোসহ ১৩ জনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ভোর থেকেই খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করে রাখে বিপুল সংখ্যক পুলিশ। গ্রেফতারের পর খালেদা জিয়া ও কোকোকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে আসা হয়।
মন্তব্য
হুমম।
মাইনাস ২।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
...প্লাস জে।
যাক!
সরকারের সুমতি হয়েছে
জনগনের আস্থা ফিরিয়ে আনার জন্য এটার প্রয়োজন ছিল, তবে আরো বেশী প্রয়োজন ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
মন্তব্যটা আমার ভালো লাগলো না। ন্যায় প্রতিষ্ঠা যদি হয় হাসিনা জেলে আছে বিধায় খালেদারেও থাকতে হইবো তাইলে সেইটা রাজনীতি হয় না...ফুটবল লীগ হয়। আওয়ামি-বিএনপি আর আবাহনী-মোহামেডানে কোন পার্থক্য থাকে না।
জনগণের আস্থা আপনেরা বিদেশে থাইকা যা ভাবেন তা মনে হয় না খুব যৌক্তিক...শহুইরা মধ্যবিত্তগো আস্থা হয়তো ফিরছে...কিন্তু তারা সংখ্যালঘিষ্ট অংশ।
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
বস্,
ন্যায়প্রতিষ্ঠার সাথে হাসিনার গ্রেফতাররে সম্পর্কিত করিনাই। সেইটা যাস্ট, খালেদা অন্যায় করছে এবং তার ছত্রছায়ায় তার ছেলেরা অবারিত অন্যায় করছে,সেটার শাস্তিপ্রক্রিয়া শুরু হওয়া দরকার, সেজন্যই বলছি। এখন দেখার বাকী আছে কতটুকু কি হয়। এইটা তো মানেন যে সত্যিকারের ন্যায়টা প্য়োগ করা হইলে এই দুই নেত্রীর কেউই আর জেল থেকে বাইর হইতে পারবনা।
বরং, জনগনের আস্থার জায়গাটাতেই হাসিনার গ্রেফতাররে সম্পর্কিত করছি। কারণ, শুধু হাসিনারে জেলে আটকাইয়া রাখলে জনমনে খুব সৃাভাবিক প্রশ্ন আসবই যে এখন বড় পাপী হইল খালেদা, কারণ সে মাত্র ক্ষমতা ছাড়ছে, সেটাই সৃাভাবিক ,,, এখন তারে থুইয়া শিধু হাসিনারে আটকাইয়া রাখলে পাবলিক খাবেনা ,,,ডালমে কুছ কালা খুঁজবই ,,,ভাববই যে সরকার ৪ দলীয় জোটের পক্ষে ,,, শোহেইল ভাই কিন্তু অলরেডী সেইভাবে একটা ব্যাখ্যাও দিছিল ,,,যে হান্নান সরকাররে এ্যাসাইনমেন্ট দিয়া জেল থেকা ছাড়ছে ,,,কাজেই পাবলিকের মনে 'এই সরকার ৪ দলের পক্ষে ' এমন একটা সন্দেহ থেকা যেই অনাস্থাটা আসতে পারে, সেইটা খালেদার এই গ্রেফতারে অনেকটাই কইমা যাবে
ওভারঅল বা ব্রড লেভেলে জনগনের আস্থার প্রসঙ্গটা মনে হয় আবার ভিন্ন জিনিস ,,, সেইটা কতটুকু বাড়ব নির্ভর করব সরকার আর কয়টা কারফিউ দেয়, কত মানুষ পিটায় আর রোজায় দাম কি পরিমাণ বাড়ে সেগুলার উপর
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
হ,একটু বেড়িয়ে আসার দরকার।
একটা কোয়েশ্চেন আছে মনে ?
খালেদা নানী কারাগারে কি কোন বিউটিশিয়ান নিয়া যাইতে পারব?
যদি না পারে তাইলে উনারে পাহাড়প্রমান উঁচু চুল কে বান্ধিয়া দিব। আর নাক এ কম্পাস বসাইয়া যে অর্ধ চন্দ্রাকৃতির আইব্রো আঁকেন হেইটাই বা কে কইরা দিব? বড় চিন্তার বিষয়
দৃশা
-----------------------------------
নাকে কম্পাস!হা:হা:হা:।
দৃশারে এখনি তার নানীর কাছে পাঠানো হোক, যাতে সে তার নানীর ভুরুটা মোটামুটি মানের রেখে ঠিক করতে পারে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
দৃশার কমেন্টস পড়ে মজা পেলাম।
কোকোর চেহারাটা দেখছেন?
জেএমবি কমান্ডারের মতো মনে হচ্ছে। বেচারা মনে হয় অসুস্থ।
নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...
দৃশা'র মন্তব্য পড়ে মনে হচ্ছে উনি হয় ভালো ভ্রু-আঁকিয়ে অথবা নিজেই খালেদার ভ্রু আঁকতেন
কি মুশকিল...আমিতো কমন সেন্স এপ্লাই করলাম রে বাবারা...
অলৌকিক হাসান কয় কি কয় কি? কবে কইছেন? আমি কিছু জানি না, দেখি না, বুঝি না।
দৃশা
নতুন মন্তব্য করুন