সারাদিন মানুষের ভাবনা পরি। আড্ডাবাজ,ওয়ালী,হাবিব, ভালোই লাগে। সবসময় এক মত হতে পারি না, কি আর করার। তারে তারে তথ্য আদান-প্রদানের সুবিধা নিজের ঘরের সাচ্ছন্দে কথা বলা যায়। নিজের ডায়েরীর মতো একান্ত না হলেও সবার মতপ্রকাশের স্বাধীনতা মানে যে কেউ যা কিছু বলতে পারে, মানুষের মননের উপর লাগাম টানার সক্ষমতা নেই রাষ্ট্রের।
কয়দিন আগে মজার একটা ঘটনা পরলাম। নেট এ মানুষের পরিচয় কতটা গোপন থাকে এ বিষয়ে। অন লাইন ডেটিং সাইটে যোগ্য সঙ্গী খুজছে পাগলের মতো। এমন দুজনের পরিচয় , 6 মাস অনলাইনে কথাবার্তা ভালো লাগার এক পর্যায়ে রোমান্টিক ছুটি কাটানোর পরিকল্পনায় নির্জন সমুদ্র সৈকত। প্রথম দেখায় দু জনের চমকে ওঠা। জীবনের আদর্শ সঙ্গী ভেবে যার সাথে দেখা সে তার মা।
আমরা যাদের কথা পড়ছি তাদের সামনে মনিটর কি বোর্ড মাউস হয়তো ওয়েব ক্যাম মাইক্রোফোন। তার দায়বদ্ধতা নেই। আত্মতৃপ্তি পেতে যেকোন ভুমিকায় অভিনয় করা সম্ভব ।
আর বাংলা ব্লগে যারা লিখছে তারা সচেতন এই ভাবনায় যে তাদের লেখা পরবে অন্যেরা। এই সচেতন মন নিয়ে কেউ খোলাসা করে কথা বলবে না। লেখাগুলো ব্যক্তিগত অনুভব থাকছে না দিন দিন সংবাদ কলাম হয়ে যাচ্ছে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন