আসলে পরামর্শ দেওয়ায় সুশীল হয়ে না উঠার চেষ্টা থাকলেও আরও একটু উপদেষ্টা পরিষদের কাজ করে উপদেশ সংক্রান্ত বিষয়াসয় ভুলে যাবো।
যারা অনেক দিন ধরে এই সচলায়তনের সাথে যুক্ত তাদের জন্য হয়তো বলাটা মায়ের কাছে মামা বাড়ীর গল্প হয়ে যাবে তবে যারা একেবারে আনকোরা তাদের জন্য হয়তো নতুন লাগবে- কিংবা এই বিষয়গুলো আলোচিত হয়েছে -
আমার নিজের মনে হয় - ব্লগের আদলে যেটা আছে সেটার নীড় পাতা এবং সচলায়তনের নীড় পাতার ভেতরে একটু পার্থক্য রাখা জরুরী-
সচলায়তনের আসলে নীড় পাতা- যেখানে এর মূল উদ্দেশ্য প্রতিফলিত হবে- সেখানে এক পাশে ইতিহাস ও সমাজ সংস্কৃতি পাতা থাকবার কথা ছিলো- তবে সাহিত্য সংক্রান্ত বিষয়টা নিয়ে বিবেচনার কথা জানাতে চাই-
মূলত সচলায়তনের অনেকগুলো ভালো দিকের একটা হতে পারে এখানে সাহিত্য অংশে যা উঠে আসবে সেগুলো আসলে পাঠককে আনন্দ দিবে এবং ভাবাবে হয়তো এটাই ভবিষ্যত লেখকের প্রসবগৃহ হবে-
আমার পরামর্শ হলো-
মূলত সাহিত্য বলে যা কেউ সম্পাদকের বিবেচনায় পাঠাতে চায় সেটা বাদ দিয়ে যারা নিজের ব্লগে সাহিত্য কিংবা সমাজ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিবে যাদের লেখা পড়ে অন্তত ১০ জনের মনে হবে এটা আলোচনার জন্য সামনের পাতায় আসতে পারে- এটা সকলের জানা প্রয়োজন সেসব এমন কোনো ব্যবস্থা করা যায় যেনো প্রথম পাতায় দেখতে চান কি না এমন লিংকে ১০ জন ক্লিক করলেই তা প্রথম পাতায় চলে যাবে-
ভালো সাহিট্য ভালো লেখা নির্ধারণের এমন পাঠকের মানদন্ড নির্ধারিত করে দিলে সামান্য সমস্যা হতে পারে- তবে শুধু মাত্র প্রথম পাতার কনটেন্টের জন্য মডারেশন কিংবা কোনো একটা সম্পাদনা পরিষদের জন্ম দেওয়া প্রয়োজন- এটা কিভাবে বাস্তবায়িত হতে পারে এটা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা যায়
মন্তব্য
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
এটা জোর সমর্থন জানাচ্ছি।
আমার বিবেচনায় এটার অনেকগুলো সুবিধার দিক আছে।
এখানে আমি বলছি আলাদা একটা নীড় পাতা থাকার কথা।
সাইটের একটা নীড় পাতা থাকবে।
তারপর এখনকার ব্লগের নীড় পাতাটা এর পরে আলাদা থাকবে। বোতাম দিয়ে আসা-যাওয়া।
এর কী কী সুবিধা তা যদি কেউ জানতে চান, বা এ নিয়ে বিতর্ক হয় তখন বিশদ জানাতে পারি।
তবে এ এক মহা-উত্তম প্রস্তাব!
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
আরেকটু বিস্তারিত বলুন।
ধরুন আমি আমার ব্লগে লিখলাম,এখন এটা প্রথম পাতায় আসলো না।তারপর ১০ জন বললে এটা প্রথম পাতায় আসলো। ঠিক আছে ,মানলাম।
কিন্তু লেখক যে লিখেছেন সেটা পাঠক হিসেবে জানব কিভাবে?ঘুরে ঘুরে রোজ দেখে আসব শো.মো চৌ কি আজ লিখেছেন,অপবাক কি আজ লিখেছেন?
হ ভালো আইডিয়া।
====
মানুষ চেনা দায়!
না আরিফ, আমি বলছিলাম একটা প্রচ্ছদের মত পাতা থাকার কথা। সেখানে কীভাবে লিখতে হবে। সচলায়তনের বক্তব্য এগুলোর বোতাম থাকবে। বোতাম থাকবে ব্লগেরও। বোতাম থাকবে আড্ডাঘরের।
ব্লগের প্রথম পাতা এখন যেমন আছে তা পাওয়া যাবে প্রচ্ছদ পাতায় ব্লগের বোতাম চাপলেই।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নতুন মন্তব্য করুন