লেখার আগ্রহ মরে যাচ্ছে। পোষ্টের স্থায়িত্ব ৮ ঘন্টার বেশী হওয়া বাঞ্ছনীয় নয় ।
নীতিমালার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি, সুতরাং যারা লেখা পড়তে আগ্রহী লেখা প্রকাশিত হওয়ার ৮ ঘন্টা পরে নিজের পাতায় প্রকাশিত অবস্থায় লেখা পড়তে পারবেন। সবাইকে ধন্যবাদ।
২ | লিখেছেন অপ বাক (তারিখ: সোম, ০২/০৬/২০০৮ - ১০:২৯অপরাহ্ন)
এখানে একটা নীতিমালা আছে এইখানে প্রকাশিত কোনো লেখাই অন্য কোথাও ৭২ ঘন্টার ভেতরে প্রকাশ করা যাবে না।
আমার নিজের অক্ষমতা, আমি সংবাদ প্রতিক্রিয়া লিখি,
সংবাদ মাত্রই ২৪ ঘন্টার আয়ু নিয়ে আসে । প্রতিটা রাতের সাথে সে দিনের সংবাদপত্রের মৃত্যু ঘটে, আমার সংবাদ প্রতিক্রিয়াও এমন নির্দিষ্ট সময় নির্ভর।
সুতরাং নিজের খাতিরেই কতৃপক্ষকে বিড়ম্বনায় না ফেলানোর সিদ্ধান্ত নিয়েছি।
মন্তব্য
বুঝতে মনে হয় একটু বিভ্রান্ত হচ্ছি আমি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এখানে একটা নীতিমালা আছে এইখানে প্রকাশিত কোনো লেখাই অন্য কোথাও ৭২ ঘন্টার ভেতরে প্রকাশ করা যাবে না।
আমার নিজের অক্ষমতা, আমি সংবাদ প্রতিক্রিয়া লিখি,
সংবাদ মাত্রই ২৪ ঘন্টার আয়ু নিয়ে আসে । প্রতিটা রাতের সাথে সে দিনের সংবাদপত্রের মৃত্যু ঘটে, আমার সংবাদ প্রতিক্রিয়াও এমন নির্দিষ্ট সময় নির্ভর।
সুতরাং নিজের খাতিরেই কতৃপক্ষকে বিড়ম্বনায় না ফেলানোর সিদ্ধান্ত নিয়েছি।
পোস্ট এবং কমেন্ট দুইটাই মাথার উপর দিয়ে গেলো
আমিও কিছু বুঝি নাই।
নতুন মন্তব্য করুন