শুরু হয়েছিলো এক রাতে। সামান্য একটা চিৎকারের অবশিষ্ট গল্প এটা।প্রায় মাঝরাত, ঘড়িতে সময় তখন স্থির। সামান্য মেঘ ছিলো চাঁদের আশেপাশে। সেই ম্লান ঘোলাটে আলোর নীচে শহরের তরল অন্ধকার গড়িয়ে গড়িয়ে জমা হলো ল্যাম্পপোষ্টের কাছে।
সামান্য একটা চিৎকার,কিছু একটা ঘটছে,অশুভ কিছু একটা, দোকানের ঝাপ খুলছে সশব্দে,কিছু সম্মিলিত চিৎকার--ধর শালারে ধর,খানকির পোলারে কোপা,কোপা শালার পুতেরে--এলোমেলো পায়ের শব্দ,ধাবন্ত আর উদ্দেশ্যবিহীন। ঘুম আসছিলো না তাই বারান্দায় দাড়িয়ে দিনের শেষ সিগেিরটটা আয়েশ করে টানছি,নীল জামা আর চেক লুঙ্গি পড়া একজন হাটছিলো সাথে সাদা গেনজী আর স্যান্ডেলপায়ের একজন।রাতে ঘুম না এলে অনেকেই পথে পায়চারী করে এরাও তেমন দুজন। ভুল সময়ে ভুল জায়গায় থাকা রীতিমতো অপরাধ এরাও অপরাধী।শহরের বিভিন্ন অংশ বিভিন্ন জন ভাগবাটোয়ারা করে নিয়েছে,রাতে টহল পুলিশের মতো তারাও নিজস্ব এলাকা টহল দেয়। এটা প্রতিষ্ঠিত সত্য , এলাকার উঠতি মাস্তান আর পুরোনো মাস্তানের মাঝে সমঝোতা হয়,সিনিয়ার গ্রুপ জুনিয়ারদের কাছে দায়িত্ব ছেড়ে রিটায়ার্ড সন্ত্রাসী হয়। যারা বেঁচে থাকে তারা স্থানিয় রাজনৈতিক দলের সভাপতি বা কমিশনার হয়। এই রাতে চেক লুঙ্গিকে জেরা করছে মাঝারি মাস্তান দল। মাঝরাতে পায়চারী করতে বেপাড়ায় --সন্দেহ আশংকা --লক্ষন ভালো না, সাদা পোশাকে টহল পুলিশের আনাগোনা, নতুন কনস্ট্রাকশন শুর হবে , কাচা পয়সার ঝনঝন সময় খুব খারাপ। শেষ সিগারেটের ধোয়ার সাথে নিরাপদ দুরত্বে দাড়িয়ে তাদের কথাও গিলছিলাম--------
মন্তব্য
নতুন মন্তব্য করুন